টুকরো খবর
বধূ হত্যায় তিন জনের যাবজ্জীবন
এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগে শনিবার স্বামী, শাশুড়ি ও ভাসুরকে যাবজ্জীবন কারাদন্ড দিলেন জঙ্গিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক বিদ্যুৎ কুমার রায়। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রায় ন’বছর আগে রঘুনাথগঞ্জ থানার মিঞাপুর গ্রামে পলি সাহার সঙ্গে পাশের বাড়ির বিকাশ সরকারের প্রেম-বিবাহ হয়। এ নিয়ে পারিবারিক নিযার্তন চরমে উঠলে শ্বশুরবাড়িতেই মারা যান পলিদেবী। জঙ্গিপুর হাসপাতালে এক ম্যাজিস্ট্রেটের কাছে মৃত্যুকালীন জবানবন্দী দিয়ে যান তিনি। পুলিশ প্রাথমিক ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করলেও আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পলি সাহাকে খুনের দায়ে স্বামী বিকাশ সরকার, শাশুড়ি অর্চনা সরকার ও ভাসুর বাপি সরকারকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

ক্ষতবিক্ষত দেহ কুলগাছি জঙ্গলে
কোতোয়ালির কুলগাছি ফরেস্ট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ মৃতের নাম রমেন বিশ্বাস(৫২) বাড়ি হাঁসখালি থানার বগুলা কলেজপাড়ায় কাঁচড়াপাড়া রেলওয়ার্কশপে ওই ব্যক্তি কাজ করতেন পুলিশ জানিয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কুলগাছি এলাকায় রমেনবাবুর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকার লোকজন এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনায় কারা জড়িত ও খুনের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সিপিএমের প্রতিবাদ মিছিল রানাঘাটে
আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এবং সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে কংগ্রেসের পর এ বার আন্দোলনে নামল সিপিএম। রবিবার বিকেলে রানাঘাট পুরসভার সামনে থেকে ওই মিছিল শুরু হয়। সিপিএমের রানাঘাট জোনাল কমিটির সম্পাদক সনৎ সেনগুপ্ত বলেন, “রানাঘাটে একের পর এক খুনের ঘটনা ঘটছে। অথচ প্রশাসনের কোনও ভূমিকা নেই। এতে মানুষ প্রশাসনের উপর আস্থা হারাচ্ছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে এবং মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।” একই দাবিতে বৃহস্পতিবার রানাঘাটের চৌরঙ্গি মোড় থেকে রথতলা হয়ে স্টেশন রোড পর্যন্ত মিছিল করেছিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সদস্য দুলাল পাত্র, রানাঘাটের কংগ্রেস সভাপতি কজ্জ্বোল চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট নেতারা সেখানে হাজির হয়েছিলেন।

শিমুরালি বইমেলা
বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টার আয়োজিত নদিয়ার শিমুরালির সপ্তম বার্ষিক বইমেলা এবং আয়োজক সংস্থার ২৫ বছর পূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হচ্ছে শনিবার। মেলায় বইয়ের স্টল ছাড়াও ছিল বাণিজ্যিক স্টল এবং নানা মনোরঞ্জনের উপকরণ। প্রতিদিন সন্ধ্যায় নাচ, গান, নাটক-সহ নানান প্রতিযোগিতার আয়োজনও ছিল। সংগঠনের সভাপতি কল্যাণ বিশ্বাস বলেন, “গত রবিবার বইমেলার উদ্বোধন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। শিক্ষানুরাগী থেকে পড়ুয়া, সাধারণ মানুষ সকলেই অংশ নিয়েছিলেন ওই পদযাত্রায়।”

সংশোধনাগার উদ্বোধন তেহট্টে
তেহট্টে উপ-সংশোধনাগারের উদ্বোধন উপলক্ষ্যে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শংকর চক্রবর্তী ও উজ্জ্বল বিশ্বাস। এ ছাড়াও ছিলেন আইজি (কারা) রণবীর কুমার সহ প্রশাসনের কর্তারা। তেহট্টের মহকুমাশাসক তথা উপ-সংশোধনাগারের সুপার অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘প্রায় ৪.৬৬ একর জমির উপরে নির্মিত এই উপ-সংশোধনাগারে ৭০ জন পুরুষ ও ২০ জন মহিলা আবাসিক থাকতে পারবেন তেহট্টে এই উপ-সংশোধনাগারটি তৈরি হওয়ার ফলে প্রশাসন ও আবাসিকদের বাড়ির লোকজন উভয়েরই সুবিধা হল।’’

মহিলার দেহ উদ্ধার
রবিবার সকালে শান্তিপুরের মতিগঞ্জ মোড়ের কাছে খাল পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দিন সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে। তদন্ত শুরু হয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
রবিবার ডোমকলের রানিনগরে বাবুলতালি গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল আতাহার শেখ নামে এক ব্যাক্তির (৪০)। তাঁর বাড়ি রানিনগরের কৃষ্ণনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই দিন সন্ধ্যায় তিনি সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় এক দ্রুত গতির যান তাঁকে ধাক্কা মেরে পালায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
জলঙ্গিতে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হল মিঠুন হালদার (২৭) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি জলঙ্গির চাঁদেরপাড়া গ্রামে। রবিবার বিকেলে জলঙ্গি থেকে সাগরপাড়া যাওয়ার সময় গাছের সঙ্গে মোটরবাইকটির ধাক্কা লাগে। তাঁর সঙ্গে ছিলেন খোকন ঘোষ নামে এক ব্যক্তি। জখম অবস্থায় তাকে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ফেনসিডিল উদ্ধার
গোপন সুত্রে খবর পেয়ে জলঙ্গির চরপারশপুরে এক মহিলার বাড়ি থেকে ৫৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলাকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে।

স্কুলে খেলা
চাকদহের বিপিনবিহারী বিদ্যাপীঠের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। ৩০টি বিভাগে প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.