দু’দিন ধরে নিখোঁজ থাকার পর এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল গড়বেতা থানা এলাকার লাগাপুকুর থেকে। মৃতের নাম হেমন্ত রানা (২০)। বাড়ি গোঘাট থানা এলাকার রাধানগর গ্রামে। পুলিশ সূত্রে খবর, শনিবার লাগাপুকুরের এক গাছে ওই যুবকের দেহ ঝুলতে দেখে স্থানীয় মানুষ থানায় খবর দেন। খবর পেয়ে গড়বেতা ও গোঘাট দু’টি থানা থেকেই পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থল গড়বেতা থানার এলাকার মধ্যে হলেও এর পাশেই গোঘাট থানা এলাকা রয়েছে। লাগাপুকুর এলাকাটি হুগলির সীমানাবর্তী অঞ্চল। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন হেমন্ত। পারিবারিক বিবাদের জেরেই এই আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
|
শুরু হল ডেবরা উৎসব। রবিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ বিশিষ্ট ব্যক্তিরা। ৬ নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় হরিমতি হাইস্কুলের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে মেলা বসেছে। এ দিন থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। উৎসব কমিটি অন্যতম কর্তা বিবেক মুখোপাধ্যায় জানান, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই মেলা ও উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
|
সেন্ট জন অ্যাম্বুলেন্স বিগ্রেড নামে এক সংস্থার খড়্গপুর কার্যালয়ের উদ্বোধন হল শনিবার। খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকায় রেলের জায়গার উপরই এই কার্যালয়ে গড়ে তোলা হয়েছে। উদ্বোধন করেন খড়্গপুরের ডিআরএম রাজীব কুমার কুলশ্রেষ্ঠ। তিনি সংশ্লিষ্ট সংস্থার অ্যাসিস্টেন্ট কমিশনারের পদেও রয়েছেন। কোথাও আগুন লাগলে, কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করা যাবে, কী ভাবেই বা মানুষকে উদ্ধার করে তাঁদের প্রাথমিক চিকিৎসা শুরু হবে, তার একটি মহড়া দেখানো হয় এ দিন। সংস্থার সম্পাদক অসীম নাথ বলেন, “আমরা বছরভরই নানা সামাজিক কর্মসূচি করে থাকি।”
|
বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ্যোগে এবং মেধা পুরস্কার কমিটির সহযোগিতায় পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠান হল রবিবার। এ দিন দুপুরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ, মেধা পুরস্কার কমিটির সভাপতি হরিপদ মণ্ডল, পূর্ণেন্দু কুমার মিশ্র প্রমুখ। পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী জানান, ৯০ জন ছাত্রছাত্রীকে পাঠ্য পুস্তক দেওয়া হয়েছে।
|
ভিক্টোরিয়া ফুড প্রাইভেট লিমিটেডে মজদুর ইউনিয়নের প্রথম সম্মেলন হল খড়্গপুরের উৎকল বিদ্যাপীঠে। রবিবারের সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আইএনটিটিইউসি সমর্থিত এই ইউনিয়নের সম্পাদক চন্দন সমাদ্দার। সম্পাদকীয় প্রতিবেদন পাঠের পাশাপাশি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় সম্মেলনে। উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান জহর পাল, পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি মুনমুন চৌধুরী।
|
মকরামপুর বাজার নবোদয় সঙ্ঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল রবিবার। ৮টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। জয়ী হয়েছে খড়্গপুরের বলরামপুর সূর্য সিংহ ক্লাব। রানার্স হয়েছে মনোহরপুর মাতৃ সঙ্ঘ। বিজয়ী দলকে ৪ হাজার ১ টাকা ও রানার্সকে ৩ হাজার ১টাকা নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফিও দেওয়া হয়। |