হাতির হামলা অব্যাহত বিষ্ণুপুরে
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
দলমার হাতির হামলা অব্যাহত রয়েছে বিষ্ণুপুর-বড়জোড়া অঞ্চলে। শনিবার রাতে বড়জোড়ার হাটআশুড়িয়ায় চারটি মাটির বাড়ি ভাঙার পাশাপাশি ওই এলাকার হরিরামপুরে মুরারি ডাঙ্গর ও তরুণ ডাঙ্গরের দু’বিঘা জমির গমও নষ্ট করেছে ১০০ হাতির ওই দল। বড়জোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান অলোক মুখোপাধ্যায় অভিযোগ করেন, “তিন সপ্তাহের বেশি হাতির দলের হামলায় এলাকার মানুষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।” বনদফতরের কাছে দ্রুত হাতি খেদানোর দাবি করেছেন বলেও জানান তিনি। বড়জোড়ার রেঞ্জার সৌমেন মণ্ডল বলেন, “হাতির দল ছড়িয়ে পড়ায় অভিযানে নেমেও কাজ হয়নি। তবু চেষ্টা চলছে।” অন্য দিকে, বিষ্ণুপুরের বাঁকাদহ বনাঞ্চল লাগোয়া গোলকপুর, শালদহ, পুন্যাডিহি গ্রামে শনিবার রাতে ৫০টি হাতির একটি দলের হামলা হয়েছে। পুন্যাডিহি গ্রামের সনাতন হাঁসদা, বিভূতি মাঝির কয়েক বিঘা আলু খেতও নষ্ট করেছে হাতির দল। বাঁকাদহ রেঞ্জ অফিসার বলাই ঘোষ জানান, ক্ষতিগ্রস্তরা রেঞ্জ অফিসে এসেছিলেন। তাঁদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। |
সাফাই অভিযান
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বর সাফাই অভিযান হল শনিবার। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলে। উপস্থিত ছিলেন জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন, পুরপ্রধান দেবিকা মাইতি। |