নেতাজিনগর কলেজে ছাত্র সংসদের নির্বাচনকে ঘিরে গণ্ডগোলের জেরে স্থানীয় পাটুলি থানার ওসি উত্তম মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় কলকাতার পুলিশের কমিশনার রঞ্জিতকুমার পচনন্দার নির্দেশে তাঁকে রিজার্ভ ফোর্সে বদলি করা হয়।
উত্তমবাবুর জায়গায় পাটুলি থানার দায়িত্ব পেয়েছেন চেতলা থানার অতিরিক্ত ওসি শান্তনু চট্টোপাধ্যায়। এর আগে ছাত্র সংগঠনের হাতে রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ-নিগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছিল স্থানীয় থানার আইসি-কে। যদিও ঘটনার সময় তিনি ‘পারিবারিক কারণে’ ছুটিতে ছিলেন। গত শুক্রবার নেতাজিনগর কলেজের গোলমালের সময় তৃণমূলের দুই কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে গোলমালে ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। একই সঙ্গে এসএফআই-এর সমর্থকদের বিরুদ্ধে টিএমসিপি-র সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে। টিএমসিপি এবং এসএফআই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিল। পুলিশ জানিয়েছে, টিএমসিপি-র তরফে দু’টি এবং এসএফআই-এর তরফে একটি অভিযোগ করা হয়েছে।
|
কারখানার ভিতরে ঢুকে মালপত্র লুঠপাটের ঘটনা ঘটল। শনিবার, দমদম থানার কে বি সরণিতে। পুলিশ জানায়, গভীর রাতে একদল দুষ্কৃতী ওই কারখানায় ঢুকে তছনছ করে, কিছু যন্ত্রাংশও লুঠ করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিতে এলে মারধর করা হয় বলেও অভিযোগ। তবে লুঠ করা মালপত্র সব নিয়ে না গিয়ে তারা পাশের এক পুকুরে ফেলে চলে যায়। এই ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ এসে পুকুর থেকে দুষ্কৃতীদের ফেলে যাওয়া মালপত্র উদ্ধার করে। কারখানার মালিক দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন। |