হাঁড়িয়ার আসরে হাতাহাতির জেরে মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ের। ওই ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারল জনতা। শনিবার সন্ধ্যায় মালদহের চাঁচল থানার কাণ্ডারণ গ্রামে এক ঘণ্টার ব্যবধানে ওই দু’টি খুন হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত রামবিলাস মুণ্ডা (৫৪) এবং মদির প্রামাণিক (৪২) ওই গ্রামেরই বাসিন্দা। দু’জনেই দিনমজুর। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহলদারি শুরু করেছে। তবে গণপ্রহারের ঘটনায় জড়িতদের রাত পর্যন্ত পুলিশ চিহ্নিত করতে পারেনি।
মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “হাঁড়িয়ার আসরে ওই দু’জনের মধ্যে প্রথমে কোনও কারণে বচসা হয়। সেই সময় হাতাহাতির জেরে রামবিলাস মাথায় আঘাত পান। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ঘটনার কথা চাউর হয়। উত্তেজিত জনতা চড়াও হয়ে মদিরকে বেধড়ক মারধর করে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মদিরের মৃত্যু হয়।” পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মদিরের বিরুদ্ধে নানা আপত্তিকর কাজকর্মের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছিল।
এই ঘটনার পরে বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, দীর্ঘ দিন ধরেই মদিরের বাড়িতে হাঁড়িয়ার আসর বসে। তা নিয়ে নানা সময়ে পুলিশ ও আবগারি দফতরে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু ওই আসর বন্ধ করতে কেউ উদ্যোগী হননি। পুলিশ অবশ্য দাবি করেছে, বেআইনি মদের আসর বন্ধে টানা অভিযান চলছে। মদিরের বাড়িতে ওই আসরের ব্যাপারে কখনও থানায় অভিযোগ জমা পড়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। |