টুকরো খবর
ঋণ পেতে হয়রান চাষিরা
হলদিবাড়িতে কিসান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেতে হয়রান হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাষিদের অভিযোগ, এক শ্রেণির দালালচক্রের মাধ্যমে না গেলে কোনও ঋণ পাওয়া যায় না বলে অভিযোগ। সম্প্রতি হলদিবাড়ি থানার বসরাজবালা গ্রামের কৃষক খগেন রায় এবং নালাটারি গ্রামের বাসিন্দা হিরণ্য কুমার রায় বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তাঁরা বলেন, “দেড়মাস পার হয়ে গিয়েছে। ঋণের জন্য আবেদন করেও ঋন পাইনি। দালালদের মাধ্যমে অনেকেই পরে আবেদন করে ঋণ পেয়ে গিয়েছে। আমাদের মত আরও অনেকেই রয়েছে।” হলদিবাড়ির জয়েন্ট বিডিও পঙ্কজ দাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখার জন্য ব্লক কৃষি আধিকারিক মারফৎ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” হলদিবাড়িতে দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ওই ঋণ দেয়। তাঁদের তরফে জানানো হয়েছে, এই ধরণের কোনও অভিযোগ ব্যাঙ্কে লিখিতভাবে জানানো হয়নি। তবে তা অভিযোগ উঠেছে যখন তখন তা অবশ্যই খতিয়ে দেখা হবে।

শিলিগুড়িতে বিক্ষোভ বাসিন্দাদের
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আশ্বাসের পরেও ভাগাড় সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তুলে আবর্জনা ফেলানোর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুরসভার বৈকুন্ঠপল্লিতে। পুরসভার ভাগাড়ে যাওয়ার দুটি রাস্তার মোড়ে জমায়েত করে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পুরসভার আবর্জনা ফেলার গাড়ি আটকে দেয় তারা। ভক্তিনগর থানার পুলিশ সেখানে যায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার ভাগাড়ের জন্য তাঁদের এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। জল, মাটি সব দূষিত হয়ে পড়েছে। ভাগাড়ের নোংরায় বাড়ির উঠোন, ঘরে ভরে যায়। সচেতনতা জাগরণ কমিটির সদস্য সুগ্রীব রায়, বিনোতা রায়রা বলেন, “বহুদিন আন্দোলন করছি। নতুন সরকার ক্ষমতায় আসা পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং পুরসভার মেয়র ভাগাড় সমস্যার সমাধান ছয় মাসের মধ্যে হবে বলে আশ্বাস দেন। ছয় মাস পার হয়ে গেলেও কোনও কাজ হচ্ছে না। এটা আমরা মেনে নেব না। আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য নোংরা ফেলা বন্ধ করার ডাক দেওয়া হবে।” সন্ধ্যা পর্যন্ত ভাগাড়ে গাড়ি ঢুকতে দেননি বাসিন্দারা। আজ, রবিবার ফের আন্দোলন হবে। শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “অন্যায়ভাবে নোংরা ফেলার গাড়ি আটকানো হয়েছে। আমরা কথা অনুযায়ী এগোচ্ছি। নোংরা থেকে বিদ্যুৎ তৈরির একটি প্রকল্প নেওয়া হয়েছে। খুব শীঘ্রই সে কাজ শুরু হবে। সকলকে জানানো হয়েছে। তার পরেও অবরোধ ঠিক নয়।”

লোডশেডিং, ক্ষুব্ধ রোগীরা
লোডশেডিংয়ের জেরে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগী পরিষেবা ব্যাহত হল শনিবার। বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা শতাধিক রোগীকে ফিরে যেতে হয়। কেন না চিকিৎসার কাজে ব্যবহৃত ‘ডেন্টাল চেয়ার’ লোডশেডিংয়ের সময়ে ব্যবহার করা যায়নি। এই ঘটনায় রোগী এবং তাঁদের আত্মীয়েরা ক্ষুব্ধ। এই হাসপাতালে কোনও জেনারেটরও নেই। তাতে সমস্যা আরও বাড়ে। ডেন্টাল কলেজের ছাত্র সংসদের দাবি, তাদের তরফে এ ব্যাপারে অধ্যক্ষকে একাধিক বার স্মারকলিপি দেওয়া হয়েছে। তাতেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেননি। তাদের অভিযোগ গত ৪ জানুয়ারি উত্তরবঙ্গ ডেন্টাল কলেজকে হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছে। অথচ এখানে হাসপাতাল চালানোর পরিকাঠামো নেই। এত দিন বহির্বিভাগেই চিকিৎসা করিয়ে আসছেন রোগীরা। ওষুধের স্টোরে প্রায় আড়াই বছর ফার্মাসিস্ট না থাকাতেও সমস্যা হচ্ছে। অস্থায়ী কর্মী থাকলেও তিনি সামাল দিতে পারছেন না। গুদামে পড়ে থেকে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে নষ্ট হয়েছে বলেও অভিযোগ এসএফআই নিয়ন্ত্রিত ছাত্র সংসদের। কলেজের অধ্যক্ষ সত্যব্রত মুখোপাধ্যায় মানছেন, ‘‘জেনারেটর না থাকায় লোডশেডিংয়ে সমস্যা হচ্ছে ঠিকই। স্বাস্থ্য দফতরে জানানোও হয়েছে। ফার্মাসিস্টও জরুরি। না হলে অনেক ওষুধ নষ্ট হচ্ছে।”

জমি দখল নিয়ে মারপিট, গ্রেফতার এক
চার লেনের রাস্তা তৈরির জন্য অধিগৃহীত জমির পাশের জায়গা দখলকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ চরমে উঠেছে। শামুকতলা থানার ৩১ নম্বর (সি) জাতীয় সড়কের চেপানি চৌপথি এলাকায় ঘটনা। পুলিশ জানিয়েছে, রাস্তা তৈরির ফলে প্রায় ৭০ জন উচ্ছেদ হওয়া ব্যবসায়ী রাস্তার দু’পাশের জায়গা দখল করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন। দু’পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। দু’পক্ষের থেকে লিখিত অভিযোগ জমা পড়ে থানায়। পুলিশ এই ঘটনায় এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। এ দিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সর্বদলীয় বৈঠক ডেকে বিষয়টি মিটমাট করার জন্য উদ্যোগী হয়েছে। শামুকতলা থানার ওসি প্রবীণ প্রধান জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি আয়ত্বের মধ্যে রয়েছে। গণ্ডগোল থামাতে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সূর্য সেন কলেজে জোট
সূর্য সেন কলেজে জোট তৈরি করে এসএফআইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামল টিএমসিপি ও ছাত্র পরিষদ। শনিবার দুই ছাত্র সংগঠনের নেতারা জোট তৈরির কথা ঘোষণা করেন। তারা জানান, ৪৮টি আসনের মধ্যে ৩৫টি আসনে টিএমসিপি এবং ১৩টি আসনে ছাত্র পরিষদ লড়াই করবে। ওই কলেজে ৪টি আসনে জয়ী হয়েছে বলে দাবি করেছে টিএমসিপি। শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি কর্মাস এবং বাগডোগরা কলেজে জোট তৈরির আলোচনা চলছে বলে দুই ছাত্র সংগঠনের নেতারা জানিয়েছেন। শিলিগুড়ি পলিটেকনিক কলেজে ৩০টি আসনের মধ্যে এসএফআই ৬টিতে প্রার্থী দিয়েছে। ওই কলেজে টিএমসিপি ও ছাত্র পরিষদের মধ্যে জোট হয়নি। আগামী ৪ ফেব্রুয়ারি শিলিগুড়ির পাঁচটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কমার্স কলেজে ৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে।

অভিযুক্ত ধৃত
পুলিশের নজর এড়িয়ে বালুরঘাট হাসপাতাল থেকে পালিয়ে আসা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে থেকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম দীপঙ্কর সরকার। তার বাড়ি বালুরঘাটে। ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। অসুস্থতার জন্য তাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৮ ডিসেম্বর তিনি পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালান। কোচবিহারে তিনি শ্বশুরবাড়িতে আসতে পারেন বলে পুলিশ খবর পায়। দূরপাল্লার বাস থেকে নামা যাত্রীদের সঙ্গে অভিযুক্তের ছবি মেলানোর সময় তাকে ধরা হয়। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “ধৃতকে বালুরঘাট পুলিশের হাতে তুলে দেওয়া হবে।”

ইসলামপুরে জয়ী ছাত্র পরিষদ
ছাত্র সংসদ নির্বাচনে ইসলামপুর কলেজে জয়ী হল ছাত্র পরিষদ। শনিবার কলেজের ছাত্র সংসদ নির্বাচন শেষ হলে দেখা যায় ৪৪টির আসনের মধ্যে ২১টি দখল করেছে ছাত্র পরিষদ। ১৭টি আসনে এসএফআই এবং ৬টি আসন টিএমসিপি জয়ী হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ছাত্র সংসদ নির্বাচনে ৩৩টি আসন পেয়ে ছাত্র সংসদ দখল করেছিল এসএফআই। রাজ্যে পরিবর্তনের পর এসএফআইয়ের বেশ কিছু সদস্য ছাত্র পরিষদে যোগ দিলে ছাত্র সংসদ হাতছাড়া হয় এসএফআইয়ের। ছাত্র পরিষদ এগিয়ে থাকলেও একক ভাবে সংখ্যা গরিষ্ঠ হতে পারেনি। ছাত্র ইউনিয়ন গঠন করতে হলে ২৩টি আসন প্রয়োজন। ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি এহেসানুল হক বলেন, “আমরা আমাদের নেতৃত্বের সাথে আলোচনার পরই সব ঠিক করব।”

ছিটমহল নিয়ে সভা
শনিবার হলদিবাড়ি বইমেলায় ছিটমহলগুলির সমস্যা নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দেবব্রত চাকি, প্রেমানন্দ রায় এবং প্রদীপ বাগচি। সকলেই ছিটমহল সমস্যা দ্রুত সমাধানের জন্য সহমত পোষণ করেন। এ ছাড়া রির্জাভ ব্যাঙ্কের তরফে জাল নোট এবং ভুয়ো অর্থনৈতিক লেনদেনকারী সংস্থা সম্পর্কে বাসিন্দাদের সচেতন করার জন্য আরেকটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন শহরের আননোন ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা।

কলেজে জোট
সূর্য সেন কলেজে জোট করে এসএফআইয়ের বিরুদ্ধে লড়বে টিএমসিপি ও ছাত্র পরিষদ। দুই ছাত্র সংগঠনের নেতারা জোটের কথা ঘোষণা করেন। ৪৮টি আসনের মধ্যে ৩৫টি আসনে টিএমসিপি এবং ১৩টি আসনে ছাত্র পরিষদ লড়বে। ৪টিতে জয়ী হয়েছে বলে দাবি টিএমসিপি-র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.