তৃণমূলের মিছিল থেকে সিপিএম ও সিপিআই কর্মী-সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল আরামবাগের রানহাট পশ্চিমপাড়ায়। ওই হামলার আগে-পরে গ্রামে থাকায় সিপিএম, সিপিআই এবং বিজেপির দলীয় পতাকাও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল অভিযোগ অস্বীকার করে পাল্টা সিপিএম এবং বিজেপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল ৪টে নাগাদ আট মাসে রাজ্য সরকারের ‘সাফল্য’ নিয়ে ওই গ্রামে প্রচার-মিছিল করছিল তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন আরামবাগের তৃণমূল নেতা সোহরাব হোসেন। অভিযোগ, মিছিল থেকে পশ্চিমপাড়ার বাসিন্দা সিপিএম নেতা তথা স্থানীয় মাধবপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তরণী সেন মালিকের বাড়িতে চড়াও হয় মিছিলকারীরা। দরজায় ধাক্কাধাক্কি ও গালিগালাজ করা হয়। তরণীবাবুর দুই ছেলেকে এবং দুই সিপিআই কর্মীকে মারধর করা হয়। তার পরে আরও তিন সিপিএম কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে হামলাকারীরা পালায়।
অভিযোগ উড়িয়ে দিয়ে সোহরাবের দাবি, “সুষ্ঠু ভাবে আমরা মিছিল করছিলাম। সিপিএম এবং বিজেপি একযোগে মিছিলের উপর হামলা করে। আমরা তারই প্রতিবাদ করেছি।” সিপিএম বা বিজেপি হামলার অভিযোগ মানেনি। সন্ধ্যা পর্যন্ত কোনও দলই থানায় কোনও লিখিত অভিযোগ জানায়নি। |