পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। ঢুকছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই নামতে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, রবিবার থেকেই নতুন ইনিংস শুরু করতে চলেছে শীত।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এতটা বেশি হলেও শীত-শীত ভাব ছিল সারাদিনই। কারণ, বেলা যত গড়িয়েছে, ততই বেড়েছে উত্তুরে হাওয়ার তীব্রতা। আজ, রবিবার থেকে এই হাওয়ার দাপট আরও বাড়বে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা না কমলেও বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ১১ ডিগ্রিতে নেমেছে। উত্তর ভারতের কনকনে ঠান্ডা হাওয়া প্রতিবেশী দুই রাজ্যে পৌঁছে যাওয়াতেই শীতের এই প্রকোপ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে (এই সময় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৪ ডিগ্রি সেলসিয়াস)। আগামিকাল, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহবিদরা জানিয়েছেন, শীতের এই ইনিংসে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়বে। এমনকী, শুষ্ক ঠান্ডার ফলে হাড়কাঁপুনিও দিতে পারে বলে তাঁরা জানিয়েছেন।
জানুয়ারির শেষ সপ্তাহে এসে কত লম্বা ইনিংস খেলবে শীত?
আবহবিদেরা জানাচ্ছেন, এই পর্বে উত্তুরে হাওয়ার তীব্রতা শীতের আমেজ আর কত দিন বজায় রাখতে পারবে তা এখনই পরিষ্কার করে বলা সম্ভব নয়।
গত এক সপ্তাহে তাপমাত্রার পারদের ওঠাপড়াও ছিল চমকপ্রদ। গত রবিবার, মকর সংক্রান্তির দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু তার পর থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ক্রমশ চড়তে থাকে পারদ। বাড়তে বাড়তে সপ্তাহের মাঝে, বৃহস্পতিবার তা পৌঁছয় ২০ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু সপ্তাহের শেষে ফের ভেল্কি দেখিয়ে তাপমাত্রা নামতে শুরু করে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ জানান, সোমবার থেকে আর এক দফা শীত আসছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি, উত্তরবঙ্গেও কড়া ঠান্ডা আরও বেশ কয়েক দিন বজায় থাকবে। |