আইপিএল ফাইভের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়ক এবং পরামর্শদাতা হিসেবে সই করাল পুণে ওয়ারিয়র্স। তাঁর সঙ্গে চার লক্ষ ডলারের চুক্তি করা হল। সৌরভের পাশাপাশি বোলিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন অ্যালান ডোনাল্ড। গত বারের কোচ জিওফ মার্শ-সহ বাকি কোচদের আগেই ছাঁটাই করে দিয়েছিল পুণে। মার্শ শ্রীলঙ্কার জাতীয় দলের কোচও হয়ে গিয়েছেন। সৌরভ-ডোনাল্ড ছাড়া মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে প্যাডি আপটন এবং ব্যাটিং কোচ হিসেবে প্রবীণ আমরে দায়িত্বে থাকবেন। |
চোট পাওয়া আশিস নেহরার বদলি হিসেবে গত বারের আইপিএলে পুণেতে সই করেন প্রাক্তন ভারত অধিনায়ক। যার জন্য গত বছর শেষের দিককার কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এ বার কিন্তু পুরো আইপিএলেই থাকছেন। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সৌরভের খেলতে নামা নিয়ে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে। “সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো এক জন প্লেয়ারকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছি। দেশের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। ওর উপস্থিতি যে দলকে দারুণ চাঙ্গা করবে তা নিয়ে সন্দেহ নেই,” বলেছেন পুণে ওয়ারিয়র্সের ডিরেক্টর অভিজিৎ সরকার। আইপিএলের নতুন চেয়ারম্যান রাজীব শুক্ল বলেছেন, “সৌরভের মতো মহাতারকা আইপিএলের ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দেবে।” ও দিকে, ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হলেও আইপিএলের সময় জাতীয় দলের কোনও খেলা নেই। পুরো সময়টাই তিনি পুণের সঙ্গে থাকতে পারবেন। ৯ ফেব্রুয়ারি প্রোটিয়াদের নিউজিল্যান্ড সফর শুরুর আগে ডোনাল্ডের তত্ত্বাবধানে পুণের জন্য একটি বোলিং ক্যাম্প করানোর কথা ভাবা হচ্ছে। |