বি সি রায় ট্রফির মূলপর্বে পৌঁছনোর ছাড়পত্র পেতে আজ, রবিবার, মেঘালয়ের মুখোমুখি হচ্ছে বাংলা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ম্যাচটি জিতলে তবেই তারা মূলপর্ব রাইন্ড রবিন লিগে উঠতে পারবে। অন্য দিকে ম্যাচ ড্র করলেই মেঘালয় সেই লক্ষ্যে পৌঁছবে। তাই বাংলা যে কিছুটা চাপে, সন্দেহ নেই।
শনিবার উত্তরায়ণ উপনগরীর মাঠে ফুটবলারদের নিয়ে প্রায় দেড় ঘন্টা অনুশীলন করান কোচ প্রশান্ত চক্রবর্তী। মাথায় বাড়তি চাপ না নিয়ে মেঘালয়ের সঙ্গে লড়াইতে নামার পরামর্শ দেন তিনি। শুক্রবার মহারাষ্ট্রকে ৮-০ গোলে হারিয়ে অবশ্য তুঙ্গে রয়েছে দীপক মণ্ডলদের আত্মবিশ্বাস। ওই ম্যাচ যে ছন্দে তারা শেষ করেছিলেন রবিবার সেই ছন্দেই যে তাঁদের খেলার পরামর্শ দিয়েছেন কোচ তা বলাই বাহুল্য। প্রশান্ত বলেন, “দলে কোনও চোট আঘাত নেই। প্রথম ম্যাচ ড্র করার পর যে চাপ ছিল দ্বিতীয় ম্যাচ ৮ গোলে জিতে তা কাটিয়ে উঠেছি। মেঘালয়ের সঙ্গে ম্যাচ জিততে ফুটবলাররা লড়াই করার উৎসাহে ফুটছে।” কোচের যুক্তি প্রথম ম্যাচ পঞ্জাবের সঙ্গে ড্র হলেও ভাল খেলেছিলেন সকলেই। পরের ম্যাচ তেকেই অবশ্য দল ছন্দে ফিরেছে। |
ওড়িশা-গোয়ার খেলা চলেছে। —নিজস্ব চিত্র। |
বি সি রায় ট্রফি জুনিয়র জাতীয় ফুটবলে প্রাথমিক পর্বে ১৬ টি দলকে ৪ টি ক্লাস্টারে ভাগ করে গ্রুপ লিগের খেলা চলছে। এই পর্বে প্রতিটি দল ৩ টি করে ম্যাচ খেলবে। প্রতিটি ক্লাস্টার থেকে ১ টি করে দল মূলপর্বে উঠবে। সি ক্লাস্টারে মেঘালয় ২ টি ম্যাচ জিতে সবচেয়ে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে বাংলা দ্বিতীয় স্থানে। মূলপর্বে উঠতে তাই মেঘালয়কে তাদের হারাতেই হচ্ছে।
এ দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ‘বি’ ক্লাস্টারের দলগুলির মধ্যে মিজোরাম ৬-০ গোলে হারিয়েছে উত্তরাখণ্ডকে। খেলা শুরু ৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জোদিংলিয়ামা। দু’টি করে গোল করেছেন লালরুয়াতফেলা এবং ইশাক ভালমালসাওনা। অপর গোলটি করেছেন মালিওয়াংদা ওয়াংলিয়ানা। এই মাঠে এ দিন দ্বিতীয় ম্যাচে ওড়িশা ২-১ গোলে হারিয়েছে গোয়াকে। রানিডাঙায় এসএসবি মাঠে ‘ডি’ ক্লাস্টারের দলগুলির খেলায় মণিপুর ২-১ গোলে অসমকে হারিয়েছে, দিল্লি ৩-০ গোলে হারিয়েছে কর্ণাটককে। |