ভারতে খেলে গিয়েছেন পেলে। এসেছিলেন দিয়েগো মারাদোনা। লিওনেল মেসি। দিয়েগো ফোরলানের মতো বিশ্বকাপারও। এ বার এলেন রুদ খুলিত। তবে এ বার বাকিদের মতো কলকাতায় নয়, গ্যাংটকে।
গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে রবিবার সুপার স্টার ইলেভেনের হয়ে তিনি খেলবেন কি না অবশ্য এখনও নিশ্চিত নয়। সুপার স্টার ইলেভেনের খেলার কথা ইউনাইটেড সিকিমের সঙ্গে। কড়া নিরাপত্তার মধ্যে শনিবার বিকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন খুলিত। হেলিকপ্টারে গ্যাংটক যাওয়ার কথা ছিল। খারাপ আবহাওয়ার জন্য শেষ পর্যন্ত তাঁকে গাড়িতেই পৌঁছতে হয়। সোমবার ফেরার পথে তাঁকে কলকাতায় আনার চেষ্টা হচ্ছে।
|
গ্যাংটকের হোটেলে রুদ খুলিত। শনিবার।—নিজস্ব চিত্র |
গ্যাংটকের অদূরে রানিনগরের পাঁচতারা হোটেলে পৌঁছে গিয়েছেন জিনেদিন জিদানের সতীর্থ ক্রিশ্চিয়ান কারেম্বু। তিনি ফ্রান্সের বিশ্বকাপ ও ইউরো জয়ী টিমেরও সদস্য। জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে দু’টি চ্যাম্পিয়ন্স লিগও। আছেন ইরানি বিশ্বকাপার আলি দায়িও।
প্রাক্তন এশীয় সেরা এই ফুটবলার খেলেছেন বায়ার্ন মিউনিখের মতো ইউরোপীয় ক্লাবেও। দেশের হয়ে ১০৯টি গোল করে আলি আছেন বিশ্বের আন্তর্জাতিক গোলদাতার তালিকায় একেবারে শীর্ষে। পুসকাস, পেলেরও আগে। রবিবার সকালে আসার কথা ফ্রান্স ও এসি মিলানের প্রাক্তন ফুটবলার, ভারতীয় বংশোদ্ভুত বিকাশ ধোরাসুর। ভাইচুং অবশ্য খেলবেন সুপার স্টার ইলেভেনের হয়ে। সেই দলেই খেলবেন জো পল আনচেরি, অ্যালভিটো ডি’কুনহা। থাকছেন অভিনেতা রাহুল বসু, অভিনেত্রী নেহা ধুপিয়ারাও। খেলতে দেখা যেতে পারে স্করপিয়ন ব্যান্ডের গিটারিস্ট রুডল্ফ শেঙ্কেরকেও। ম্যাচের থেকে প্রাপ্ত অর্থের একটা বড় অংশ যাবে সিকিমের ভূমিকম্প দুর্গতদের জন্য।
|