ভারতীয় ক্রিকেট দলের চলতি অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স নিয়ে এই প্রথম মুখ খুললেন গ্রেগ চ্যাপেল। সচিন-রাহুলদের প্রাক্তন কোচ আজ একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকারে বলেছেন, “এ বার ভারতীয় দল অপ্রস্তুত অবস্থায় অস্ট্রেলিয়া এসেছে।” এর পর ভারতীয় বোর্ডকে একহাত নিয়ে গুরু গ্রেগ আরও বলেন, “বিসিসিআই-এর উচিত দলকে আরও তৈরি করে বিদেশ সফরে পাঠানো।” তবে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে আস্থা রেখেছেন চ্যাপেল। বলেছেন, “টিম হারছে বলেই পরিস্থিতিটা আরও বেশি কঠিন। ধোনি এর আগে টিমকে যথেষ্ট ভাল নেতৃত্ব দিয়েছে। কিন্তু নিজের দল এক টানা হারলে সব সময়ই ক্যাপ্টেনের পক্ষে পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায়।”
ধোনির পাশে দাঁড়ালেও চ্যাপেল অবশ্য মনে করছেন, অ্যাডিলেডে শেষ টেস্টেও অস্ট্রেলিয়া জেতার জন্য ঝাঁপাবে। মাইকেল ক্লার্করা ৪-০ করার সুযোগ কিছুতেই ছাড়বেন না। এর পরে ভারতীয় দলে নিজের কোচিং জমানায় ফিরে গিয়ে গ্রেগ চ্যাপেল দাবি করেছেন, “কোনও ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমি ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিইনি।” সঙ্গে আরও দাবি করেছেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও ভাবে তাঁর আক্রোশের লক্ষ ছিলেন না। এবং তাঁর আশা, তিনিও সৌরভের আক্রমণে লক্ষ্যবস্তু নন।
চ্যাপেল যখন এ কথা বলছেন, তখন ৪-০ করার হুমকি দিয়ে রাখলেন ক্লার্ক। অস্ট্রেলীয় অধিনায়ক এ দিন পরিষ্কার বলেছেন, “ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে নামার আগে আমরা একটা কথাই মাথায় রাখছি। হোয়াইটওয়াশ। চুনকাম চাই। এমন শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে ৪-০-র কম কিছু অত্যন্ত হতাশজনক হবে,” বলে রেখেছেন ক্লার্ক। কিন্তু মুশকিল হচ্ছে, সিরিজ শেষ হওয়ার আগেই পন্টিংদের সরানো নিয়ে আবার আওয়াজ উঠে গিয়েছে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমে লেখা হচ্ছে, ভবিষ্যতের কথা ভেবে পন্টিং-হাসি-হাডিনদের বিদায় জানানোর সময় হয়েছে। সিডনির ব্যাটিং পিচে পন্টিংদের সেঞ্চুরিও গুরুত্ব পাচ্ছে না। |