টুকরো খবর
আবগারি অভিযান নিয়ে জানতে চাইল কমিটি
মগরাহাটে বিষ-মদ কাণ্ডের পরেও চোলাইয়ের ঠেক ভাঙতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্যের আবগারি দফতরের কাছে তা জানতে চাইল বিধানসভার ‘আশ্বাসন কমিটি’। পরিকাঠামোর অভাবে অভিযান চালাতে গিয়ে তাঁদের সমস্যা হচ্ছে বলে দফতরের আধিকারিকরা শুক্রবার কমিটির কাছে জানিয়েছেন। বিধানসভার এক সূত্রে জানা গিয়েছে, কমিটির চেয়ারম্যান সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা এ দিন আবগারি দফতরের আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন। তাঁর উপস্থিতিতে তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষরা জানতে চান, চোলাই বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে কমিটির সদস্যরা জানান, আবগারী দফতরের কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট-সাব ইন্সপেক্টর (এএসআই), সাব ইন্সপেক্টরের (এসআই)-সহ বহু পদ বাম-আমল থেকেই শূন্য। তার মধ্যেই তাঁরা চোলাই বন্ধে অভিযান চালাচ্ছেন বলে আধিকারিকরা জানান। তবে মগরাহাট-কাণ্ডের পরে কতগুলি চোলাইয়ের ঠেক ভাঙা হয়েছে, তার তালিকা তাঁরা এ দিন কমিটিকে দিতে পারেননি। মদ বিক্রি থেকে শুল্ক বাবদ রাজস্ব এ বার বাড়বে বলে আধিকারিকদের আশা। তাঁরা কমিটিকে জানান, গত আর্থিক বছরে রাজস্ব আদায় হয়েছিল ১ হাজার ৭৬৯ কোটি টাকা। চলতি আর্থিক বছরে তা ২ হাজার কোটি টাকার বেশি হতে পারে।

করদাতার স্বার্থে আরও ই-পরিষেবা চালু অর্থমন্ত্রীর
প্রত্যাশা পূরণের মাধ্যমে করদাতাদের মন জয় করে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব বলে মনে করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। যে কারণে মাসখানেক আগে ‘ই-ট্যাক্স’ পরিষেবা চালু করার পরে ব্যবসায়ীদের সুবিধার্থে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক আরও কয়েকটি সুযোগ চালু করল অর্থ দফতর। কর সংক্রান্ত অভিযোগ থেকে শুরু করে আর্থিক সহায়তার জন্য আবেদন নতুন ব্যবস্থায় এ সবই ঘরে বসে কম্পিউটার মারফত ‘অনলাইনে’ দাখিল করা যাবে। শুক্রবার মহাকরণে অমিতবাবু জানান, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি) অনেক আগে পশ্চিমবঙ্গে সমীক্ষা চালিয়ে করদাতাদের প্রত্যাশা পূরণে বেশি গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছিল। তারই ভিত্তিতে কর আদায়ের ক্ষেত্রে ই-গর্ভন্যান্স পরিষেবা তিনি আরও সরল করে তুলতে চাইছেন, যাতে ব্যবসায়ীরা নির্বিবাদে ও কম সময়ে কর জমা দিতে পারেন। “এতে কর দেওয়ার প্রবণতা যেমন বাড়বে, রাজস্বও বৃদ্ধি পাবে।” আশা প্রকাশ করেন তিনি। নতুন সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি দফতরগুলোকে আরও বেশি করে তথ্যপ্রযুক্তি ভিত্তিক ই-গভর্ন্যান্স পরিষেবা চালু করার কথা বলেছিলেন। সেই সূত্রে অর্থ দফতর গত অগস্টে ‘ই-ট্যাক্স’ পরিষেবা চালু করেছে। এবং তার ফলে করদাতাদের মধ্যে নাম নথিভুক্তির প্রবণতা অনেকটাই বেড়েছে বলে অমিতবাবুর দাবি। কতটা বেড়েছে? অর্থমন্ত্রী সে সম্পর্কে অবশ্য খোলসা করে কিছু বলেননি। তবে তাঁর বক্তব্য: যে কোনও নতুন পরিষেবা শুরু হওয়ার পরে মানুষের তা বুঝতে খানিকটা সময় লেগে যায়। ‘ই-ট্যাক্স’-এর ক্ষেত্রেও ধীরে ধীরে ফল পাওয়া যাচ্ছে। আগামী দিনে করদাতাদের মধ্যে অনলাইন ব্যবস্থা যথেষ্ট জনপ্রিয় হবে বলেই তাঁর আশা।

কুয়াশায় থমকে বিমান-ট্রেন
বিমান ওঠানামা চার ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার বন্ধ থাকে দেড় ঘণ্টা। খলনায়ক সেই কুয়াশা। এ দিন ভোর থেকে কুয়াশার দাপটে বিমানের সঙ্গে সঙ্গে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। শিয়ালদহ, হাওড়ায় দূর পাল্লার কিছু ট্রেন এবং লোকালও দেরিতে চলেছে। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালে ব্লু ডার্ট-এর কার্গো বিমান এবং স্পাইস জেটের চেন্নাই থেকে কলকাতামুখী উড়ানকে ভুবনেশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ইন্ডিগোর চেন্নাই-কলকাতা এবং হায়দরাবাদ-কলকাতা বিমান কলকাতার আকাশে আধ ঘণ্টা চক্কর কাটার পরে নামার সুযোগ পায়। বিমানবন্দর-কর্তৃপক্ষ জানান, কুয়াশার কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে দৃশ্যমানতা অনেক কম থাকায় উড়ান বন্ধ রাখতে হয়। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল জানায়, কুয়াশার জন্য হাওড়া ও শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস গড়ে আট ঘণ্টা দেরি করেছে। এ ছাড়াও বেশ কিছু দূর পাল্লার ট্রেন গড়ে ছ’ঘণ্টা দেরিতে চলেছে। যে-সব ট্রেন দিল্লি থেকে ছেড়ে আসছে, মূলত দেরি হয়েছে সেগুলিরই। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর, খড়্গপুর-ভদ্রক ও খড়্গপুর-টাটানগর শাখায় রাত ৩টে থেকে কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বেলার দিকে আস্তে আস্তে কুয়াশা কাটলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওই রেলের বিভিন্ন ট্রেন এ দিন গড়ে আধ ঘণ্টা দেরিতে চলেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.