|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
তস্করের সন্ধানে জীবনানন্দ |
বইপোকা |
সেই ‘তস্কর’টির প্রতীক্ষায় আমরা। তিনিই পারেন শেষ-কে অ-শেষ করিতে। কারণ তাঁহার বা তাঁহার পরবর্তী প্রজন্মের সংগ্রহেই ত থাকিবার কথা জীবনানন্দ দাশের নূতনতর সাহিত্যজীবন। হয়ত আছে, হয়ত নাই, বহু কাল পূর্বেই সকল ‘বাজে’ কাগজে চানাচুর বিক্রয় হইয়া গিয়াছে। এমনতর কল্পনাটি মোটেই কষ্টকল্পনা নহে। কারণ, প্রায় তিন দশক ধরিয়া প্রতিক্ষণ প্রকাশনার নিষ্ঠাবান উদ্যোগে যে অপ্রকাশিত জীবনানন্দ প্রকাশ চলিতেছিল তাহার আপাতসমাপ্তি ঘটিল। ‘আপাত’, কারণ জীবনানন্দ দাশের শেষ অপ্রকাশিত ১৪টি গল্প ও ২টি উপন্যাস নামে যে গ্রন্থটি (সম্পাদনা ভূমেন্দ্র গুহ, প্রতিক্ষণ, ৫০০.০০) প্রকাশিত হইল সদ্য, তাহা অশেষ হইয়া উঠিতে পারে একমাত্র সেই তস্করের লীলায়। এই গ্রন্থের ‘প্রকাশকের কথা’য় গল্প হইলেও সত্যিটি আছে: ‘শুনেছি, জীবনানন্দের মেয়ে মঞ্জুশ্রী দাস, ট্রেনে করে তমলুকে যাবার সময় জীবনানন্দের পাণ্ডুলিপি ভর্তি একটি সুটকেস খোয়া যায়। জানি না, সেই অমূল্য সম্পদ কোথাও সুরক্ষিত আছে কী না। অথবা সুটকেস ভর্তি ‘হাবিজাবি’ কাগজপত্র দেখে হতাশ তস্কর সে সব লেখা নষ্ট করে দিয়েছেন, হয়তো বা। আমরা তবু আশায় থাকব, কপি-রাইট উঠে গেলে সেই সব লেখা দিনের আলো দেখবে।’ আশায় আমরাও। অগভীর বাংলা গল্প-উপন্যাসের এই সময়ে জীবনানন্দের মতো কবির কলমে ‘গোলাপি’, ‘কমলা’, ‘দাঁড়কাক’, ‘চক্ব’-র মতো গল্প বা ‘জ্যোতি’ ও ‘অতসী’র মতো উপন্যাস বড় প্রাপ্তি হয়ে উঠবে, সন্দেহ নেই।
|
|
|
|
|
|