উন্নয়নের কাজ খতিয়ে দেখতে শুক্রবার পশ্চিম মেদিনীপুরে এলেন বনমন্ত্রী হিতেন বর্মন। এ দিন তিনি দু’টি গভীর নলকূপ ও একটি কমিউনিটি হলের উদ্বোধন করেন। জঙ্গলমহল এলাকার উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যানের বরাদ্দ অর্থেই এই গভীর নলকূপ ও কমিউনিটি হল তৈরি হয়েছে। শালবনি, লালগড়, গড়বেতার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন হিতেনবাবু।
|
বনকর্মীদের হাত ছাড়িয়ে পালাল কাঠচোর। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের কুমারগ্রাম থানার সামনে। দুষ্কৃতীর নাম মার্টিন এক্কা। বাড়ি কুমারগ্রাম বাগানে। বৃহস্পতিবার কুমারগ্রাম বিটে তল্লাশির সময়ে বনকর্মীরা মার্টিন এক্কা এবং বিনোদ ডুংডুংকে ধরে। বন দফতরের লক আপ না-থাকায় রাতে ধৃতদের থানা লক আপে রাখা হয়। এ দিন সকালে আদালতে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময়ে দু’জনই হাত ছাড়িয়ে পালায়। গ্রামবাসীদের সহযোগিতায় বিনোদকে ধরা সম্ভব হলেও মার্টিন পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছে।
|
সলসলাবাড়ি স্টেশনে রেল লাইনের একটি পূর্ণবয়স্ক হরিণ উদ্ধার করেছে বন দফতর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। বন দফতরের তরফে এদিনই হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পানিয়ালগুড়ি জঙ্গল থেকে হরিণটি পথ ভুলে লোকালয়ে চলি গিয়েছে বনকর্মীদের ধারণা।
|
রূপনারায়ণে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ল এক শুশুক। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তমলুকের খসরেখা গ্রামে। পরে অবশ্য খবর পেয়ে বন দফতরের লোকেরা এসে শুশুকটিকে ফের নদীতে ছেড়ে দেয়।
|
মেদিনীপুর শহরের কেরানিতলার অদূরে গাছ কাটাকে কেন্দ্র করে গণ্ডগোল বাধল শুক্রবার দুপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি সংস্থা নির্মাণ-কাজের জন্য রাস্তার ধারের গাছ কাটছিল। স্থানীয় এক যুবক তাতে বাধা দিলে গণ্ডগোল শুরু হয়। |