|
|
|
|
|
|
টুকরো খবর |
বালি উৎসব |
বালির নাগরিকদের পদযাত্রার মধ্যে দিয়ে গত ৮ জানুয়ারি বালি উৎসবের সূচনা হয়। এর পরে ১৪ জানুয়ারি শুরু হয়েছে ন’দিনের বালি উৎসব। আগামী কাল, রবিবার উৎসবের শেষ দিন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও বালি পুরসভার সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের কৃষিবিপণন মন্ত্রী অরূপ রায়। ৩য় বার্ষিক এই উৎসবের আয়োজক বালি উৎসব কমিটি ও সিনে গিল্ড, বালি। শান্তিরাম স্কুল চত্বর, বালি রবীন্দ্র ভবন ও রক্তকরবী মঞ্চে শিল্পী শিবির, ক্যুইজ, গান, নাচ, কবিতা পাঠ, আলোচনা, নাটক, আবৃত্তি, সিনেমা-সহ নানা আয়োজন আছে। এ ছাড়াও বালি শান্তিরাম স্কুল চত্বরে রবীন্দ্রনাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে চলছে প্রদর্শনী। উৎসব কমিটির সম্পাদক অঞ্জন দাশমজুমদার বলেন, “বালির পুরনো দিনের সংস্কৃতির কথা এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন।”
|
সাংস্কৃতিক সন্ধ্যা |
বালির রবীন্দ্রভবনে সম্প্রতি অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক সন্ধ্যা। আয়োজনে বালি দুর্গাপুর সাহেববাগানের ‘রিদম’ নৃত্য প্রশিক্ষণ সংস্থা। ৭ম বার্ষিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী কৃপাকরানন্দ। আধুনিক, রবীন্দ্র সঙ্গীতের উপরে নৃত্য পরিবেশন করে সংস্থার কচিকাঁচা থেকে বয়স্ক শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা।
|
ছোটদের টি-২০ ক্রিকেট |
‘ব্যাঁটরা ডিসিপ্লিন ফুটবল ক্লাব’-এর মাঠে চলছে ছোটদের টি-২০ ক্রিকেট। ৫ম বর্ষের এই প্রতিযোগিতায় এ বার অংশগ্রহণ করেছে হাওড়ার চারটি, কলকাতার সাতটি এবং দুর্গাপুরের একটি ক্লাব। লিগ কাম নক-আউট প্রথার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় আগামী কাল। থাকবেন লক্ষ্মীরতন শুক্ল, সৌরাশিস লাহিড়ী, সিএবি-এর যুগ্ম সচিব বিশ্বরূপ দে প্রমুখ। আয়োজনে ‘উত্তর ব্যাঁটরা মনসাতলা বালক সঙ্ঘ’ এবং ‘ব্যাঁটরা ডিসিপ্লিন ফুটবল ক্লাব’। |
|
|
|
|
|