|
|
|
|
|
|
|
মনোরঞ্জন ২... |
|
নতুন সাংবাদিক |
শ্রাবন্তী। কী করে চাকরি পেলেন? জানাচ্ছেন শতরূপা বসু |
আনন্দবাজার পত্রিকায় যোগ দিয়েছেন এক নতুন সাংবাদিক।
তাতে আবার খবর হয় না কি?
হয়। যদি সেই সাংবাদিকের নাম হয় শ্রাবন্তী। আজ্ঞে হ্যাঁ। যিনি এই সে দিন ‘কোকা কোলা’ হয়ে ফাটিয়ে নেচেছিলেন, তিনি আগামী কয়েক দিনের জন্য রাজনৈতিক এবং পুলিশ বিট করতে তৈরি হচ্ছেন।
রাজ চক্রবর্তীর পরের ছবি। ‘কানামাছি’। রাজনৈতিক থ্রিলার। ছবিতে একটা চরিত্রই বলা যায় আনন্দবাজার পত্রিকা।
তিনি নায়িকা। নয়না। এবং সাংবাদিক হতে গিয়ে টেনশনে সিঁটিয়ে আছেন।
কেন? “কারণ আপনাদের কাজের ধরনটা সম্বন্ধে কিচ্ছু জানি না যে,” শ্রাবন্তীর সরল স্বীকারোক্তি। গ্ল্যামারাস নায়িকার নাচ-গানের রুটিন তো এখানে চলবে না।
তা হলে উপায়? “আমি ‘নো ওয়ান কিলড্ জেসিকা’ বার কয়েক দেখলাম। যদিও রানি মুখোপাধ্যায় এক জন টেলিভিশন সাংবাদিক। আর আমার চরিত্রটা কাগজের সাংবাদিকের। তবুও দু’টো চরিত্রের ছাঁদ এক।”
আচ্ছা শ্রাবন্তী জানেন ডেডলাইন আর ডেটলাইনের পার্থক্য? হাসছেন তিনি। “ডেডলাইনটা ভালই জানি। আরে, সাংবাদিক না হলেও আপনাদের কাজের চাপটা আমি বুঝি বইকী! আর আপনি যে প্রেসারের কথা বললেন সেই রকমই একটা রোমাঞ্চকর দৃশ্য আছে। সবাই বাড়ি চলে গেছে। মাঝ-রাতে অফিস থেকে ফোন। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হেডলাইন পাল্টাতে হবে। সবাই অফিস ছুটছি,” বলছেন নায়িকা। এই পরিস্থিতির সাংবাদিকতার পরিভাষায় একটা নাম আছে। ‘স্টপ প্রেস’। সেটা জানেন? “এই তো জেনে নিলাম,” হাসি শ্রাবন্তীর।
আর বডি ল্যাঙ্গুয়েজ? “বরখা দত্তকে তো সেই কবে থেকেই দেখছি। এখন বলতে পারেন, সেই দেখার কাজটা আরও খুঁটিয়ে করছি,” বলছেন শ্রাবন্তী। অচেনা জগৎকে চেনাতে ওয়ার্কশপও হচ্ছে। “নানা কাজের চাপে নিয়মিত যেতে পারি না ওয়ার্কশপে। কিন্তু রোজ মন দিয়ে খবরের কাগজ পড়ছি। বাংলা এবং ইংরেজি। নজর দিচ্ছি যাতে উচ্চারণ আরও স্পষ্ট হয়। খুঁটিনাটি বিষয়ে নজর দিচ্ছি। বা একটা খবর কী ভাবে লেখা হয়, সেটা বোঝার চেষ্টা করছি।”
অপরাধ এবং রাজনীতি নিয়ে কাজ করা মানে তো দুঁদে ক্রিমিনাল বা রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসা। কোড ল্যাঙ্গুয়েজকে হাতিয়ার করে চলা। “হ্যাঁ, কোড ল্যাঙ্গুয়েজের কথা রাজদা’ বলেছে। এখনও কোনও পরিষ্কার খসড়া হাতে পাইনি। সেটা কাজ শুরু করতে হলে বুঝব,” বলছেন তিনি।
পোশাকেও গ্ল্যামার কমের দিকে। চোখে চশমা। পরনে জিন্স, কুর্তি। সঙ্গে হয়তো একটা স্টোল। চোখে একটু কাজল। “মানে আপনারা রোজ যে-সাজে অফিস আসেন আর কি!” হাসতে হাসতে বলছেন নায়িকা।
কিন্তু আপনি তো গ্ল্যামারাস পোশাকে বেশি স্বচ্ছন্দ। গোটা ছবি জুড়ে এত ক্যাজুয়াল লুক ক্যারি করতে পারবেন? “চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন তো জান-প্রাণ দিয়ে লড়বই,” নায়িকার গলায় জোশ। কাঠিন্যও কী? সেটার জবাব দেবে নয়না। ‘কানামাছি’তে। |
|
|
|
|
|