টুকরো খবর
প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর অতিথি তৃষ্যা
একজন শিক্ষাজীবন শুরু করার মুখেই কৃতিত্বের জন্য ‘পুরস্কৃত’ হচ্ছে, অন্য জন দীর্ঘ শিক্ষকজীবনের সেরা স্বীকৃতি পেলেন। এবং দু’জনেই অসমের। তৃষ্যা গাড়োরিয়া সিবিএসই পরীক্ষায় সব বিষয়ে পূর্ণমান (১০০%) পাওয়ায় প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে কুচকাওয়াজ দেখার বিরল সম্মান পেতে চলেছে। আর ইউনেসকোর আন্তর্জাতিক রসায়নবর্ষের শেষে দেশের সেরা সাত রসায়ন শিক্ষকের অন্যতম হিসাবে মনোনীত হয়ে সেরা রসায়ন শিক্ষকের পুরস্কার পেলেন অসমের দরং কলেজের শিক্ষক পলাশমণি শইকিয়া। তৃষ্যার বাড়ি ডিব্রুগড়ে। পলাশবাবু তেজপুরের বাসিন্দা। মঞ্জুদেবী ও বিমল গাড়োরিয়ার মেয়ে তৃষ্যা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত। রাজ্যের একমাত্র প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রীর বক্সে বসতে চলেছে শ্রীঅগ্রসেন অ্যাকাডেমির এই ছাত্রী। অন্য দিকে, ‘অ্যাসোসিয়েশন অফ কেমিস্ট্রি টিচার্স’ ভারতে রসায়ন শিক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য ফিজিক্যাল কেমিস্ট্রির ডক্টরেট পলাশবাবুকে সম্মানিত করেছে।

উত্তর-পূর্বের জন্য ৬৫০ কোটি সাহায্য বিশ্বব্যাঙ্কের
উত্তর-পূর্বে দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষদের উন্নয়নের জন্য বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ১৩০ কোটি ডলার অর্থাৎ প্রায় ৬৫০ কোটি টাকা ঋণ সহায়তা নিচ্ছে ভারত। আজ দিল্লিতে চুক্তিপত্র সই হয়েছে। উত্তর-পূর্বের মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরায় বসবাসকারী গ্রামীণ জনসাধারণ, বিশেষত মহিলা ও বেকারদের স্বনির্ভর করার জন্য এই অর্থ খরচ করা হবে। বিশেষভাবে নজর দেওয়া হবে মিজোরামের আইজল ও লুংলেই, নাগাল্যান্ডের পেরেন ও তুয়েংসাং, সিকিমের ১৫টি পঞ্চায়েত এবং ত্রিপুরার পশ্চিম ও দক্ষিণ জেলাগুলির উপরেই। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এই সব এলাকার মোট জনসংখ্যার ৩৫ শতাংশ মানুষই দারিদ্রসীমার নীচে বসবাস করেন। কৃষি উৎপাদন কম। শিল্প তো নেই-ই। ফলে এই এলাকাগুলিতে অপরাধপ্রবণতা বাড়ছে। সেই সমস্যার সমাধানের উদ্দেশেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক উত্তর-পূর্ব গ্রামীণ রোজগার প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আজ প্রকল্প আধিকারিক ডি এল ওয়াংখার, অর্থ দফতরের যুগ্ম সচিব বেণু রাজামণি ও বিশ্ব ব্যাঙ্কের ভারতীয় অধিকর্তা রবার্তো জাঘা ঋণচুক্তিটিতে স্বাক্ষর করেন। প্রকল্পের অধীনে পিছিয়ে পড়া এলাকাগুলিতে ক্ষুদ্র ও প্রাকৃতিক সম্পদ ভিত্তিক শিল্পের বিকাশ, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ এবং স্থানীয় বাসিন্দাদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেকার যুবকদের আর্থিক সহায়তা দেবে ‘নাবার্ড’, ‘সিডবি’ ও ‘নেডফি’।

দুর্নীতি প্রশ্নে ভিএসের পাশে কারাট
কেরলের বিরোধী দলনেতা ভি এস অচ্যুতানন্দনকে একজন ‘সৎ রাজনীতিক’ বলে প্রশংসা করে তাঁর পাশে দাঁড়ালেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। বেআইনি ভাবে নিজের আত্মীয়কে জমি পাইয়ে দেওয়ার অভিযোগে ভি এসের বিরুদ্ধে এফআইআর করেছে কেরলের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন শাখা। সরকার চার্জশিট দিলে তিনি বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন ভিএস। এ ব্যাপারে শুক্রবার কারাট বলেন, “অচ্যুতানন্দন একজন বর্ষীয়ান, সৎ রাজনীতিক। তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছে ওমান চণ্ডীর নেতৃত্বাধীন দুর্নীতিগ্রস্ত সরকার। আমরা এর বিরুদ্ধে সব রকম লড়াই করব।” কারাট জানান, আদালতে বিষয়টি নিয়ে লড়াইয়ের পাশাপাশি আদালতের বাইরেও বিষয়টি নিয়ে প্রচার করবে দল। অতীতে দেখা দিয়েছে, কারাটের সঙ্গে ভিএসের সম্পর্ক আদৌ ‘ভাল’ নয়। এ বার ভিএস-কে বিধানসভায় প্রার্থী করার ব্যাপারেও কারাটের আপত্তি ছিল। এমনকী ভিএস মুখ্যমন্ত্রী থাকাকালীন শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে পলিটব্যুরো থেকে সাসপেন্ডও করেন কারাট। দলের একাংশের মতে, পার্টি কংগ্রেসের তিন মাস আগে কেরল পার্টির বৃহদাংশের ‘চাপেই’ ভিএসের পাশে দাঁড়ালেন কারাট।

তাড়া করে তিন জঙ্গিকে ধরল গ্রামবাসীরা
পুলিশের উপর ভরসা না রেখে মাওবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীরাই এ বার জোটবদ্ধ হল। এক গ্রামবাসীকে হত্যা করতে আসা তিন মাওবাদীকে ধাওয়া করে ধরে ফেলল মুজফফ্পুরের বেলাহি গ্রামের মানুষ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হল চারটি মোবাইল ফোন, বোমা, রিভলভার, কার্তুজ এবং এলাকার একটি মানচিত্র। শুক্রবার সকালের এই ঘটনার পর পুলিশের এই বিশাল বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালালেও ধৃতদের বাকি সঙ্গীদের খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানায়, আজ ভোর রাতে মাওবাদীদের ১৫ জনের একটি দল বেলাহিতে জড়ো হয়। গ্রামেরই বাসিন্দা অশোক রায়ের ছেলে মনীশকে পুলিশের চর সন্দেহে খুন করার জন্যই ওরা জড়ো হয়। গ্রামের লোকজন টের পেয়ে যায়। সবাই ঘর থেকে বেরিয়ে পরে। ধাওয়া করে ওই দলের তিনজনকে গ্রামবাসীরা ধরে ফেলে। খবর দেওয়া হয় মীনাপুর থানায়। পুলিশের বিশাল বাহিনী সেখানে পৌঁছয়। ধৃত তিনজনকে জেরা করে পুলিশ বাকিদের নামও জানতে পেরেছে। কেন তারা সেখানে জড়ো হয়েছিল ধৃতরা তাও স্বীকার করেছে বলে পুলিশের দাবি। তাদের জেরার ভিত্তিতে পুলিশ সীতামঢ়ী এবং শিওহর জেলায় অভিযান শুরু করেছে। ডিজিপি অভয়ানন্দ জানান, মীনাপুর থানা এলাকার এই ঘটনায় বিজয় পাসোয়ান, মহেশ পটেল এবং রোশন কুমার নামে তিন কট্টর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বহু মামলা ঝুলে রয়েছে বলে ডিজি জানান।

জেল থেকে মোবাইল উদ্ধার
নালন্দার পর গোপালগঞ্জর জেল। আচমকা তল্লাশি চালিয়ে পুলিশ এই জেল থেকে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করল। জেলা পুলিশ জানিয়েছে, এই জেলে বহু দাগি অপরাধী রয়েছে। গত কাল বিকেলে বন্দিদের মধ্যে ঝগড়া বাধে। হাতাহাতিও হয়। পুলিশ জানতে পারে এদের অনেকের কাছেই মোবাইল ফোন আছে। সেই সূত্রেই এই ঝগড়া। জেলে বসে, মোবাইল ফোনেই যে যার অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তখনকার মতো পুলিশ কিছু না বলে ঝগড়া থামিয়ে চলে আসে। এরপর আজ ভোর সাড়ে চারটে নাগাদ জেলার পুলিশ সুপার কে এস অনুপমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই জেলে তল্লাশি চালিয়ে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ সুপার বলেন, “দাগি অপরাধীদের কাছ থেকে ওই ফোনগুলি উদ্ধার হয়েছে।” কয়েক দিন আগে একই ভাবে নালন্দা জেলেও হানা দেয় জেলা প্রশাসন। সেখানে মোবাইল ফোনের সঙ্গে উদ্ধার হয় মাদকও।

বিজিবি-র গুলিতে নিহত ভারতীয়
বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর (বিজিবি) গুলিতে প্রাণ হারালেন ত্রিপুরার এক গ্রামবাসী। আজ সকালে তারাপুকুর গ্রামে ঘটনাটি ঘটেছে। বিএসএফের ডিআইজি (পিএসও) কে এল সোয়েল বলেন, ৩ বাংলাদেশি সোনামুড়া অঞ্চলে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। স্থানীয় গ্রামবাসী শাহ আলম ভিনদেশিদের দেখে বাধা দেয়। বাংলাদেশে ফিরতে অনুরোধও করেন। তিনজনের মধ্যে দু’জন বিজিবি’র জওয়ান, এক জন সাধারণ বাংলাদেশি নাগরিক। এর পর তাঁরা শাহ আলমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আলমকে তারা অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার শুনতে পেয়ে তাঁকে উদ্ধার করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁর ছেলে। এলাকায় ঘটনা চাউর হতেই উত্তেজিত গ্রামবাসীরা শাহ আলমকে ছিনিয়ে নিয়ে বিজিবি’র দুই জওয়ান-সহ তিন জনকেই আটক করে। তখনও এলাকায় বিএসএফের জওয়ানরা এসে পৌঁছয়নি। এ অবস্থায় আলমকে লক্ষ্য করে বিজিবি’র এক জওয়ান গুলি করে। গুরুতর জখম অবস্থায় আলমকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এক বিজেবি জওয়ানকে ধরে ফেলে গ্রামবাসী। তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পদবি ফেলছেন পরেশ বরুয়ারা
পারিবারিক পদবি ত্যাগ করছেন পরেশ বরুয়ারা। আলফা (পরেশ)-এর সকল সদস্যরে পরিচয়ের সঙ্গে অসমকে জুড়ে দেওয়া হচ্ছে। আজ, এক বিবৃতি পাঠিয়ে, লেফটেন্যান্ট অরুণোদয় (আর দহোতিয়া নয়) অসম জানান, এবার থেকে আলফার সব সদস্য নিজেদের পদবি ব্যবহার না করে নামের পিছনে ‘অসম’ লিখবেন। নতুন রীতি অনুযায়ী, দলের সেনাধ্যক্ষ পরেশ বরুয়া আজ থেকে ‘পরেশ অসম’ নামে পরিচিত হবেন। একই ভাবে, উপ-সেনাপ্রধান মেজর দৃষ্টি রাজখোয়ার নাম হবে ‘দৃষ্টি অসম’, অর্থ সচিব জীবন মরাণের নাম হচ্ছে ‘জীবন অসম’। সভাপতি অভিজিৎ বর্মণও ‘অভিজিৎ অসম’ হয়ে গেলেন। এর ফলে নাকি সদস্যদের মধ্যে জাতীয়তাবোধ বাড়বে। অন্তত তেমনই দাবি অরুণোদয়দের।

গলা কেটে ভাইঝিকে খুন, গ্রেফতার কাকা
গলা কেটে ১০ বছরের ভাইঝিকে খুন করল কাকা। দ্বারভাঙা জেলার সদর থানা এলাকার ধোয়ী গ্রামে ঘটনাটি ঘটেছে গত কাল রাতে। নেহা কুমারী নামে ওই বালিকাকে খুন করার অভিযোগে কাকা নন্দকিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, রাতে নেহা তার ঠাকুমার সঙ্গে ঘুমিয়ে ছিল। সেই সময় নন্দকিশোর ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত নেহার গলা কেটে দেয়। ঘটনার পরে কাকা বাড়িতেই ছিল। পালিয়ে যাওয়ার চেষ্টাও করেনি। নন্দকিশোর দিল্লিতে কাজ করে। কয়েকদিন আগে সে বাড়ি ফিরেছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে জমি সংক্রান্ত কোনও বিবাদ ওই পরিবারে নেই। তা হলে কেন নিজের ভাইঝিকে খুন করল অভিযুক্ত? পুলিশ সুপার গরিমা মালিক বলেন, “এখনও আমরা তা জানতে পারিনি। বাড়ির লোকও কিছুই জানাতে পারেনি। ধৃতকে জেরা করা হচ্ছে।”

উপকূলবাসীদের পরিচয়পত্র রাজ্যে দু’জেলায়
জাতীয় নিরাপত্তার স্বার্থে ন’টি রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য ‘রেসিডেন্ট আইডিন্টিটি কার্ড’ চালু করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী জনবসতি ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বাসিন্দাদের দেওয়া হবে এই বিশেষ পরিচয়পত্র। তালিকায় আছে গুজরাত, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলিও। কাল পোর্ট ব্লেয়ারের পোর্থরাপুর গ্রামে প্রথম এই কার্ড বিলি করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২ লক্ষ ৫৬ হাজার বাসিন্দা এই কার্ড পাবেন। তামিলনাড়ুতে এই ‘স্মার্ট কার্ড’ বিলি হবে ২৩ জানুয়ারি। ১৮ বছর বা তার বেশি বয়সীদেরই শুধু এই কার্ড দেওয়া হবে।

এক্সপ্রেসে আগুন
ফের আগুনের কবলে রেলের কামরা। আজ ভোরে দিল্লি-মালদহ ফরাক্কা এক্সপ্রেসের একটি অসংরক্ষিত কামরায় আগুন লাগে। যাত্রীরা শিখা দেখে চেন টানেন। যশোবন্তপুর স্টেশনে ট্রেনটি থামানো হলে দমকল কর্মীরা আগুন নেভান। এটাওয়াহ্র স্টেশন সুপার পরে জানান, আগুন লেগেছিল ইঞ্জিন থেকে দ্বিতীয় কামরায়। সম্ভবত শর্ট সার্কিট থেকে। তবে এতে কেউ হতাহত হননি।

গির্জাকে সর্তকবার্তা জয়রাম রমেশের
মাওবাদী অধ্যুষিত এলাকায় উন্নয়নে সাহায্য করতেই পারেন, কিন্তু ধর্ম প্রচার নিয়ে ‘লক্ষ্মণরেখা’ পেরোবেন না। গির্জার অধীনস্থ স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে সতর্ক করে আজ এ কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। এখানে এক ক্যাথলিক সেবা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসে রমেশ বলেন, “সেবার কাজ করতে গিয়ে যেন ধর্মপ্রচারে জড়িয়ে পড়বেন না। সরকার এবং আদিবাসীদের মধ্যে বিশ্বাস জোড়া লাগানোর ব্যাপারে আপনাদের মতো শক্তিশালী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করি আমরা।”

মণিপুরে গ্রেনেড হানা
গত ২৪ ঘণ্টায় মণিপুরে বিভিন্ন রাজনৈতিক দলের ন’জন কর্মীর বাড়িতে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। এর মধ্যে থোংজু কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিজয় কৈজামের সঙ্গী আকেনের বাড়িতে ছোড়া গ্রেনেডটি ফেটেছে। তবে কেউ হতাহত হননি। বাকি আটটি না-ফাটা গ্রেনেড পুলিশ উদ্ধার করেছে। ভোট ঘোষণার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে মণিপুরের সাতটি জঙ্গি গোষ্ঠী। এ তারই ফল।

সংঘর্ষে হত খাপলাং নেতা
দুই নাগা জঙ্গি সংগঠনের মধ্যে সংঘর্ষে জুনেবটোয় আরও এক খাপলাং নেতার প্রাণ গেল। পুলিশ জানায়, গত কাল সকালে এনএসসিএন (খাপলাং) বাহিনীর প্রবীণ নেতা গুখাতো আসুমি গাড়িতে সরুহতোর দিকে যাচ্ছিলেন। খুলে-কিতোভি গোষ্ঠীর জঙ্গিরা গাড়ি থামিয়ে একে ৪৭-এর গুলিতে গুখাতোকে ঝাঁঝরা করে দেয়। খবর ছড়িয়ে পড়তেই আথিবুং এলাকায় দুই পক্ষে ফের গুলির লড়াই শুরু হয়।

ট্রেনে কাটা স্টেশন মাস্টার
রেলে কাটা পড়ে মৃত্যু হল স্টেশন মাষ্টারের। সাসারাম জেলার করবন্দিয়া স্টেশনে গত কাল রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম কান্দা মাহালি (৪০)। এ দিন রাতে ওই স্টেশন মাষ্টার ডিউটিতে ছিলেন। রেল লাইন ধরে তিনি স্টেশনে আসছিলেন। কী কারণে তিনি লাইন ধরে হাঁটছিলেন তা পুলিশ জানতে পারেনি। তবে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে এটি আত্মহত্যার ঘটনা নয়।

প্রচার-তালিকায় নাম প্রিয়ঙ্কার
ভাইকে সব রকম সাহায্য করবেন বলে সম্ভাবনার দরজা খুলে রেখেছিলেন প্রিয়ঙ্কা বঢরা নিজেই। এ বার অমেঠি-রায়বরেলীর বাইরে তাঁর প্রচারে যাওয়া নিয়ে জল্পনাকে উস্কে দিল কংগ্রেস প্রচারকদের তালিকা। উত্তরপ্রদেশে প্রথম দফা ভোটের জন্য এই ৪০ জনের তালিকায় মনমোহন সিংহ, সনিয়া গাঁধী, রাহুল গাঁধীর সঙ্গে প্রিয়ঙ্কার নামও আছে। ওই সময় অমেঠি-রায়বরেলীতে ভোট নয়। রাজ্যের অন্যত্র প্রিয়ঙ্কা প্রচার করবেন কি না, তাই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। কংগ্রেস সূত্রে বলা হয়েছে, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাহুল-প্রিয়ঙ্কাই নেবেন।

কোর্টের দ্বারস্থ ইয়াহু
আপত্তিকর বিষয়বস্তু রাখার অভিযোগে অন্য ২০টি ওয়েবসাইটের সঙ্গে ‘ইয়াহু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর কর্তৃপক্ষকে সমন পাঠিয়েছিল দিল্লি হাইকোর্ট। ইয়াহু এর বিরুদ্ধে পাল্টা আপিল করায় আদালত এ ব্যাপারে দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়েছে। শোনা হবে ইয়াহুর বক্তব্যও। সংস্থাটির আইনজীবী অরবিন্দ নিগম জানান, ইউটিউব বা ফেসবুকের মতো যে সব ওয়েবসাইটে আপত্তিকর বিষয়বস্তু পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের সঙ্গে ইয়াহু ইন্ডিয়ার বাণিজ্যিক সম্পর্ক নেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.