|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
মূল বিষয় মরমি অন্তর্মুখীনতা |
মৃণাল ঘোষ |
সুনির্মল মাইতি শান্তিনিকেতনের কলাভবন ও বরোদা থেকে চিত্রকলায় প্রশিক্ষিত হয়েছেন। ঐতিহ্যের রেশ তাঁর ছবিতে সন্তর্পণে কাজ করে। তার উপরই আধুনিকতার নানা জটিলতার কারুকাজ চলে। বিড়লা অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। শিরোনাম : ‘জাক্স্ট্যাপোজিশন অব ক্রোনোলজি’। অ্যাক্রিলিক ও মিশ্রমাধ্যমে এঁকেছেন নিবিষ্ট অন্তর্মুখী ভঙ্গিতে বিভিন্ন বুনোটের প্রাধান্যে। ‘ইন্দ্র দ্য স্মার্ট ওয়ান’ ছবিতে পুরাণকল্পের নানা স্তরের ভিতর দিয়ে ব্যক্তিগত বিষাদ জেগে থাকে। ‘দ্য হোয়াইট টাইগার’-এ সাদা বাঘ অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। নিম্নাংশে কাক ও মানুষের আঁধারলিপ্ত কথোপকথন চলে। মরমি অন্তর্মুখীনতা তাঁর ছবির একটি বৈশিষ্ট্য। |
|
প্রদর্শনী
চলছে
গ্যালারি গোল্ড: মাইকেল ওয়ার্নার, চান্দ্রেয়ী দত্ত প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: নির্মল, সুজিত প্রমুখ ২৪ জানুয়ারি পর্যন্ত।
শুক্লা চৌধুরী ২৪ জানুয়ারি পর্যন্ত।
কেমোল্ড গ্যালারি: অরুণ বণিক ২৬ জানুয়ারি পর্যন্ত।
হ্যারিংটন গ্যালারি: অ্যালান আর্চমেন্ট ২৬ জানুয়ারি পর্যন্ত।
আকার প্রকার: অরিন্দম ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: ‘ওড়িশি’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। |
|