জুয়া রুখতে গিয়ে গুলিতে মৃত্যু যুবকের |
দক্ষিণ শহরতলির রবীন্দ্রনগর এলাকায় জুয়া-সাট্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ দিতে হল এক যুবককে। পুলিশ জানায়, মৃতের
নাম শেখ সেলিম (৩৫)। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে রবীন্দ্রনগরের আনোয়ারপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এক দল দুষ্কৃতী ওই এলাকায় জুয়া-সাট্টার আসর বসিয়েছিল। রাস্তার ধারের একটি পাঁচিল ভাঙারও চেষ্টা করে তারা। সেলিম-সহ স্থানীয় কয়েক জন বাসিন্দা ওই ঘটনার প্রতিবাদ করায় দুষ্কৃতীরা গুলি ছোড়ে। সেলিমের বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নোদাখালি থানার মুচিসায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এ দিন সকালে তাঁর স্বামীর বাড়ি ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা। পুলিশ জানায়, সকালে বাড়ির পিছন দিকে সেরিনা বিবি (২২) নামে ওই বধূর ঝুলন্ত দেহ পাওয়া যায়। সেরিনার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চলছিল। তাঁর স্বামী পলাতক।
|
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হল শুক্রবার। আপাতত ৮০টি পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.presiuniv.ac.in-এ। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রেসিডেন্সি কলেজের শূন্য পদগুলির জন্য এই দফায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার ১০৪টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের অনুমোদন দিয়েছে। সেগুলিতে এখনই নিয়োগ শুরু হচ্ছে না। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন নেই অনেক বিভাগেই। সেই জায়গায় প্রফেসর নিয়োগ করলে সুবিধা হয়। এই নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের। প্রেসিডেন্সিকে সরকার ‘বিশেষ মর্যাদা’ দিয়েছে। উপাচার্য মালবিকা সরকার জানান, প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে গবেষণা খাতে বছরে এক লক্ষ, অ্যাসোসিয়েট প্রফেসরকে দু’লক্ষ এবং প্রফেসরকে তিন লক্ষ টাকা দেওয়া হবে। |
কলকাতা বিমানবন্দরে শুক্রবার প্রায় ৪০ ফুট উপর থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম তারক সিংহরায় (৩২)। বাড়ি বিরাটিতে। দুপুরে তারক এবং তাঁর এক সঙ্গী কার্গো টার্মিনালের একটি বাড়িতে রং করছিলেন। হঠাৎই উপর থেকে পড়ে যান তাঁরা। গুরুতর আহত অবস্থায় দু’জনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেখানেই মারা যান তারক। তাঁর সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। |