টুকরো খবর
মুনাফা কমলো আর আই এলের
চলতি অর্থবষের্র তৃতীয় (সেপ্টেম্বর-ডিসেম্বর) ত্রৈমাসিকে মুনাফা কমলো মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)-এর। এই সময়ে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ৪,৪৪০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের থেকে ১৩.৬% কম। যদিও আয় ৪০.২% বেড়ে হয়েছে ৮৭,৪৮০ কোটি টাকা। সংস্থা কর্ণধার মুকেশ অম্বানী জানান, আন্তর্জাতিক দুনিয়ায় আর্থিক সঙ্কটেরই প্রতিফলন ঘটেছে এই ফলে। কাঁচামালের দাম বাড়া ও ডলারে টাকার দাম কমার কারণে সংস্থার খরচ বেড়েছে। পাশাপাশি, এক ব্যারেল অশোধিত তেল থেকে যে পরিমাণ জ্বালানি তৈরি হয়, সে বাবদ সংস্থার আয়ও কমে হয়েছে ৬.৮০ ডলার। দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল ১০.১ ডলার। এ ছাড়া কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে গ্যাস উত্তোলন কমার প্রভাবও পড়েছে এই আয়ের উপর। অন্য দিকে, বাজার থেকে নিজেদের শেয়ার নিজেরাই কিনে নেওয়ার ক্ষেত্রেও সায় দিয়েছে পরিচালন পর্ষদ। ১০,৪৪০ কোটি টাকায় প্রায় ১২ কোটি শেয়ার কেনা হবে। শেয়ারে সর্বোচ্চ ৮৭০ টাকা দেওয়া হবে। এর আগে ২০০৫-এ এমনই পদক্ষেপ করেছিল সংস্থা। সংশ্লিষ্ট মহলের মতে, ২০১১-এ সংস্থার শেয়ার দর পড়েছে প্রায় ৩৫%। এ বার দর বাড়াতেই এই পদক্ষেপ। এ দিন বিএসই-তে সংস্থার দর ছিল শেয়ারে ৭৯৩.৩৫ টাকা।

বিদেশ থেকে আসা এসএমএসেও রাশ
এ বার বিদেশ থেকে আসা এসএমএসের উর্ধ্বসীমাও বেঁধে দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। তারা জানিয়েছে, দেশের বাইরের কোনও নম্বর থেকে যদি ঘন্টায় ২০০-র বেশি এসএমএস আসে, তাহলে তা আটকে দেওয়া হবে। এক মাসের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে নির্দেশ দিয়েছে ট্রাই। তবে কিছু কিছু দিনের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। ট্রাই জানিয়েছে, আগেই দেশের ভিতরে দৈনিক এসএমএসের উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। সংস্থাগুলিকে এখন নির্দিষ্ট নম্বর থেকেই বিপণন এমএসএস পাঠাতে হয়। তাই অনেকেই পণ্য বা পরিষেবা বিপণন করতে বিদেশ থেকে ঘুরপথে গ্রাহকদের এসএমএস পাঠাচ্ছে। তাই ‘ডু নট ডিস্টার্ব’ তালিকায় থাকা গ্রাহকরা সেই এসএমএস পাচ্ছেন। এটি আটকাতেই এই ব্যবস্থা চালুর কথা জানাল ট্রাই।

দাম বাড়ছে পাউরুটির
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পাউরুটির দাম এক লাফে অনেকটাই বাড়ছে। বৃদ্ধির হার প্রতি পাউন্ড বা ৪০০ গ্রামে চার টাকা। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ বেকারি কো-অর্ডিনেশন কমিটির যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ওই দুই সংগঠনের তরফে ইদ্রিশ আলি ও শেখ ইসমাইল হোসেন জানান, এখন প্রতি পাউন্ড পাউরুটির দাম ১২ টাকা। তা বেড়ে হবে ১৬ টাকা। তাঁদের দাবি, শেষ বার দাম বেড়েছিল ২০০৯-এর নভেম্বরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.