টুকরো খবর |
ট্রেনে মিলল অস্ত্র, ধৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
নিজস্ব চিত্র। |
ডাউন জামালপুর এক্সপ্রেস থেকে বৃহস্পতিবার একটি রিভলভার ও ১০টি একনলা পাইপগান উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ ছট্টু। বাড়ি বিহারের মুঙ্গেরে। রেলপুলিশ ট্রেনে তল্লাশি চালানোর সময় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বর্ধমানের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই ট্রেনটিতে। সেই ব্যাগেই মেলে অস্ত্রগুলি। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে। রেলপুলিশের ওসি অশোককুমার মজুমদার বলেন, “ওই ট্রেনে বারবার অস্ত্র পাচার হচ্ছে। তাই ওই ট্রেনটির প্রতি বিশেষ নজর দিচ্ছি আমরা।”
|
বধূর ঝুলন্ত দেহ মিলল |
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল বৃহস্পতিবার রাতে। বুদবুদ থানার সাধুনগরের ঘটনা। পুলিশ জানায়, মৃত বধূর নাম বৈশাখী সাহা (২০)। তাঁর বাবা দিলীপবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী, দেওর ও শাশুড়িকে গ্রেফতার করেছে। ওই থানা এলাকারই চাকতেঁতুল গ্রামের বাসিন্দা দিলীপবাবু পুলিশকে জানিয়েছেন, বছর দেড়েক আগে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে হয় সাধুনগরের বিল্টু সাহার। তাদের একটি আড়াই মাসের বাচ্চা আছে। দিলীপবাবুর অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক অত্যাচার করত। পুলিশ বিল্টু, তার ভাই রিন্টু ও মা মালতি সাহাকে গ্রেফতার করেছে।
|
পুরসভার কাজে বৈষম্য, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
পুরসভার কাজে বৈষম্য ও অনুন্নয়নের অভিযোগ তুলে শুক্রবার আসানসোল পুরসভার মেয়রকে স্মারকলিপি দিয়েছেন কংগ্রেসের কাউন্সিলরেরা। নেতৃত্বে দেন ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ তথা কংগ্রেসের জেলা সম্পাদক রবিউল ইসলাম।
তাঁদের অভিযোগ, আড়াই বছর পেরিয়ে গেলেও পুরসভা এলাকার সার্বিক উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে কংগ্রেস কাউন্সিলরদের ওয়ার্ডগুলিতে কোন কাজই করাচ্ছেন না মেয়র। এই অভিযোগের প্রেক্ষিতে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বৈষম্য ও অনুন্নয়নের অভিযোগ মিথ্যা। তহবিলের অভাব থাকায় সাময়িক কাজ বন্ধ রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। শুক্রবার সকালে বুদবুদে ২ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ সৈয়দ (৪২)। বাড়ি কাটোয়া থানার শ্রীখণ্ড গ্রামে। তিনি বুদবুদে একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ দিন জাতীয় সড়ক ধরে সাইকেলে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
|
খনি চালুর প্রক্রিয়ায় ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়ার কেন্দা কোলিয়ারির ২ নম্বর ভূগর্ভস্থ খনি বন্ধ করে খোলা মুখ খনি চালু করার প্রক্রিয়া শুরু করেছে ইসিএল। এই অভিযোগে শুক্রবার আইএনটিটিইউসি, আইএনটিউসি, সিটু, এইচএমএস ও বিএমএস কয়েক ঘণ্টা কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখায়। শ্রমিক নেতা আশিস বন্দ্যোপাধ্যায় জানান, খনি কর্তৃপক্ষ কোনও রকম যুক্তির তোয়াক্কা না করেই খোলা মুখ খনি খুলতে চাইছেন। যৌথভাবে এর মোকাবিলা করার জন্য আন্দোলন শুরু করেছেন তাঁরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
|
ক্ষতিপূরণের দাবি |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সরকার নির্ধারিত দামে ধান ও গম কেনা, আত্মঘাতী কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ, মাসিক ১০ হাজার টাকা আয় পর্যন্ত বিপিএল ঘোষণা-সহ ২২ দফা দাবিতে শুক্রবার জামুড়িয়ার ব্লক অফিস এবং পুরসভায় বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষক সভার অজয় জোনাল কমিটি। বিক্ষোভ শেষে যুগ্ম বিডিও এবং পুরপ্রধানের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়।
|
দুর্ঘটনায় জখম পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মোটরবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছে ৫ ছাত্র। তাদের মধ্যে এক জনকে রানিগঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের নেতাজি সুভাষ বসু রোডের শিশুবাগান মোড়ে। |
|