আন্দোলনে মাদ্রাসা শিক্ষকেরা |
বেসরকারি উদ্যোগে পরিচালিত উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকের ১৭৩ মাদ্রাসাকে সরকারি অনুমোদন দেওয়ার দাবিতে আন্দোলনে পশ্চিমবঙ্গ অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা ইটাহারের নতুন মসজিদ সংলগ্ন এলাকায় কর্মিসভা করেন। ৮ ফ্রেব্রুয়ারি সংগঠনের তরফে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই অভিযানে সংগঠনের সদস্যরা সামিল হয়ে মহাকরণের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন বলেও এ দিন ঘোষণা করা হয়। সংগঠনের জেলা কার্যকরী সভাপতি আনিসুর রহমান বলেন, “২০০৯-এ রাজ্য সরকার বেসরকারি উদ্যোগে পরিচালিত জেলার ১৭৩টি মাদ্রাসা স্কুলকে সরকারি অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করে। সেগুলিকে অনুমোদন দেওয়া হয়নি। মাদ্রাসাগুলির প্রায় ৫০০ জন শিক্ষকের স্থায়ীকরণ প্রক্রিয়াও আটকে গিয়েছে।” সংগঠনের অভিযোগ, সরকার বদলের পরে মাদ্রাসাগুলিকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া আটকে গিয়েছে। অবিলম্বে মাদ্রাসাগুলিকে সরকারি অনুমোদন দেওয়ার দাবিতে জেলার ৯ ব্লকে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে নামার সিদ্ধান্ত হয়েছে। অনশন আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তাঁরা।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোটর বাইকের ২ আরোহীর। জখম বাইক আরোহী আর এক যুবক। বৃহস্পতি বার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার মহারাজা মোড় এলাকায়। মৃতদের নাম রাজু আলি (৩০) ও সাহিদ আলি (৩৫)। তাঁদের বাড়ি রায়গঞ্জের বোস্তর ও অন্তরায়। জখম সাজ্জাদ আলির বাড়িও বোস্তর এলাকায়। মৃত ও জখমেরা সম্পর্কে আত্মীয়। রাজু সাটারিংয়ের ব্যবসা করতেন। শাহিদ চাষবাস করে সংসার চালাতেন। এদিন ওই তিন যুবক সাজ্জাদের জন্য পাত্রী দেখতে বাইকে ইটাহারে যাচ্ছিলেন। রায়গঞ্জ হয়ে তাঁদের ইটাহারে যাওয়ার কথা ছিল। সেই সময় মহারাজা মোড় এলাকায় রায়গঞ্জগামী একটি ট্রাক রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটিকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনার পর তিনজনই বাইক থেকে রাস্তার ধারে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা এরপর তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজু ও শাহিদকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে। হাসপাতালের বেডে শুয়ে জখম সাজ্জাদ বলেন, “কাকা ও ভগ্নিপতিকে নিয়ে বাইকে পাত্রী দেখতে যাচ্ছিলাম। আচমকা ট্রাকটি আমাদের বাইকে ধাক্কা মারে। হাসপাতালে ভর্তির পর জানতে পারি কাকা ও ভগ্নিপতির মৃত্যু হয়েছে।”
|
আলোচনা সভা, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহস্পতিবার জমে উঠল হলদিবাড়ি বইমেলা। আলোচনা সভার বিষয় ছিল ‘যুব সমাজে মোবাইল এবং মোটর বাইকের প্রভাব’। অংশ নেন হলদিবাড়ির তিনটি রাজনৈতিক দলের তিন যুবনেতা। হলদিবাড়ি থানার আইসি গৌতম ঘোষালও আলোচনায় অংশ নেন। মানুষের জীবনযাত্রার মান এবং সুখ সুবিধার কথা মাথায় রেখে মোবাইল বা বাইক বানানো হলেও বর্তমানে এর সঠিক ব্যবহার না হওয়ার জেরে নানা ঘটনা ঘটছে বলেও তাঁরা জানান। বিশেষ করে মোবাইলের সঠিক ব্যবহারও আলোচনায় উঠে আসে। মেলায় ইউনাইটেড ক্লাবের তরফে একটি গীতি আলেখ্য উপস্থাপিত করা হয়। উমির্কা পত্রিকা গোষ্ঠী ‘সাধনবাবুর সন্দেহ’ নামে এক নাটক উপস্থাপিত করে। উর্মিকা’র তরফে ক্ষুদ্র পত্রিকা বীক্ষণের ২০১১ সংখ্যা-কে শ্রেষ্ঠ পুজো সংখ্যার পুরস্কার দেওয়া হয়।
|
দুই ব্যাঙ্কের সমন্বয়ের অভাবে তিন মাস ধরে পতিরাম গ্রাম পঞ্চায়েতের ১৩ পরিবার ইন্দিরা আবাসের ঘর পাননি। বৃহস্পতিবার প্রাদেশিক কৃষক সভার জেলা সম্পাদক অসীম সরকার জেলাশাসকের কাছে নালিশ জানান। গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সঞ্জীব সরকার বলেন, “স্টেট ব্যাঙ্ক আমাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠালেও নথিপত্র না-পাঠানোয় জানতেই পারিনি টাকা এসেছে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক যুবকের। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার দোস্তি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম বরুণ দাস (২৭)। তাঁর বাড়ি রায়গঞ্জের বন্দর এলাকায়। রিকশা চালক ওই যুবক ব্যক্তিগত কাজে সাইকেলে চড়ে জাতীয় সড়ক ধরে রায়গঞ্জ থেকে কসবার দিকে যাচ্ছিলেন। সেই সময় মালদহগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। |