অস্ট্রেলিয়ায় চতুর্থ টেস্টে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারবে কি না, কোটি টাকার প্রশ্ন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এবং প্রবল ভাবেই। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়া ঘুরছে। আর সেই গতি বদলানো বাতাসই ঘুরে দাঁড়াতে সাহায্য করছে শীতকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল, শনিবার থেকেই গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। এবং তাপমাত্রা কমবে লাফিয়ে লাফিয়ে। তাই গোটা দক্ষিণবঙ্গে শীত আবার বেশ ভাল ভাবেই উপভোগ করা যাবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। আর উত্তরবঙ্গে শীত বহাল তবিয়তে রয়েছে। আপাতত তা থাকবে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ ঘন মেঘে ঢাকা পড়ে যায়। মনে হচ্ছিল, যে-কোনও মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের উপর দিয়ে চলে যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘ ঢুকেছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় আজ, শুক্রবার হাল্কা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। শনিবার থেকে মেঘ কেটে গিয়ে সূর্য উঠবে। তাপমাত্রা নামবে গোটা দক্ষিণবঙ্গেরই।
জানুয়ারির প্রথম ১১ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছিল। ১২ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। ১৫ জানুয়ারি তা কমে ১০ ডিগ্রি হয়ে যায়। সেটাই চলতি শীতের মরসুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝায় সোমবার ১৬ জানুয়ারি থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বাতাসে ঢুকে পড়ে জলীয় বাষ্প। আবহাওয়াটা বদলে যায়। রোদ ঝলমলে সকালের আকাশ ঢেকে গিয়েছে মেঘে। ভোরে ঘন কুয়াশা আর দুপুরের মেঘে বৃহস্পতিবার সূর্য প্রায় দেখাই যায়নি। সর্বনিম্ন তাপমাত্রা ছড়িয়ে যায় ১৯ ডিগ্রির মাত্রা। যা চলতি সময়ের স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার এমন ডিগবাজি কিছুটা অস্বাভাবিক বলে আবহবিদদের মত।
শীতের চলতি মরসুমে এই ধরনের আরও কিছু অস্বাভাবিক ঘটনা দেখা যেতে পারে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ। তিনি বলেন, “শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। আর একটু-আধটু নয়, তাপমাত্রা নেমে যাবে একেবারে অনেকটা। তাই রবিবার থেকেই শীত ফের অনুভূত হতে শুরু করবে।” জানুয়ারির প্রথম দফার শীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রিতে। পরবর্তী পর্যায়ে শীত কতটা নামে, সেটাই এখন দেখার। জানুয়ারির চতুর্থ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ার নজির অবশ্য রয়েছে। |