কারারক্ষী আবাসনে শৌচাগারের ভিতর থেকে এক কারারক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা সংশোধনাগারের কারারক্ষী আবাসনের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভগবত সরেন (৫২)। তিনি ঝাড়গ্রামের বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ভগবতবাবু প্রাক্তন সেনাকর্মী। বছর দশেক আগে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে কারারক্ষীর কাজে যোগ দেন। তাঁর স্ত্রী পানমণি সরেনের দাবি, “আমার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক আবসাদে ভুগছিলেন।” প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ভগবতবাবু আত্মহত্যা করেছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠ্যনো হয়েছে।
|
মাওবাদী ‘নাশকতা’, গ্রেফতার যুবক |
মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগে বুধবার পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম লক্ষ্মণ সিং মাঙ্কি। বাড়ি বান্দোয়ানের ঘাগরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি মাওবাদী নাশকতায় জড়িত অভিযোগে বান্দোয়ান থেকে অনিল সিং নামে এক যুবক গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে টহলদারি পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগ ছিল। ওই হামলার ঘটনায় লক্ষ্মণও জড়িত বলে দাবি পুলিশের।
|
এক বছরের বেশী সময় ধরে কাজ করছেন। অথচ এখনও টাকা পাননি আশা কর্মীরা। পুরুলিয়ার মানবাজার ব্লকে প্রায় ১১৫ জন আশা কর্মী রয়েছেন। কর্মী নন্দিতা দত্ত, ননীবালা মাহাত বলেন, “আমরা এক বছর ধরে কাজ করে আসছি। অথচ এখনও পর্যন্ত বেতন বাবদ এক টাকাও পাইনি। কী ভাবে আমরা সংসার চালাব।” মানবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিত সিং হাঁসদা বলেন, “আশাকর্মীরা বেতন পাবেন না। কাজের মূল্যায়নের ভিত্তিতে ওরা কমিশন পাবেন। সম্প্রতি ওই খাতে বরাদ্দ টাকা মিলেছে। শীঘ্রই তাঁরা টাকা পেয়ে যাবেন।” |