বার্সা হারিয়েই চলেছে রিয়ালকে |
নিজস্ব প্রতিবেদন |
ফের হোসে মোরিনহো হারলেন পেপ গুয়ার্দিওলার কাছে। এ বার কোপা দেল রেই কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে। রিয়াল মাদ্রিদকে ২-১ হারিয়ে বার্সোলোনার ফুটবলাররা তাঁদের কোচকে জন্মদিনের উপহার দিলেন।
ম্যাচে এগিয়ে গিয়েও হারতে হল রোনাল্ডো-বেনজিমাদের। জাভি-ইনিয়েস্তা-মেসিরা খেললেও নায়ক কিন্তু ডিফেন্ডাররা। বার্সার হয়ে গোল করলেন স্টপার এবং লেফট-ব্যাক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১-০ করেছিলেন ১১ মিনিটেই। বিরতির পরই গোল শোধ দেন স্টপার কার্লেস পুওল। আর ম্যাচের নির্ধারিত সময়ের ১৩ মিনিট বাকি থাকতে জয়ের গোল করেন এরিক আবিদাল। গত দশটি ‘এল ক্লাসিকো’-তে রিয়াল জিতেছে একটিতে। সেটা গত বছর কোপা দেল রেই-এর ফাইনালে।
ম্যাচে যেমন উজ্জ্বল উপস্থিতি ছিল বার্সার লিওনেল মেসির। তেমনই খলনায়ক হিসাবে দেখা দেন রিয়ালের পেপে। বার্সা দু’নম্বর গোল করার ঠিক আগে মাটিতে শুয়ে থাকা মেসির হাতে ইচ্ছাকৃত ভাবে দাঁড়িয়ে পড়েন পেপে। যা দেখে ম্যাচ চলাকালীনই ওয়েন রুনি টুইট করেন, ‘পেপে একজন নির্বোধ।’ যা নিয়ে অবশ্য পাল্টা হইচই মাদ্রিদেও। |
|
মেসির হাত মাড়িয়ে দিচ্ছেন পেপে। মাদ্রিদে সেই বিতর্কিত মুহূর্ত। ছবি: এপি |
রিয়াল সমর্থকদের দাবি, ব্যাপারটি নিয়ে রুনি মন্তব্য করার কে?
প্রথমার্ধে হলুদ কার্ডও দেখেছিলেন পেপে। তা ছাড়া বার্সার প্রথম গোলের সময়ে পেপেই ঠিক মতো মার্ক করতে পারেননি পুওলকে। আর এক বার সেস ফাব্রেগাসকে ফাঁসাতে প্লে-অ্যাকটিংয়ের সাহায্য নিয়েছিলেন। ভান করেন যেন ফাব্রেগাস মেরেছেন তাঁর মুখে। রিপ্লে-তে দেখা যায়, আদৌ কোনও সংঘর্ষই হয়নি।
শুরুটা ভালই করেছিলেন মোরিনহোর ছেলেরা। গতির অভিমুখেই গোল করে যান রোনাল্ডো। পরে ম্যাচে ফেরে বার্সেলোনা। জাভি সবচেয়ে বেশি নজর কাড়লেও ভাল খেলেন অ্যালেক্সি সাঞ্চেজও। বিরতির চার মিনিট পরই ১-১। জাভির কর্নারে ঝাঁপিয়ে মাথা ছোঁয়ান পুওল। জয়ের গোলের সময়ে আবিদালের জন্য মরসুমের অন্যতম সেরা পাসটি ছিল মেসির। ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে ছোট্ট চিপ বাড়িয়েছিলেন তিনি।
সামনের সপ্তাহে ফিরতি ম্যাচে ফের মুখোমুখি হবে বার্সা-রিয়াল। এ বার নৌ কাম্পে। হোম ম্যাচ হারায় ব্যাকফুটেই থাকবে মোরিনহোর দল। |
|