মেট্রোয় ‘ঝাঁপ’, ফের দুর্ভোগে অসংখ্য যাত্রী |
দিনের ব্যস্ত সময়ে মেট্রোর নীচে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ফের চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা।
মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার (জেনারেল) প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে কালীঘাটে কবি সুভাষগামী একটি ট্রেন ঢুকছিল। সেই সময়ে বছর ষাটেকের এক বৃদ্ধ হঠাৎ লাইনে ‘ঝাঁপ’ দেন। এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ওই সময়ের মধ্যে শুধু দমদম থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করেছে। ফলে, যথারীতি দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী।
মেট্রো সূত্রের খবর, ‘ঝাঁপ’ দেওয়ার পরে মেট্রোর চাকায় ওই বৃদ্ধের দেহটি আটকে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতের নাম-ঠিকানা জানা যায়নি।
এই ঘটনার জেরে এ দিন মেট্রো চলাচলে বিঘ্ন ঘটায় মেট্রোর ভিড়ের একটা বড় অংশ রাস্তায় চলে আসে। যাত্রীদের অনেকেই জানান, মেট্রো বন্ধ থাকার সুযোগ নিয়ে ট্যাক্সি ও অটোচালকেরা ইচ্ছেমতো ভাড়া চেয়েছেন। শর্বরী গুপ্ত নামে এক যাত্রী জানান, মহানায়ক উত্তমকুমার থেকে হাজরা পর্যন্ত ৫০ টাকা ভাড়া চান অটোচালক!
একই দৃশ্য চোখে পড়েছে উত্তর কলকাতার মেট্রো স্টেশনগুলির সামনেও। কোথাও বাসে বাদুড়ঝোলা হয়ে মানুষ গন্তব্যে রওনা দিয়েছেন। আবার কোথাও গুনতে হয়েছে অতিরিক্ত ট্যাক্সিভাড়া।
এ দিন মেট্রো আটকে যাওয়ায় গিরিশ পার্কে নেমেছিলেন রঞ্জিত দাস নামে এক যাত্রী। গড়িয়াহাট যাওয়ার জন্য ট্যাক্সিতে মিটারের উপরে অতিরিক্ত ৩০ টাকা দিতে হয়েছে বলে জানান তিনি। |