প্রেসিডেন্সির জন্য বাড়তি অর্থ বরাদ্দ হবে ঠিকই। তবে তা থেকে বাড়তি বেতন বা ভাতা দেওয়া যাবে না। শুধু গবেষণার জন্যই বাড়তি অর্থ দেওয়া হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
প্রেসিডেন্সিকে বিশ্ব মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সেখানে সর্বশ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আসার উপরে বরাবর জোর দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপ। সেই জন্য প্রেসিডেন্সির শিক্ষক-শিক্ষিকাদের বাড়তি ভাতা দেওয়ার সুপারিশও করেছিলেন মেন্টর গ্রুপের সদস্যেরা। ভাল শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ে তাঁদের ‘ধরে রাখা’র জন্য যে বিশেষ আর্থিক ‘প্যাকেজ’ জরুরি, উপাচার্য মালবিকা সরকার আগেই তা জানিয়েছেন।
কিন্তু সরকারি নির্দেশিকা জারি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভাল শিক্ষক-শিক্ষিকা নিয়ে আসার উদ্যোগ কতখানি সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে শিক্ষকমহলে। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের জন্য যে-বাড়তি অর্থ বরাদ্দ করা হবে, তা শুধু গবেষণার যন্ত্রপাতি ও কাঁচা মাল কেনার জন্য ব্যবহার করা যাবে। কোনও শিক্ষকই সেই অর্থ অন্য কোনও প্রয়োজনে ব্যয় করতে পারবেন না এবং বাড়িতে নিয়ে যেতে পারবেন না।
মেন্টর গ্রুপের সুপারিশ এবং সরকারি নির্দেশিকার মধ্যে এই ‘ফারাক’ কেন?
মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু বলেন, “কোনও ফারাক নেই তো। আমরা যা সুপারিশ করেছি, ঠিক তেমনটাই নির্দেশ দিয়েছে সরকার।” আর মালবিকাদেবী বলেন, “আমি নির্দেশিকা দেখিনি। সেটি না-দেখে কোনও মন্তব্য করা ঠিক হবে না। তবে শুনেছি শুধু গবেষণার জন্যই বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে।” |