পশ্চিমবঙ্গে বাঙালি অনাবাসী ভারতীয় লগ্নি টানতে উদ্যোগ |
প্রজ্ঞানন্দ চৌধুরী • কলকাতা |
বাঙালি অনাবাসী ভারতীয়দের পশ্চিমবঙ্গে লগ্নির সুলুক-সন্ধান দিতে এ বার উদ্যোগী বণিকসভা।
বিদেশে উদ্যোগপতি হিসেবে সফল বহু বাঙালিই স্বদেশের প্রতি টানে পুঁজি ঢালতে চান এ রাজ্যে। সুযোগ কোথায়, সরকারি সহযোগিতা কতটা মিলবে, সে ব্যাপারেই তাঁদের সহায়তা দেবে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। এ জন্য নন রেসিডেন্ট ওভারসসিজ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (এন আর ও এ বি) আয়োজিত লগ্নি সম্মেলনে যোগ দিতে দুবাই পৌঁছেছে বণিকসভার এক প্রতিনিধিদল। আজ ওই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদলে বিসিসিআইয়ের ডিরেক্টর জেনারেল পি রায় ছাড়াও তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা, ইঞ্জিনিয়ারিং যোগাযোগ, শিক্ষা ক্ষেত্রের শিল্পপতিরা আছেন।
রায় বলেন, “অনাবাসী বাঙালি ভারতীয়রা এ রাজ্যে ছোট ও মাঝারি শিল্পে লগ্নিতে বিশেষ আগ্রহী। তাঁদের সঙ্গে বিশদ আলোচনাই লক্ষ্য। বৃহৎ শিল্পে লগ্নি টানার সুযোগও খতিয়ে দেখতে চাই।” এনআরওএবি সভাপতি নীলাংশু দে জানান, “পশ্চিম এশিয়া, ইউরোপ, আমেরিকা-সহ নানা অঞ্চলে উদ্যোগপতি হিসেবে প্রতিষ্ঠা পেলেও, আমরা পশ্চিমবঙ্গে লগ্নিতে আগ্রহী। কিন্তু সঠিক ক্ষেত্র নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ধারণা নেই। তাই বিসিসিআইয়ের সহায়তা চাইছি।” কী ধরনের সরকারি সহযোগিতা পাওয়া সম্ভব, তা জানতেও তাঁরা আগ্রহী। নীলাংশুবাবু বলেন, “সেই কারণে রাজ্য সরকারের একজন প্রতিনিধিকে সম্মেলনে চাইছিলাম। কিন্তু অনেক আগে নিমন্ত্রণ করা হলেও কোনও সরকারি প্রতিনিধি আসেননি। এর পর ইচ্ছুক শিল্পপতিদের নিয়ে পশ্চিমবঙ্গ সফরে উদ্যোগী হব।” |