টুকরো খবর
বৃদ্ধির পথে ফিরতে সুদ কমানোর দাওয়াই সমীক্ষায়
ভারতের অর্থনীতি যে ভাবে ঢিমে তালে এগোচ্ছে, তাতে সুদর হার বিপুল ভাবে ছাঁটাই করা ছাড়া রিজার্ভ ব্যাঙ্কের সামনে আর কোনও পথ খোলা নেই। আর্থিক বৃদ্ধিকে টেনে তুলতেই এই দাওয়াই বিশেষজ্ঞদের। রয়টার্সের এক সমীক্ষায় এই ইঙ্গিতই দিয়েছেন ২০ জনের বেশি অর্থনীতিবিদ। বৃদ্ধি কমার জন্য মূলত কেন্দ্রের নীতি রূপায়ণে ব্যর্থতাকেই দুষছেন তাঁরা। যার মধ্যে আছে রাজনৈতিক বিরোধিতায় বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির সিদ্ধান্ত স্থগিত রাখা। মূল্যবৃদ্ধি কমাতে রিজার্ভ ব্যাঙ্কের টানা ১৩ বার সুদ বৃদ্ধি।২৪ জানুয়ারি ঋণনীতিতে শীর্ষ ব্যাঙ্ক সম্ভবত সুদ অপরিবর্তিতই রাখবে বলেও জানানো হয়েছে সমীক্ষায়। কিন্তু আগামী অর্থবর্ষে সুদ ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে আনতে হবে বলে মত বিশেষজ্ঞদের। যার মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকেই (জুলাই-সেপ্টেম্বর) সুদ ৫০ বেসিস পয়েন্ট কমবে, মনে করছেন আইএনজি বৈশ্য ব্যাঙ্কের অর্থনীতিবিদ উপাসনা ভরদ্বাজ। জাপানি আর্থিক সংস্থা নোমুরার অর্থনীতিবিদ সোনাল বর্মাও সুদ কমার ইঙ্গিত দিয়ে বলেন, “লগ্নির বৃত্তে ফেরাই এখন মূল লক্ষ্য।” সুদ কমানোর পক্ষে যুক্তি দিয়ে তাঁরা জানান, চলতি অর্থবর্ষে ৭ শতাংশের বেশি বৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। অর্থবর্ষে এ নিয়ে চার বার বৃদ্ধির পূর্বাভাস কমালেন তাঁরা। ৩ মাস আগেও ৭.৬% বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়।

এ-পারের পর্যটকদের ও-পার বাংলা ভ্রমণের ডাক
পশ্চিমবঙ্গের পর্যটকদের বাংলাদেশে বেড়ানোর ক্ষেত্র প্রশস্ত করতে শুরু হল নতুন উদ্যোগ। বাংলাদেশে এ রাজ্যের পর্যটকের সংখ্যা বাড়াতে তৎপর হয়েছে ‘বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট’ নামে ও-পারের এক বেসরকারি সংস্থা। এতে ওই সংস্থা পাশে পেয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে। বৃহস্পতিবার ডেপুটি হাইকমিশনে ফাউন্ডেশনের ডিরেক্টর রেজাউল একরাম এ কথা জানান। এ-পারের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আগ্রহী করতে শহরে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হল এ দিন। একরাম জানান, বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে দু’হাজার পর্যটক এ দেশে আসেন। কিন্তু এ রাজ্য থেকে ও-পারে যান চারশোর কিছু বেশি। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ ফি-বছর বেড়াতে যান। আমরা চাই, তাঁরা বাংলাদেশকে ভ্রমণসূচির অন্তর্ভুক্ত করুন। বাংলাদেশ ভ্রমণে অনেকেই অনিশ্চয়তা ও অনাস্থায় ভোগেন। তাঁদের আহ্বান জানাতে এসেছি আমরা।”

কমলো খাদ্যপণ্যের দাম, বাড়ল সূচক
স্বস্তিজনক অবস্থাতেই খাদ্যপণ্যের দাম। আলু, পেঁয়াজ ও অন্যান্য সব্জির দাম কমায় গত ৭ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে তা আরও কমেছে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। তবে এই হার আগের সপ্তাহের (২.৯০%) তুলনায় কম, ০.৪২%। দাম কমার অর্থ খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির হার পরপর তিন সপ্তাহ রইল শূন্যের নীচেই। গত বছরের একই সময়ে তা ছিল ১৬%। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কমা এবং বিদেশি আর্থিক সংস্থার লগ্নির হাত ধরে এ দিন সূচক বেড়েছে ১৯২ পয়েন্ট।

ভারতে নতুন লগ্নি চাটওয়াল গোষ্ঠীর
ভারতে ৫২টি হোটেলের চেন গড়তে আগামী ৫ বছরে ২,০০০ কোটি টাকা লগ্নি করার কথা জানাল আমেরিকার হোটেল গোষ্ঠী চাটওয়াল হোটেলস অ্যান্ড রিসর্টস। প্রাথমিক ভাবে পরিকাঠামো গড়তেই এই লগ্নি বলে জানিয়েছে সংস্থার ম্যানেজমেন্ট শাখা হ্যাম্পশায়ার হোটেলস অ্যান্ড রিসর্টস। প্রথম পর্যায়ে গোয়ায় ড্রিম ব্র্যান্ড ও চেন্নাইয়ে নাইট ব্র্যান্ডের হোটেল তৈরি করা হবে। তার পর নয়াদিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা ও রাজস্থানে বাকি হোটেল গড়া হবে। দেশে ইতিমধ্যেই ১,০০০ কোটি লগ্নি করেছে সংস্থা। এর পাশাপাশি, অন্য কয়েকটি দেশে ব্যবসা ছড়ানোর লক্ষ্যমাত্রাও নিয়েছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.