টুকরো খবর |
বচসা থেকে সংঘর্ষ, জখম ১ আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
ঘটনাস্থলে পুলিশ।নিজস্ব চিত্র। |
দু’পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল আসানসোল দক্ষিণ থানার রামবন্ধু তলাও এলাকায়। জখম হন এক জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন দুপুরে রামবন্ধু তলাও এলাকার একটি লোহার কাঁটা থেকে ছাঁট লোহা পরিবহণ করার জন্য কয়েকটি অটো ওই লোহার কাঁটার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ কাঁটা মালিকের সঙ্গে অটো চালকদের বচসা থেকে হাতাহাতি বাধে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশকে দেখেই অবশ্য উভয় পক্ষ চম্পট দেয়। এই ঘটনায় জখম এক জনকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করিয়েছেন এলাকার বাসিন্দারা। কোনও পক্ষেই থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। জখম হয়েছেন আরও এক জন। বুধবার জামুড়িয়ার সাতগ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কুমারডিহির বাসিন্দা শ্রীকান্ত সাঁই (২৫) তাঁর সঙ্গী চেলোদের বাসিন্দা সৈকত দাসকে মোটরবাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন। সাতগ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীকান্তবাবুর। জখম অবস্থায় সৈকতবাবুকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
অন্ডালে চোর সন্দেহে আটক কেবিনম্যান-সহ ২
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
এক রেল কেবিনম্যান-সহ দু’জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়া বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে পরিমল দাসের কাঁসা-পিতলের দোকানের টিনের চাল সরিয়ে চোর ঢোকে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মলয় চক্রবর্তী জানান, হঠাৎ রেল কেবিনের সামনের আলো বন্ধ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে কেবিনম্যানকে চেপে ধরতেই তিনি জানান, তাকে কিছু টাকা দিয়ে দুষ্কৃতীরা আলো বন্ধ করে দিয়েছে। সে-ই চার দুষ্কৃতীর নাম বলে দেয়।
কেবিনম্যান-সহ অন্য এক দুষ্কৃতীকে বাসিন্দারা পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। কাজোড়ার স্টেশন ম্যানেজার সিএস প্রসাদ অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জানিয়েছে, ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
|
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জের নন্দলাল জালান শিক্ষা সদনে রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে দু’দিনের বিজ্ঞান ও শিল্প প্রদর্শনী শুরু হল বৃহস্পতিবার থেকে। সেখানে অবৈধ খাদানের মডেল বানিয়েছে এক অষ্টম শ্রেণির ছাত্র। তার মধ্য দিয়ে কী ভাবে জনপদ বিপন্ন হচ্ছে তা তুলে ধরেছে। স্কুলের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঁচি রামকৃষ্ণ মিশনের স্বামী ব্রহ্মস্বরূপানন্দ। উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র প্রমুখ। এ দিন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অসংগতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনাচক্রেরও আয়োজন করা হয়েছিল।
|
ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
বাড়িতে উনুন জ্বালিয়ে শোয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। গুরুতর অসুস্থ অবস্থায় তার দিদিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি নিচু ধাওড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কিরণ যাদব (১২)। কেন্দা জয়পুরিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কিরণ তার দিদির সঙ্গে যে ঘরে শুয়েছিল সেখানে উনুন জ্বলছিল। চারিদিক বন্ধ থাকায় দমবন্ধ হয়ে মারা যায় কিরণ। মৃতদেহ ময়না- তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
চাঁদা তুলতে বাধা, মারধর পুলিশকে
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জোর করে চাঁদা তোলায় বাধা দিতে গেলে দুই পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার দামোদরপুরে। এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, এ দিন জোর করে চাঁদা তুলছিল কয়েক জন কিশোর। দুই পুলিশ কর্মী তাদের বাধা দিলে তারা পুলিশ কর্মীদের নিগ্রহ করে। পরে পুলিশবাহিনী গেলেও ওই কিশোরদের ধরা যায়নি। তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে অন্যত্র অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে আটক করেছে।
|
প্রৌঢ়ের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ডালের শ্যামসুন্দরপুর খনিকর্মী আবাসনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামদেও রাউথ (৫৯)। বুধবার রাত ৮টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বুধবার বিকেলে বর্ধমান থেকে মেমারির মুতরো গ্রামে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হয় নবকুমার ভট্টাচার্যের (৪৬)। ঘটনাটি ঘটে বর্ধমান-কালনা রোডের উপরে গন্তার গ্রামের কাছে কাছারি মোড়ে।
|
চোর সন্দেহে আটক |
চোর সন্দেহে দু’জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার অন্ডালের কাজোড়া বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরের দিকে পরিমল দাসের কাঁসা পিতলের দোকানের টিনের ছাদ সরিয়ে চোর ঢোকে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মলয় চক্রবর্তী জানান, হঠাৎ রেল কেবিনের সামনের আলো বন্ধ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর কেবিন ম্যানকে চেপে ধরতেই সে জানায়, তাকে কিছু পয়সা দিয়ে দুষ্কৃতীরা আলো বন্ধ করে দিয়েছে। তাকে চেপে ধরতেই সে চারজন দুষ্কৃতীর নাম বলে দেয়। এতে ওই কেবিনম্যান-সহ অন্য এক দুষ্কৃতীকে বাসিন্দারা পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। কাজোড়ার স্টেশন ম্যানেজার সিএস প্রসাদ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জানিয়েছে, ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। |
|