৬ রানে আউট আমরা সবাই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মাত্র ৬ রানে অল আউট হয়ে গেল বর্ধমানের দ্বিতীয় ডিভিশন লিগের আমরা সবাই ক্লাব। বৃহস্পতিবার এই খেলায় প্রথমে পুলিশ এসি করে ৩০ ওভারে ২০১-৬। সন্দীপ বন্দ্যোপাধ্যায় ৪২ ও দেবাশিস নাথ করেন ৩৮ রান। জবাবে মাত্র সাত ওভারে ৬ রানে অল আউট হয়ে যায় আমরা সবাই। পুলিশের সূর্যনারায়ণ দাস ৩ রানে ৫টি ও সন্দীপ বন্দ্যোপাধ্যায় ২ রানে ৩টি উইকেট দখল করেন। এত কম রানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রতিযোগিতায় কোনও দলের অল আউট হওয়া সাম্প্রতিক অতীতে ঘটেনি বলে দাবি জেলার ক্রিকেট অনুরাগীদের।
|
দ্বিতীয় ডিভিশন ভলি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা ভলিবল সংস্থা পরিচালিত দ্বিতীয় ডিভিশন লিগে মিলন সঙ্ঘ ২৫-১১, ২৫-১৫ পয়েন্টে হারিয়েছে নেতাজি সঙ্ঘকে। লোকো ক্লাব ২-০ সেটে হারিয়েছে সিএমএস রিক্রিয়েশন ক্লাবকে। বর্ধমান ক্লাব একই ফলে হারিয়েছে নবোদয় সঙ্ঘকে।
|
সুপার ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সুপার ডিভিশন ক্রিকেট লিগের খেলা চলছে দুর্গাপুরের
এমএএমসি মাঠে। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় দুর্গাপুর ক্রিকেট ক্লাব। তারা এমএএমসি মাঠের খেলায় ৬ উইকেটে ইয়ং স্পোর্টিং ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে ইয়ং স্পোর্টিং। সন্দীপ আলম ৪০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় দুর্গাপুর ক্রিকেট ক্লাব। স্নেহাশিস মুখোপাধ্যায় অপরাজিত ৬৬ রান করেন। বল করে ২৩ রানের বিনিয়মে ২টি উইকেটও নেন।
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • আউশগ্রাম |
আশুতোষ ভাল্কিপতী হাইস্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। মোট ৩০টি বিভাগে প্রায় ১৬০ জন পড়ুয়া যোগ দেন। এ দিনই স্কুলের বার্ষিক পরীক্ষায় স্থানাধিকারীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষক পরেশনাথ মণ্ডল।
|
কুসুম কানালির হার
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সিয়া কুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল রূপমপুর যুব সম্প্রদায়। তারা রতন ক্রীড়াঙ্গনে কুসুম কানালি সিসি-কে ৬১ রানে হারায়। প্রথমে ব্যাট করে রূপমপুর ৫ উইকেটে ১৩৭ রান করে। জবাবে কুসুমকানালির ইনিংস ৭৬ রানে শেষ হয়ে যায়। ম্যাচের সেরা বিজয়ী দলের ছোটু সেন।
|
জয়ী ভিএমসি
নিজস্ব সংবাদদাতা • রূপনারায়ণপুর |
দেশবন্ধু ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল শিলিগুড়ির ভিএমসি মর্নিং ক্লাব। লোয়ার কেসিয়া মাঠের খেলায় তারা ৩-০ গোলে ব্যারাকপুরের প্রগতি সঙ্ঘকে হারায়। দু’টি গোল করে ম্যাচের সেরা বিজয়ী দলের পরাণ রায়। |