কাকা, তেভেজ, তোরেস।
তিন দেশের তিন তারকাকে নিয়ে ইউরোপিয়ান ফুটবল জুড়ে হইচই। গুঞ্জনের বন্যা। কাকা গুঞ্জন উড়িয়ে দিলেও তা থামছে না।
সবার কেন্দ্রে একটাই ক্লাব। প্যারিস সাঁ জা। যারা ম্যাঞ্চেস্টার সিটির মতোই আরব দুনিয়ার অর্থে বিশাল দল গড়তে চলেছে। ডেভিড বেকহ্যাম, পাতোর মতো তারকাকে সই করানো প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরেও দু’জনে পিছলে গিয়েছেন। তাই কোচ আন্সেলোত্তি এবং স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ওই মানের তারকা ফুটবলার পেতে মরিয়া। অর্থ সমস্যা নয়।
ইতালির সবচেয়ে নামী কাগজের খবর, কাকাকে পাওয়ার ব্যাপারে প্রায় নিশ্চিন্ত প্যারিস সাঁ জা। রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছিল না। ২৫ মিলিয়ন পাউন্ডে তাঁকে ছাড়তে রাজি করানো হয়েছে। রিয়াল রাজি হওয়ায় কাকা প্যারিস যেতে পারেন। কাকা কিন্তু এই খবর উড়িয়ে দিয়েছেন। রিয়াল বনাম বার্সেলোনা ম্যাচের আগে তাঁর সরকারি টুইটারে কাকা কারও নাম করে লিখেছেন, “আমার সঙ্গে কোনও ক্লাবের চুক্তি হয়নি।” |
তেভেজকে পাওয়ার ব্যাপারেও প্যারিস সাঁ জা অনেক এগিয়ে। তেভেজ নিজে প্যারিস আসছেন। তাঁর সঙ্গে সইসাবুদ হয়ে যেতে পারে। আন্সেলোত্তি অবশ্য এতেই থেমে থাকতে রাজি নন। তিনি প্রস্তাব দিয়েছেন চেলসির ফের্নান্দো তোরেসকে। তোরেস খুব বাজে ফর্মে আন্সেলোত্তির পুরনো ক্লাবে। সেই সুযোগটা নিতে চান ইতালিয়ান কোচ। বলেছেন, “আমি তোরেসকে প্রস্তাব দিয়ে রেখেছি। ওকে খেলাতে চাই আমার পুরনো ক্লাবে।”
কাকা শেষ পর্যন্ত রিয়াল ছাড়লে সেটা খুব তাৎপর্যপূর্ণ হবে। বিশ্বরেকর্ড পরিমান অর্থ দিয়ে কাকাকে এনেছিল রিয়াল। কিন্তু এসেই চোটের কবলে পড়ে প্রাক্তন বিশ্বসেরা ফুটবলার তেমন খেলতে পারেননি। ইদানীং আবার ফর্মে ফিরছিলেন। আস্থা অর্জন করছিলেন কোচ মোরিনহোর। বেশ কিছু ভাল ম্যাচ খেলেন। তার পরেই চেলসি, টটেনহ্যাম, আর্সেনাল-সহ অনেক দল তাঁকে পেতে উৎসাহী হয়। রিয়াল তাঁকে ছাড়ছিল না। এখন ছবি পাল্টাচ্ছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনালের দুই কিংবদন্তি কোচ ফার্গুসন, ওয়েঙ্গার হাবেভাবে বোঝাচ্ছেন, এ বার কোনও তারকাকে নিচ্ছেন না। স্নাইডার ইন্টার ছেড়ে ম্যাঞ্চেস্টারে আসতে নারাজ। ফলে আলোচনার কেন্দ্রে এখন কাকা, তেভেজ, তোরেস। কত জন যাবেন প্যারিসে? |