টুকরো খবর
আরামবাগে বইমেলা
ছবি: মোহন দাস।
সোমবার থেকে জুবিলি পার্ক মাঠে শুরু হল আরামবাগ বইমেলা। চলবে সাত দিন। আরামবাগ গ্রন্থমেলা কমিটির উদ্যোগে এই মেলা এ বার চার বছরে পড়ল। মেলার আয়োজক স্থানীয় একটি সংবাদপত্র। এ বার মেলার থিম ‘আবোল-তাবোল’। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে সুকুমার রায় সৃষ্ট নানা চরিত্রের রঙিন ছবি। মেলা উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ, কবি সুবোধ সরকার, মহকুমাশাসক অরিন্দম নিয়োগী প্রমুখ। বিধানসভার মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়ও এসেছিলেন। মেলা উদ্বোধনের আগে ‘বই পড়া’র বার্তা নিয়ে শহরে শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা। মেলায় ৬২টি স্টল থাকছে।

প্রতারণার অভিযোগে গ্রেফতার আরামবাগে
নিজস্ব চিত্র।
প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার দরের থেকে ২২ শতাংশ কম দামে বিক্রি হচ্ছিল চাল-ডাল-তেল-চিনি প্রভৃতি ভোজ্য দ্রব্য। এ সব বিক্রির জন্য আরামাগের ৩ নম্বর ওয়ার্ডে শাখা অফিস খুলে বসেছিল একটি সংস্থা। ওই সব মাল বিক্রির ‘এজেন্সি’ নেওয়ার জন্য বেশ কিছু মানুষের থেকে টাকা জমা নেওয়া হয়। সংস্থার পক্ষে টাকা জমা নেওয়ার দায়িত্বে ছিলেন কৌশিক মণ্ডল নামে এক ব্যক্তি। এ দিকে, ওই সংস্থার কলকাতার মূল অফিস ক’দিন আগে বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। যাঁরা এজেন্সি পেতে টাকা জমা দিয়েছিলেন, তাঁরা টাকা ফেরত চান কৌশিকবাবুর কাছে। কিন্তু ফেরত মেলেনি কিছুই। এ ব্যাপারে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, ওই রাতেই গ্রেফতার করা হয় গোঘাটের বকুলতলায়র বাসিন্দা কৌশিকবাবুকে। বুধবার তাঁকে আদালতে তোলা হয়।

মারামারি খানাকুলে, জখম ১
সংখ্যালঘুদের জন্য রাজ্য সরকারের গীতাঞ্জলি আবাসন প্রকল্পের উপভোক্তা চিহ্নিতকরণকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে খানাকুলের ঘোষপুর মাইতিপাড়ায়। বাবলু রাহান নামে এক জখম তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে থানায়। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অবশ্য মানতে চাননি তৃণমূল নেতারা।

পরীক্ষার্থীদের নিয়ে কর্মশালা
জগৎবল্লভপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশনে ১৪ জানুয়ারি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নিখরচায় কর্মশালা হয়ে গেল। ২৪টি স্কুলের প্রায় ৮০০ মাধ্যমিক পরীক্ষার্থী এতে যোগ দেয়। মাধ্যমিকে কী ভাবে বেশি নম্বর পাওয়া যাবে, তার প্রশিক্ষণ দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.