রফা খুঁজতে সচিব স্তরের কমিটি
বিদ্যুৎ সমস্যা দ্রুত মেটাতে শিল্পকে প্রতিশ্রুতি কেন্দ্রের
দেশের বিদ্যুৎ-সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজতে কেন্দ্র বিন্দুমাত্র দেরি করবে না। শিল্পমহলকে বুধবার এই প্রতিশ্রুতিই দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
বিদ্যুৎ তৈরির অন্যতম কাঁচা মাল কয়লা ও গ্যাসের অপ্রতুল জোগান ও চড়া দাম। বিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য বিভিন্ন ছাড়পত্র পেতে অকারণ দেরি এ রকম এক গুচ্ছ সমস্যা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে তাঁর বাসভবনে বৈঠকে বসেন দেশের বৃহৎ বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলির কর্ণধারেরা। রতন টাটা, অনিল অম্বানীদের মুখ থেকে এই সব সমস্যা শোনার পরই তাঁদের ওই প্রতিশ্রুতি দেন মনমোহন।
কেন্দ্রর যে শিল্পকে শুধু শুক্নো আশ্বাস দিতে চায় না, তার প্রমাণ দিতে সমাধানের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টনে সমস্যা দূর করতে তাঁর মুখ্য সচিব পুলক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবিলম্বে তৈরি হবে সচিব পর্যায়ের কমিটি। সেখানে থাকবেন বিদ্যুৎ, পেট্রোলিয়াম, কয়লা, পরিবেশ, অর্থের মতো সংশ্লিষ্ট দফতরগুলির সচিবেরা। দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজতে প্রাথমিক ভাবে ৩০ দিন, ৬০ দিন এবং ৯০ দিনের পরিকল্পনা ছকে নেবে কমিটি। কাজ এগোনোর খতিয়ান নিয়ে এক মাসের মাথায় তারা ফের বসবে শিল্পমহলের সঙ্গে। আর পরিস্থিতির উন্নতি সরেজমিনে খতিয়ে দেখতে তিন মাস পরে শিল্পকর্তাদের সঙ্গে ফের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রীও।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতিরা। ছবি: পিটিআই
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন টাটা পাওয়ারের চেয়ারম্যান রতন টাটা, ওই সংস্থারই ডেপুটি-চেয়ারম্যান এবং টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ উত্তরসূরি সাইরাস মিস্ত্রি, রিলায়্যান্স পাওয়ারের চেয়ারম্যান অনিল অম্বানী, হিন্দুজা গোষ্ঠীর অশোক হিন্দুজা, স্টারলাইট এনার্জির অনিল অগ্রবাল, আদানি পাওয়ারের গৌতম আদানি প্রমুখ। সরকারের তরফে ছিলেন কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল, বিদ্যুৎমন্ত্রী সুশীলকুমার শিন্ডে, পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজন এবং যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। পরে বিদ্যুৎকর্তারা দেখা করেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও।
প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা সমস্যাগুলির মধ্যে উল্লেখযোগ্য:
কয়লা, গ্যাসের অস্বাভাবিক কম জোগান ও চড়া দাম।
বিদ্যুৎ কেন্দ্র গড়া বা প্রকল্প সম্প্রসারণে পরিবেশ ইত্যাদি ছাড়পত্র পাওয়ায় সমস্যা।
চড়া সুদের কারণে প্রকল্পের খরচ বৃদ্ধি। • দেনার দায়ে বণ্টন সংস্থাগুলির ধুঁকতে থাকা।
বিদ্যুতের চাহিদা যে ভাবে বাড়ছে, তাতে আগামী দিনে সঙ্কট গভীর হওয়ার সম্ভাবনা। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে শিল্পমহল। সমস্যা সমাধানে বিদ্যুৎ ক্ষেত্রের দ্রুত সংস্কার প্রয়োজন বলেও মনে করছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.