রাজনৈতিক ঐকমত্য গড়তে বণিকসভাকে পাশে চান প্রণব
বাজেটে শিল্পমহলের জন্য কী সুখবর থাকতে চলেছে, তা আগাম জানানো সম্ভব নয়। বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে নতুন কোনও ঘোষণাও সম্ভব নয়। তা সত্ত্বেও আজ ফের ইউপিএ-সরকারের হয়ে বণিকসভার আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
আজ বণিকসভা ফিকি-র বার্ষিক সাধারণ সভায় হাজির হয়ে প্রণববাবু জানিয়েছেন, তিনি শিল্পমহলের উদ্বেগ সম্পর্কে অবহিত। সেই অনুযায়ী কেন্দ্র পদক্ষেপও করছে। বিশ্ব জুড়ে আর্থিক মন্দার ধাক্কায় যে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশে নেমে আসতে পারে, সে কথা স্বীকার করে তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশের অর্থনীতিকে ফের নিজের পথে ফিরিয়ে আনতে বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করবেন। বোঝাতে চেয়েছেন, বাজেটের মাধ্যমে নতুন বিদেশি বিনিয়োগ টানা ও কোষাগারের ঘাটতি কমিয়ে আনার চেষ্টাও করবে সরকার। একই ভাবে পণ্য-পরিষেবা করের মতো যে সব নীতিগত সিদ্ধান্ত আটকে রয়েছে, সেগুলিও কার্যকর করার চেষ্টা করবেন তিনি। কিন্তু আর্থিক সংস্কার রূপায়ণের জন্য রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে বণিকসভাগুলিরও অনুঘটকের ভূমিকা নেওয়া উচিত বলে যুক্তি দিয়েছেন অর্থমন্ত্রী।
আজ এই মঞ্চে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিদ্ধান্তহীনতার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অরুণ জেটলি। ফিকি-র সভাপতি হর্ষ মারিওয়ালা বলেছেন, “সরকার ও শিল্পমহলের মধ্যে আস্থা সব ক্ষেত্রেই ক্ষয়ে গিয়েছে। তা ফের গড়ে তোলা গুরুত্বপূর্ণ।” একই মঞ্চে দাঁড়িয়ে প্রণব জানান, সরকারের রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই। তাঁর বক্তব্য, “এটা সত্যি যে, রাজনৈতিক ঘটনাপ্রবাহে সংস্কারের গতি আটকে যায়। সেটাই রাজনীতি ও গণতন্ত্রের প্রকৃতি। সংস্কারের কাজে গতি আনার জন্য রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে শিল্প তথা বণিকমহলেরও সাহায্য চাই।”
শুধু ফিকি-র মঞ্চে নয়, আজ বাজেটের আগে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও সংস্কারের প্রশ্নে রাজ্যগুলির সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেছেন প্রণব। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের মতো সিদ্ধান্তের পাশাপাশি পণ্য-পরিষেবা কর নিয়েও রাজ্যগুলির সঙ্গে সহমত প্রয়োজন। শিল্পমহলের তরফেও আগামী আর্থিক বছরের শুরু থেকেই নতুন কর ব্যবস্থা চালু করার দাবি উঠেছে। এ বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত এমপাওয়ার্ড কমিটির সঙ্গে ফেব্রুয়ারি মাসের শুরুতেই বৈঠকে বসতে চলেছেন প্রণব। বিক্রয় করের হার কমানো বাবদ রাজ্যগুলির ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে সেখানে আলোচনা হবে।
আর্থিক বৃদ্ধির হারকে ফের উঁচুতে বাঁধতে দ্বাদশ পঞ্চবার্ষিকী যোজনার সময়ে পরিকাঠামো ক্ষেত্রে বড় রকমের বিনিয়োগ করতে চাইছে কেন্দ্র। প্রণববাবুর মতে, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৩ থেকে ৪ শতাংশ পরিকাঠামো গড়ে তুলতে ব্যয় করতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে যুক্তি দিয়েছেন প্রণব। একাদশ যোজনা কালে পরিকাঠামো ক্ষেত্রে বেসরকারি ও সরকারি-বেসরকারি যৌথ অংশীদারির পরিমাণ ছিল ৩০ শতাংশ। তা বাড়িয়ে ৫০ শতাংশে নিয়ে যেতে চান প্রণব। তাঁর বক্তব্য, “সময়ের সঙ্গে এই ধরনের আরও কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.