‘পাচার’ হওয়া চাল-গম বাজেয়াপ্ত মঙ্গলকোটে
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
একটি বেসরকারি গুদামে হানা দিয়ে ২০ কুইন্টাল চাল ও ৭৩ কুইন্টাল গম উদ্ধার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় মঙ্গলকোটের নতুনহাটে ঘটনাটি ঘটে। ব্লকের খাদ্য ও সরবরাহ পরিদর্শক গদাধর মণ্ডল মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম বলেন, “দু’তিনটি দলে বিভক্ত হয়ে রেশন ডিলারদের কাছে মজুত দ্রব্য খতিয়ে দেখার জন্য খাদ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নতুনহাট সেতুর কাছে চাল বোঝাই দু’টি ট্রাক্টর দাঁড়িয়েছিল। সেগুলি থেকে চালের বস্তা নামিয়ে গুদামে ঢোকানোর সময়ে এলাকার কিছু লোকজন ঘিরে ফেলে পুলিশে খবর দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে তাঁরা জানিয়েছেন, রেশন দোকান থেকে ওই চাল পাচার হচ্ছে বলে তাঁদের সন্দেহ। ফাঁকতালে একটি ট্রাক্টর অজয় নদের সেতু পেরিয়ে পালিয়ে যায়।
গ্রামবাসীর অভিযোগ পেয়ে পুলিশ খাদ্য দফতর এবং বিডিও-কে জানায়। তাঁদের প্রতিনিধিদের সামনে গুদামের দরজা ভেঙে ৫০ কেজির ৪০ বস্তা চাল ও ১৪৭ বস্তা গম উদ্ধার করা হয়েছে। কাটোয়া মহকুমা খাদ্য আধিকারিক অসীম নন্দী বলেন, “এ দিনই মঙ্গলকোটে এক রেশন দোকানে মজুত দ্রব্য মেপে দেখা যায়, চাল ও গম মিলিয়ে ৯ কুইন্টাল কম রয়েছে।” খাদ্য দফতরের তরফে রেশন ডিলার তমাল চৌধুরী ও গুদামঘরের মালিক বিনাই শেখের নামে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। |
পূর্বস্থলী কলেজে জয়ী টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
তৃণমূল নেতা খুনে ধৃত সিপিএম নেতা প্রদীপ সাহার নিজের এলাকায় পূর্বস্থলী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সব আসনেই জয়ী হল টিএমসিপি। তিন বছর আগে প্রতিষ্ঠিত বর্ধমানের এই খঢ়এঝএ বুধবারই প্রথম নির্বাচন হল। ৯ জানুয়ারি কলেজের ছাত্র সংঘর্ষে আহত দুই টিএমসিপি সমর্থককে দেখতে নবদ্বীপ হাসপাতালে গিয়ে খুন হয়েছিলেন পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষ। রাতেই সিপিএমের পূর্বস্থলী ২ লোকাল সম্পাদক তথা স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সাহাকে গ্রেফতার করা হয়। এ দিন সকাল থেকে এসএফআই নেতা-কর্মীদের কলেজে দেখা যায়নি। ফল বেরোলে দেখা যায়, ১২টি আসনেই জিতেছে টিএমসিপি। স্থানীয় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি, “প্রমাণ হল, প্রদীপ সাহার অপকর্ম কেউ ভাল চোখে দেখেননি।” সিপিএমের পূর্বস্থলী জোনাল সম্পাদক সুব্রত ভাওয়ালের পাল্টা দাবি, “এসএফআই প্রথমে মনোনয়ন জমা দিলেও অগণতান্ত্রিক পরিবেশে এই ভোটে যোগ দেবে না বলে পরে প্রচার করা হয়েছিল। আমাদের অধিকাংশ কর্মী-সমর্থকই ভোট দিতে যাননি।” |
খেতমজুরের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কীটনাশকে মৃত্যু হল এক খেতমজুরের। মৃতের নাম বচ্চন বাস্কে (২৫)। বাড়ি বর্ধমানের কালনায় সুলতানপুর এলাকার উপলতি গ্রামে। মৃতের স্ত্রী সোমবারি বাস্কে জানান, তাঁদের নিজেদের জমি নেই। স্বামী-স্ত্রী দু’জনেই খেতমজুরের কাজ করতেন। মঙ্গলবার বাঁধনা পরবে কেনাকাটার জন্য তিনি স্বামীর কাছে টাকা চান। স্বামী জানান, টাকা নেই। এ নিয়ে কথা কাটাকাটি। এর পরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কীটনাশক খান বলে অভিযোগ। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে রাতে তাঁর মৃত্যু হয়। |
ভারত সেবাশ্রম সঙ্ঘ। সারাদিন। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। |