দ্বিতীয় ডিভিশনে জয়ী আরএইউসি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে বুধবার আরএইউসি ৫৮ রানে হারিয়েছে তরুন স্পোটিং ক্লাবকে। প্রথমে আরএইউসি করে ২৯.৫ ওভারে ১৫০। সজল নাগ ৩৩ ও বিকাশ সিংহ ২৯ করেন। তরুনের অর্ণব মণ্ডল, তারক বন্দ্যোপাধ্যায় ও সুমিত মেহন্ত দু’টি করে উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে তরুণ স্পোর্টিং ২২ ওভারে ৯২ করে। দলের সৌমেন কুশারির ২৬ রান ছিল সর্বোচ্চ। আরএইউসি-র অর্পণ চৌধুরি ১৮ রানে ৫ উইকেট দখল করেন। রাজীব আলিও (৮-৩) ভাল বল করেন। মঙ্গলবার উদয় সঙ্ঘ ৪৩ রানে অ্যাপালো ক্লাবকে হারিয়েছে। উদয় করে ৩০ ওভারে ১৭৫-৭। অঙ্কুর শর্মা করেন ৫৪, রাকেশ খান ৪৭ করেন। অ্যাপালোর কৌশিক পাত্র ৩৭ রানে ৩ উইকেট দখল করেন। অ্যাপালো করে ২৭.৪ ওভারে ১৩২। ব্যাটিংয়ে কৈশিক করেন ৪৫। উদয়ের রাকেশ খান ও ফারুক আলম দু’টি করে উইকেট নেন।
|
ব্রজমোহন কাপ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ব্রজমোহন চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে বর্ধমানের স্পন্দন মাঠে। প্রথম ম্যাচে আসানসোলের বারাসল আদিবাসী কৃষক সমিতি টাইব্রেকারে ৬-৫ গোলে হারায় পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। দ্বিতীয় ম্যাচে বর্ধমানের শিবাজি সঙ্ঘ ৪-০ গোলে কাটোয়ার ওয়াইএমসি-কে হারিয়েছে। দলের স্বপন মান্ডি দু’টি, মহাদেব কিস্কু ও বিপুল হাঁসদা একটি করে গোল করেন।
|
জয়ী অনুশীলন
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
সবনপুর সিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল বরাকর অনুশীলন ক্লাব। তারা চিত্তরঞ্জন জেএমডি ক্লাবকে ৪০ রানে হারায়। প্রথমে ব্যাট করে অনুশীলন ক্লাব ৬ উইকেটে ১৫৯ রান করে। জবাবে জেমডি ক্লাব ১১৯ রানে গুটিয়ে যায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের বাবলু তেওয়ারি।
|
জামুড়িয়ায় ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুঁড়িয়া অ্যাবলুম আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল কেন্দা বিবেকানন্দ সঙ্ঘ। তারা চিচুঁড়িয়া পাগলা গোষ্ঠীকে ৩৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে কেন্দা ৮ উইকেটে ১৫০ রান করে। জবাবে পাগলা গোষ্ঠী ১১৭ রানে শেষ হয়ে যায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সন্তোষ সিংহ।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল গ্রাম সব পেয়েছির আসর আয়োজিত চার দিনের শারীরশিক্ষা প্রশিক্ষণ শিবির শেষ হল। ৫০ টি স্কুলের পড়ুয়ারা এই শিবিরে অংশ নেয়। লোকনৃত্য, ড্রিল, খো খো, কবাডি ও মার্সাল আর্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। |