টুকরো খবর |
গ্রেফতার ২ গাড়ি-চোর
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
চালককে জখম করে গাড়ি নিয়ে পালানোর সময় পুলিশ তাড়া করে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া গাড়িটিও। সোমবার রাত ১২ টা নাগাদ গাজল থানার ছিটকমহলের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে এই ঘটনাটি ঘটে। চালক মতিউর রহমানের গলায় ও পিঠে ছুরি মেরে হাত-পা বেঁধে গাড়ির পিছনে ফেলে দুষ্কৃতীরা পালাচ্ছিল। আগাম খবর পেয়ে মালদহ জেলা পুলিশ জাতীয় সড়কে নজরদারি শুরু করে। তার পরে সন্দেহভাজন গাড়িটিকে ধরা হয়। জখমকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ দুই পাচারকারীকে গ্রেফতার করলেও একজন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডি থেকে একটি গাড়ি নিয়ে করে পালানোর সময় তাড়া করে গাড়ি উদ্ধার করা হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে।” সোমবার রাতে তিন গাড়ি দুষ্কৃতী যাত্রী সেজে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থেকে গাড়ি ভাড়া করে। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই দুষ্কৃতীরা চালককে মেরে তাঁর হাত-পা বেঁধে গাড়ি পিছনে ফেলে রেখে কলকাতার দিকে রওনা হয়। গাজল থানার ওসি সঞ্জয় ঘোষ বলেন, “কুশমণ্ডি থানা থেকে রাতে মেসেজ আসে একটি গাড়ি চুরি করা হয়েছে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ঘিরে ফেলা হয়। প্রায় ৭-৮ কিমি তাড়া করে ছিটকামহলের কাছে গাড়িটি ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে ২টি ভোজালি, ১ পাইপগান, একটি নকল পিস্তল, ২ রাউন্ড গুলি আটক করা হয়েছে। ধৃত দুই দুষ্কৃতীর নাম সুনীল রায় ও খাটকুল। তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুরে শেরগ্রামে। ধৃতদের মঙ্গলবার জেলার মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। পলিশের আবেদনের ভিত্তিতে গাড়ি পাচার চক্রের সন্ধানে ধৃতদের জামিন নামঞ্জুর করে বিচারক সাত দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
|
৪০ কোটি টাকা বাকি, অচলাবস্থা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বকেয়া টাকা মেটানোর দাবিতে ঠিকাদারদের আন্দোলনের জেরে দুদিন ধরে কর্মীরা ঢুকতে না পারায় অচলাবস্থা তৈরি হয়েছে কোচবিহার পূর্ত দফতরে। ওই ঘটনায় বিভিন্ন মহকুমা অফিসে নয়া প্রকল্পের অনুমোদন পাঠানো, কাজের তদারকি, অন্য দফতর থেকে নির্দিষ্ট প্রকল্পের বরাদ্দ অর্থ হস্তান্তরের কাজ ব্যাহত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে। অতিরিক্ত জেলাশাসক সি মুরুগন বলেন, “বুধবার অফিসে গিয়ে ওই ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” পূর্ত দফতর ও কোচবিহার কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ১০ জানুয়ারি থেকে বকেয়া মেটানোর দাবিতে আন্দোলনে নামেন ঠিকাদাররা। অফিস চত্বরে ঠিকাদারদের সংগঠনের তরফে অবস্থান চলছিল। সোমবার আন্দোলনকারীরা কর্মীদের অফিস যাওয়া বন্ধ করে দেন। মঙ্গলবারেও তা জারি থাকায় কেউ অফিসে ঢুকতে পারেননি। আন্দোলনকারী সংগঠনের বিশ্বজিত বসু, শুভাশিস ঘোষদের অভিযোগ, প্রায় ৪০ কোটি টাকার কাজের বকেয়া মিলছে না। বহু বার আর্জি জানিয়ে ও লাভ হয়নি। বাধ্য হয়েই সোমবার থেকে কাউকে অফিসে যেতে দেওয়া হচ্ছে না। জেলা প্রশাসন দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ওই সংগঠনের অভিযোগ, প্রায় এক বছর ধরে তাঁদের কাজের টাকা দেওয়া হচ্ছে না। ফলে রাস্তা, সেতু, ভবন তৈরির মতো নানা কাজ সময়ে শেষ করেও ঠিকাদারদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আশিস সাহা বলেন, “বকেয়া ১৫ কোটির বেশি হবে না। এক বছর বকেয়া দেওয়া হচ্ছে না, এটা ঠিক নয়। তাও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলাম।” বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওই বকেয়া বাম জমানায় হওয়া কাজের। বিষয়টি পূর্ত মন্ত্রীর নজরে আনব।”
|
সন্ত্রাসের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেন ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি এহেসানুল হক। তাঁর অভিযোগ, “তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা এসএফআই-কে সঙ্গে নিয়ে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে। ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছেন। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।” আগামী ২১শে জানুয়ারী ইসলামপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দিন. আগামী ১৯ তারিখ প্রচারের শেষ দিন। তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই-র পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এসএফআই নেতা মোহিত অগ্রবাল বলেন, “অভিযোগ ভিত্তিহীন। ছাত্র পরিষদের ছেলেদের হুমকি দিচ্ছে।” তৃণমূল ছাত্র পরিষদের তরফে কৌশিক গুণ বলেন, “কাউকে হুমকি দিইনি। ওঁরা মিথ্যা অভিযোগ করছে।” বিবেকানন্দ সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ক্রীড়ায় ফুটবলে চ্যাম্পিয়ন উত্তরণ কোচিং সেন্টার।
|
সরব বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
নিকাশি, জলের অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন ইসলামপুরের বাসিন্দারা। শহরের শান্তিনগর, কলেজপাড়া, মেলারমাঠ, দুর্গানগর,আমবাগান-সহ এলাকায় নিকাশির অব্যবস্থার জেরে তিতিবিরক্ত বাসিন্দারা। বাসিন্দারা জানিয়েছেন, নির্বাচন আসলেই নানা প্রতিশ্রুতি মেলে। ভোট পার হয়ে গেলেই সব শেষ। এলাকায় পাকা নর্দমা নেই বললেই চলে। বাড়ির নোংরা জল বাড়িতেই ফেলতে হয়। পুর এলাকার পানীয় জলেরও সঠিক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর। বাসিন্দারা জানান, শহরের কিছু এলাকায় জলের ‘টাইম কল’ থাকলে তা দিয়ে জল পড়ে না। পুরসভা ভাইস চেয়ারম্যান মুজাফফর হোসেন বলেন, “বাম আমলে পুরসভার প্রতি দ্বিচারিতা হয়েছিল। জোট সরকার হওয়ার পর মনে হয়েছিল পুরসভার কাজ করার জন্য টাকা পাব। কিন্তু সরকার গঠনের পর এখনও সুরাহা হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে জানানো হয়েছে।”
|
গৌড়ীয় মঠে চুরি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ফের চুরির ঘটনা ঘটলো বালুরঘাটের গৌরীয় মঠে। সোমবার রাতে দুষ্কৃতীরা মঠে হানা দিয়ে সেবকদের ঘরের শিকল তুলে দিয়ে মন্দিরের রাধাকৃঞ্চের রুপোর বাঁশি, অলংকার, বাসন-পত্র সহ প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী চুরি করে পালায়। মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেন মঠের সম্পাদক রাধাকান্ত দাস। তিনি জানান, পাঁচ মাস আগে মন্দিরে চুরির ঘটনা ঘটে। সে চুরির কিনারা হয়নি। এদিন গভীর রাতে শব্দ পেয়ে রাধাকান্তবাবু বের হতে গিয়ে দেখেন বাইরে থেকে ঘরের শিকল তোলা রয়েছে। এরপর চিৎকারে অন্য লোকজন এসে শিকল খুলে দেন। পুলিশ মঠের পিছনের গলি-রাস্তায় কিছু কাপড় উদ্ধার করে। আইসি শান্তনু কোঁয়ার বলেন, “দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।” গত বছর ১৬ অগস্ট রাতে শহরের বেলতলা পার্ক এলাকার মঠে দুষ্কৃতীরা হানা দিয়ে প্রায় ১ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে।
|
অবস্থান বিক্ষোভ |
|
ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ। |
ছাটাই হওয়া ঠিকাকর্মীদের পুনর্নিয়োগ-সহ নানা সুবিধার দাবিতে আন্দোলনে নামল নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের রায়গঞ্জ ডিভিশন কমিটি। মঙ্গলবার বেলা ১১টা থেকে সংগঠনের কয়েকশো সদস্য টানা তিন ঘণ্টা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপো চত্বরে অবস্থান বিক্ষোভ করেন। সম্প্রতি নিগম কর্তৃপক্ষ উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোর ৮৬ জন চুক্তিভিত্তিক অস্থায়ী ঠিকাকর্মীকে ছাটাই করেছেন। তাঁরা প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ডিপোতে ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন। তাঁরা চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন। ইউনিয়নের রায়গঞ্জ ডিপো সম্পাদক পরিতোষ দেবনাথ বলেন, “দাবি না মানা হলে টানা আন্দোলনে নামা হবে।”
|
বইমেলা |
|
বালুরঘাটে ১৬-তম জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। মঙ্গলবার বিকেলে মেলায় গ্রন্থাগার মন্ত্রী বলেন, “রাজ্যের প্রতি মহকুমায় ‘মহিলা-গ্রন্থাগার’ গড়া হবে। ওই প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রকের সম্মতির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া প্রায় ১৪০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।” উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তীও। সাড়ে ৩ লক্ষ টাকার বাজেটের জেলা বইমেলায় ৬০টি স্টল আসার কথা। বইমেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। মেলায় মাইকে হিন্দি গান বাজানোর বিষয়টি এক শিক্ষক নেতার নজরে আসার পর তা বদলে রবীন্দ্রসঙ্গীত শুরু হয়। সকালে শোভাযাত্রার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের আনা হয়। দুপুরের পরেই পড়ুয়ারা ক্লান্ত হয়ে পড়ে। হলদিবাড়িতেও বইমেলা উপলক্ষে একটি মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমা করে। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শহরের বিভিন্ন বয়সের বাসিন্দারাও মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি রবীন্দ্রভবন লাগোয়া মেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে ফের মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। আজ, বুধবার হলদিবাড়ি বইমেলার উদ্বোধন। ছবি তুলেছেন অমিত মোহান্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়। |
|