টুকরো খবর
ধিক্কার মিছিল
শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে জলপাইগুড়িতে ধিক্কার মিছিল করল সিপিএম প্রভাবিত প্রাথমিক শিক্ষকদের সংগঠন এবিপিটিএ। মঙ্গলবার সংগঠনের তরফ থেকে জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান উৎপল বিশ্বাসকে স্মারকলিপিও দেওয়া হয়। পাশাপাশি, জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পাঠ্য পুস্তক পাচ্ছে না বলে সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। এবিপিটিএর জেলা সম্পাদক বীরেশ শিকদার বলেন, “রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তৃণমূলের তাণ্ডব চলছে। শিক্ষকরা শাসকদলের গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন। রাজ্য সরকার নীরব দর্শকের ভুমিকা নিয়েছে।”

প্রাক্তনদের সংবর্ধনা
শিলিগুড়ির ২১ জন প্রাক্তন ফুটবলার, ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবে শিলিগুড়ি ভেটারেন্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তাঁরা এ কথা জানিয়েছেন। সংগঠনের রজতজয়ন্তী বর্ষ পালনের সমাপ্তি অনুষ্ঠানে ওই কর্মসূচি নেওয়া হয়। আগামী ২৪ জানুয়ারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে ওই অনুষ্ঠান হবে। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন দে বলেন, “বসে আঁকো প্রতিযোগিতা, স্পোর্টস ক্যুইজ হবে। উত্তরবঙ্গে ফুটবলের উন্নয়নে শিলিগুড়ি ভেটারেন্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে সেমিনার হবে। জেলা ক্রীড়া সংস্থার সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে।”

পুরসভার কর্মশালা
জলপাইগুড়ি পুরসভার বিপর্যয় মোকাবিলা সেলের উদ্যোগে মঙ্গলবার শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালা হয়েছে। অসামরিক প্রতিরক্ষা দফতরের সদস্যরা শিক্ষকদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন। পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার স্বরূপ মণ্ডল বলেন, “শহরের বিভিন্ন স্কুলের ১২০ জন শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।”

শংসাপত্র দান
তথ্য প্রযুক্তির বিভিন্ন কোর্সে উত্তরবঙ্গে এই প্রথম শংসাপত্র দিতে চলেছে কম্পিউটিং টেকনোলজিস ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন (কম্পটিয়া)। মঙ্গলবার কম্পটিয়ার তরফে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানানো হয়। তাদের শংসাপত্র পৃথিবীর বিভিন্ন দেশে স্বীকৃত বলে কর্মকর্তারা দাবি করেন। শিলিগুড়ির ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব হার্ডওয়ার টেকনোলজি(আইআইএইচটি) কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে তারা বিভিন্ন কোর্স পড়াবেন।

দেহসৌষ্ঠব প্রতিযোগিতা
আগামী ২১ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপী দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আসর বসছে শিলিগুড়িতে। দার্জিলিং ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের তরফে তা জানানো হয়েছে। দাদাভাই ক্লাবের মাঠে ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ নামে ওই প্রতিযোগিতা হবে। উদ্যোক্তারা জানান, ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, মেয়র গঙ্গোত্রী দত্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় মোড়ে, দেহ সৌষ্ঠবে জাতীয় চ্যাম্পিয়ন মৌরা কর্মকার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় মেদিনীপুরের বাসিন্দা শেখ মোস্তাক। প্রায় ৪০০ প্রতিযোগীর মধ্যে ছেলেরা বডি বিল্ডিং ও মেয়েরা ফিটনেসে অংশ নেবেন।

খুন, চেষ্টা আত্মহত্যার
স্ত্রীকে কুপিয়ে খুন করার পরে শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের কালচিনি থানার চুয়াপাড়া চা বাগানে। পুলিশ জানায়, মৃতার নাম অলবিমা ওরাঁও (৩২)। রাতে স্ত্রীকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করার পরে ওই ব্যক্তি পুনাই ওরাঁও প্রথমে আত্মহত্যার চেষ্টা করে নিজের শরীরে ছুরি চালান। পরে বাড়ি তেকে পালিয়ে যান। মঙ্গলবার সকালে মেচপাড়া এলাকার একটি চায়ের দোকানে নিজেই স্ত্রীকে খুন করার কথা বাসিন্দাদের জানান। বাসিন্দারা তখন ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। জখম ব্যক্তিকে প্রথমে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি স্ত্রীকে খুন করেছেন। মহকুমা হাসপাতালের বেডে শুয়ে পুনাই ওরাঁও জানান, স্ত্রী সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হত। ঘটনার দিন রাতে তিনি বাথরুম যাবেন বলে স্ত্রীকে বাইরে দাঁড়াতে বলেন। স্ত্রী কথা না-শোনায় মাথা গরম হয়ে যায় তাঁর। ভোজালি দিয়ে স্ত্রীর মাথায় ও গলায় কোপ মারেন। তিনি মানসিক ভাবে অসুস্থ কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

জাতীয় সড়কে জট
বাসের ছাদ থেকে নামতে বলায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল একদল ছাত্র। মঙ্গলবার দুপুরে ঘণ্টা তিনেক অবরোধ চলে। যানজটে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। মালবাজারের বিডিও প্রেমবিভাস কাঁসারি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে সমস্যা মেটে। অভিযোগ, প্রশাসনের কর্মীরা তাঁদের ছাদ থেকে নামানোর সময়ে লাঠিচার্জ করেন। বেশির ভাগ বাসে ছাত্রদের উঠতে দেওয়া হয় না বলেও অভিযোগ। মহকুমাশাসক দেবযানী ভট্টাচার্য বলেন, “লাঠিচার্জের অভিযোগ ঠিক নয়। ছাদে ভ্রমণ করলে ছাত্ররা দুর্ঘটনায় পড়তে পারে আশঙ্কা করে নামিয়ে দেওয়া হয়।” ডুয়ার্স মিনি বাস ওয়ার্কার্স ইউনিয়নের জেলা কমিটির সদস্য সঞ্জয় পারিয়াল বলেন, “বাস পিছু ৪০ জন ছাত্রছাত্রী ওঠানোর নির্দেশ সব বাস কর্মীকেই দেওয়া হয়েছে। ছাদে যাত্রী নিতেও নিষেধ আছে। তা সত্ত্বেও কেন ছাদে ওঠানো হচ্ছে তা দেখব।”

শামুকতলায় উৎসব
অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে শামুকতলায় শুরু হচ্ছে চা বাগিচা ও আদিবাসী উৎসব। মঙ্গলবার একথা জানান আলিপুরদুয়ারের মহকুমাশাসক তথা উৎসব কমিটির সম্পাদক অমলকান্তি রায়। মহকুমাশাসক জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ তিন দিন ধরে শামুকতলা সাওতাঁলপুর মিশন হাই স্কুল সংলগ্ন ময়দানে উৎসব চলবে। অনুষ্ঠানে রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাসকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হবে। চা বাগিচা ও আদিবাসী উৎসবের জন্য ১২ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার। এ দিন মহকুমার সমস্ত চা বাগানের ম্যানেজার ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে বিভিন্ন কমিটি গঠন হয়। মূলত চা বাগানে বসবাসকারী ওরাঁও, খাড়িয়া, গারো, রাভা, টোটো, তামাং-সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংস্কৃতি ও জীবনযাপন নিয়ে উৎসব হবে। তা ছাড়া চা প্রক্রিয়াকরণের সমস্ত বিষয়ের খুঁটিনাটি উৎসবে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। ডুয়ার্স ও তরাইয়ের চা বাগিচার শিল্পী ছাড়াও বাউল ও ঝুমুর শিল্পীদের অনুষ্ঠানে আনার ব্যবস্থা হচ্ছে। অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের আলিপুরদুয়ারের আধিকারিক অরুণ মিত্র জানান, উৎসবে নানা অনুষ্ঠানের পাশাপাশি ফুটবল-সহ নানা খেলাধুলার ব্যবস্থা থাকবে।

যুব সংসদ ও ক্যুইজ
মঙ্গলবার মালবাজার মহকুমার মেটেলি সার্কেলের স্কুল পরিদর্শকের দফতরের উদ্যোগে যুব সংসদ এবং ক্যুইজ প্রতিযোগিতা হয়। চালসা গয়ানাথ বিদ্যাপীঠে এই প্রতিযোগিতা হয়। এদিন যুব সংসদের বিচারকের দায়িত্বে ছিলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যোশেফ মুন্ডা।

বধূহত্যা, গ্রেফতার
পুড়িয়ে বধূহত্যার অভিযোগে স্বামী, শাশুড়ি, ভাসুর এবং জা-কে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে নাগরাকাটার ধরণীপুর স্টেশন লাইনে রেল কোয়ার্টারে রেণু দে (২৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মৃতার মা মিলন দে মঙ্গলবার নাগরাকাটা থানায় ৫ জনের নামে অভিযোগ করেন।

দশ পঞ্চায়েতে ধান কেনা শুরু
আলিপুরদুয়ার-২ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হল। এলাকার বিডিও সৌমেন মাইতি জানান, মঙ্গলবার চাপড়ের পাড়-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫০০ কুইন্টাল ধান কেনা হয়। পর্যায়ক্রমে অন্যত্র ধান কেনা হবে।

পাঠ্যবই বিলি
পিঙ্কি দাস, সুমিত্রা রায়, ভানু বিশ্বাসদের মতো গরিব পরিবারের ৭৫ জন ছাত্রছাত্রীকে স্কুলের পাঠ্যবই দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংস্থার তরফে তাদের একাংশের হাতে পাঠ্যবইগুলি তুলে দেওয়া হয়। শিলিগুড়ির ১৩ টি স্কুলের নবম শ্রেণির ওই পড়ুয়াদের বই দেওয়া হয়েছে। সংগঠনের অন্যতম কর্মকর্তা শঙ্কর ঘোষ বলেন, “গরিব পরিবারের কিছু ছাত্রছাত্রীকে এ দিন পাঠ্যবই দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পড়ুয়াদের এ ধরনের সাহায্য করব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.