নেতাজি-স্মরণে মমতাকে প্রধান বক্তা চান অশোক
ত বছরের মতো এ বারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পশ্চিমবঙ্গে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করবে রাজ্য সরকার। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে মঙ্গলবার ফরওয়ার্ড ব্লককে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়ে ফব-র প্রবীণ রাজ্য সম্পাদক অশোক ঘোষ মমতাকেই ২৩ জানুয়ারির অনুষ্ঠানে প্রধান বক্তা হওয়ার আমন্ত্রণ জানান।
বাম শরিক ফ ব-ই কেন্দ্রীয় নেতাজি জন্মোৎসব কমিটির মাধ্যমে ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। বাম শরিকের সঙ্গে এক মঞ্চে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা থাকলে রাজ্য রাজনীতিতে ‘তাৎপর্যপূর্ণ’ ঘটনা হবে। বস্তুত, ‘দেশপ্রেম দিবস’ উদ্যাপনের আপাত-নিরীহ সিদ্ধান্তের মাধ্যমে মমতা একই সঙ্গে দু’টি ‘রাজনৈতিক বার্তা’ দিয়েছেন। সিপিএম ছাড়া বাম শরিকদের প্রতি যে তিনি তুলনামূলক ভাবে ‘নরম’, তা এক দিকে ফের স্পষ্ট। অন্য দিকে, কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যেখানে এখনও ‘দেশপ্রেম দিবসে’র দাবি মেনে নেয়নি, সেখানে মমতা দেখালেন, তিনি মনীষীদের প্রতি ‘শ্রদ্ধাজ্ঞাপনে’ ভিন্ন পথের পথিক।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের তথ্য-সংস্কৃতি সচিব নন্দিনী চক্রবর্তী এ দিন ফ ব দফতরে ফোন করে সরকারি সিদ্ধান্তের কথা জানান। ওই বিষয়ে মমতা-অশোকবাবুর ‘ঘরোয়া’ আলোচনার কথা উল্লেখ করে সচিব জানান, রাজ্য সরকার তাঁদের প্রস্তাব মেনে নিচ্ছে। অশোকবাবু তখন সচিবের মাধ্যমেই মুখ্যমন্ত্রীকে ২৩ তারিখ রেড রোডের অনুষ্ঠানে মুখ্য বক্তা হতে আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় নেতাজি জন্মোৎসব কমিটির সঙ্গে যৌথ ভাবেই যে আগে রাজ্য সরকার ওই অনুষ্ঠান করত, তা-ও নন্দিনীদেবীকে জানান। এর পরেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে গোটা বিষয়টি জানান অশোকবাবু। প্রসঙ্গত, গত বছরই প্রথম বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় রাজ্য সরকার ‘দেশপ্রেম দিবস’ পালন করেছিল। বামফ্রন্টের তরফেও ‘দেশপ্রেম দিবস’ নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা হয়েছিল। অশোকবাবুর থেকে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানার পরে বিমানবাবু আলিমুদ্দিনে ডেকে পাঠান ফ ব-র সাংসদ তথা রাজ্য কমিটির চেয়ারম্যান বরুণ মুখোপাধ্যায়কে। তাঁদের আলোচনায় স্থির হয়, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ফ্রন্ট অনুরোধ জানাবে, যাতে কেন্দ্রীয় সরকারকে ‘দেশপ্রেম দিবস’ মেনে নিতে বলে প্রধানমন্ত্রীর কাছে মমতা দাবি জানান। তাঁদের সঙ্গে একমঞ্চে মমতা বক্তা হলে কি ফ্রন্টে নতুন বিতর্ক তৈরি হবে না? অশোকবাবুর মতে, “বামফ্রন্টের আগেও যাঁরা মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁরা এই অনুষ্ঠানে আসতেন। এটাই রীতি।” রানি রাসমণি অ্যাভিনিউয়ে আজ, বুধবারই দলের যুব সংগঠন যুব লিগের অবস্থানে মূল বক্তা অশোকবাবু। রাজ্য সরকারের সিদ্ধান্তকে সেই মঞ্চ থেকেই প্রকাশ্যে ‘স্বাগত’ জানাতে চান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.