পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার ডোমকলের এসডিও-র কাছে স্মারকলিপি দিল তৃণমূল। কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতগুলিতে দুর্নীতি চলছে। বিডিও-র কাছে অভিযোগ জানালেও কোনও ফল মিলছে না। বাধ্য হয়েই এ দিন সমস্যা সমাধানের আশায় এসডিও-র কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। ততৃণমূল নেতা তাজিমুদ্দিন খান বলেন, “ধুলাউড়ি পঞ্চায়েতে একই পরিবারের পাঁচ জন সদস্যকে বেআইনি ভাবে ইন্দিরা আবাস প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এ ছাড়াও ওই বাড়ি তৈরি করে পঞ্চায়েত প্রধান ও সদস্যেরা প্রকল্পের টাকা আত্মসাৎ করছে।” ডোমকলের এসডিও মনোজ চক্রবর্তী বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” অন্য দিকে, পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ডোমকল থানায় বিক্ষোভ দেখআয় সিপিএম। সিপিএমের ডোমকল জোনাল কমিটির সম্পাদক নারায়ণ দাসের অভিযোগ, “পুলিশ সাধারণ মানুষকে অযথা হয়রান করছে। থানার ভিতরে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে।” যদিও ডোমকল থানার আইসি কৌশিক ঘোষ বলেন, “পুলিশ নিয়ম মেনেই কাজ করছে। তবে নির্দিষ্ট কোনও পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হবে।”
|
পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলডাঙার ভরতা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্য এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন বাসিন্দারা। অভিযোগ, ইন্দিরা আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা ব্যাঙ্ক থেকে তোলার পরে পথেই পঞ্চায়েতের তরফে বিভিন্ন লোক জন ওই টাকা জোর করে হাতিয়ে নিচ্ছে। স্থানীয় বাসিন্দা মুল হক শেখ বলেন, “আমাদের টাকার একটা অংশ পঞ্চায়েত সদস্যেরা জোর করে নিয়ে নিচ্ছেন। আমরা এ ব্যাপারে বিডিও-কে জানিয়েছি।” ভরতা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইনদাদুল হক বলেন, “অভিযোগ একেবারেই মিথ্যা।” বেলডাঙা-১ বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যাপারটি শুনেছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় বাসিন্দা সইদুল ইসলাম বলেন, “প্রধানের প্রতিনিধি ব্যাঙ্কের সামনে বসে থাকেন। অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময়ে ওই টাকা হাতিয়ে নিচ্ছে ওরা।”
|
বাড়ির সামনে জল ফেলা নিয়ে দুই ভাইয়ের বচসা হয়েছিল। তারই জেরে এক জনকে গুলি করে অন্য ভাইয়ের এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, বেলডাঙার বড়ুয়া পেট্রোল পাম্পের সামনে মঙ্গলবার মিখাইল ও রফিকুলের মধ্যে বিবাদ বাধে। বিবাদ বন্ধ হয়ে যাওয়ার পরে মিখাইলের শ্যালক করিম শেখ রফিকুলকে গুলি করতে যায়। যদিও রফিকুলের গায়ে গুলি লাগেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে করিম পিস্তল রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, করিম ও রফিকুল দু’জনেরই খোঁজ করছে। বেলডাঙা থানার ওসি বিশ্ববন্ধু চট্টোরাজ বলেন, “করিম শেখকে আমরা খুঁজছি। তার কাছে আগ্নেয়াস্ত্র কী ভাবে এল তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
|
দু’লক্ষ টাকার জাল নোট-সহ ফরাক্কার গাধীঁঘাট থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুজিত মণ্ডল ও গোরাচাঁদ মণ্ডল। বাড়ি মালদহের বৈষ্ণবনগরের শবদলপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ধৃতদের কাছ থেকে দুশোটি হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। এই নিয়ে গত এক সপ্তাহে ফরাক্কা ও ধুলিয়ানের বিভিন্ন ফেরিঘাট থেকে সাত জনকে জাল নোট-সহ গ্রেফতার করল পুলিশ। এদের সকলেরই বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। পুলিশের অনুমান বাংলাদেশ সীমান্ত লাগোয়া বৈষ্ণবনগরের পদ্মার চর এলাকার বিভিন্ন ফেরিঘাট দিয়ে এই জাল টাকা ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল।
|
নতিডাঙা থেকে নাটনা মোড় পর্যন্ত রাস্তার যানজট করিমপুরের চেনা ছবি। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় রাস্তাতেই দাঁড়ায় বাস। লরি, ম্যাটাডোর, ট্রেকার, রিকশা, সাইকেল, মোটর সাইকেল, লছিমনের ভিড়ে রাস্তা পার হওয়াই দায়। অভিযোগ, বহুবার বাসস্ট্যান্ডের দাবি জানিয়েও লাভ হয়নি। তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘রেগুলেটেড মার্কেটে বাসস্ট্যান্ড তৈরির ব্যবস্থা হচ্ছে।”
|
|
আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। বহরমপুরে ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক।
|
|
আদিবাসী দিবসে তাহেরপুরের মহিষডাঙা গ্রামে চলছে অনুষ্ঠান।
মঙ্গলবার ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য। |
|