টুকরো খবর
আজ সবংয়ে সভা তৃণমূলের
তৃণমূল ও কংগ্রেসের কাজিয়ার আবহে আজ, বুধবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা অধুনা রাজ্যের সেচ ও কুটিরশিল্প মন্ত্রী মানস ভুঁইয়ার খাসতালুক সবংয়ে সভা করতে চলেছে যুব তৃণমূল। আজ দুপুরে ওই সভা হবে সবং স্কুল-মাঠে। যেখানে সাংসদ শুভেন্দু অধিকারী, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিত থাকার কথা। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুরের দলীয় নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশে লক্ষ্যণীয় জমায়েত করতে উদ্যোগী তৃণমূল। এই সবংকে ঘিরেই বিধানসভা ভোটের আগে কংগ্রেস-তৃণমূল কাজিয়া চরমে পৌঁছেছিল। মানসবাবুকে সে বার কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল নেতারা। মানসবাবুও পাল্টা কটাক্ষ করেছিলেন। জোট রাজনীতিতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। এখনও দু’দলের সম্পর্কে চলছে টানাপোড়েন। ধানের দাম, কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, সন্ত্রাস, মন্ত্রিসভার রদবদলনানা বিষয়েই দু’পক্ষে তর্কাতর্কি তুঙ্গে। এই পরিস্থিতিতে মানসবাবুর খাসতালুকে তৃণমূলের সমাবেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জ্ঞানেশ্বরীর ‘ফেরার’ জয়দেব ধরা পড়লেন
কুড়ি মাস ‘ফেরার’ থাকার পরে মঙ্গলবার ধরা পড়লেন জ্ঞানেশ্বরী-নাশকতায় অন্যতম অভিযুক্ত জনগণের কমিটির সদস্য জয়দেব মাহাতো। এ দিন তাঁকে তাঁর নিজের গ্রাম মানিকপাড়ার ইন্দ্রবানি থেকেই ধরা হয়েছে বলে ঝাড়গ্রাম জেলা পুলিশের দাবি। এসপি গৌরব শর্মার বক্তব্য, “মেদিনীপুর সিজেএম আদালত অভিযুক্তের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আজ, বুধবার ধৃতকে সেখানে হাজির করা হবে।” জয়দেবের খবর দিতে পারলে ৫০ হাজার টাকা ‘ইনাম’ ঘোষণা করেছিল সিবিআই-ও। জ্ঞানেশ্বরী-কাণ্ডে আগেই ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। ২০ জন ধরা পড়েছিলেন। ১৯ জন এখনও জেলবন্দি। আর ৩ ‘ফেরার’-এর অন্যতম এই জয়দেব। বচন মান্না ও জয়ন্ত ভক্তা এখনও অধরা।

হলদিয়ায় সবে শুরু ধান কেনা
দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার থেকে সরকারি সহায়কমূল্যে ধান কেনা শুরু হল পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমায়। এ দিন মহকুমার মহিষাদলের অমৃতবেড়িয়ায় ধান কেনা শুরু করেছে মহিষাদল সমবায় সমিতি। প্রথম দিন ৭০ জন চাষির কাছে থেকে ১০৮০ টাকা প্রতি কুইন্টাল দরে ৬০ মেট্রিক টন চাল কেনা হয়েছে বলে দাবি সমবায় সমিতির। শুধু মহিষাদল ব্লক থেকেই হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে প্রশাসন। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিমল নন্দী, খাদ্য কর্মাধ্যক্ষ মিঠু অধিকারী, মৎস্য কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, সমবায় সমিতির চেয়ারম্যান দুলালচন্দ্র দাস প্রমুখ। ধান বিক্রি করতে আসা স্থানীয় চাষি দেবপ্রসাদ রায়, হরিপদ বেরা-রা বলেন, “আরও আগে ধান কেনা শুরু হলে খুব উপকার হত। এত দিন লোকসানেই খোলাবাজারে ধান বিক্রি করতে হয়েছে। সহায়কমূল্যে আগেই ধান কেনা হলে বাজারেও দর বাড়ত।” এ বার চাষিদের নগদে নয় চেকে দাম মেটানো হচ্ছে বলে জানিয়েছেন দুলালবাবু।

ভাতার জন্য বরাদ্দ পূর্বে
গত চার মাস জাতীয় বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাননি পূর্ব মেদিনীপুরের প্রাপকেরা। অবশেষে ২০১১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভাতা বাবদ ৯ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় ৬০-৮০ বছরের মধ্যে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ৭৯ হাজার ২১৪ জন। প্রতি মাসে ৪০০ টাকা করে ভাতা পান এঁরা। আর ৮০ বছরের উর্ধ্বে বার্ধক্যভাতা প্রাপক রয়েছেন ১৩ হাজার ১৩৩ জন। এঁরা প্রতি মাসে ৭০০ টাকা ভাতা পান। অন্য দিকে, জেলায় ১৮ হাজার ৩৫ জন বিধবা ও ১৭৫৪ জন প্রতিবন্ধী ভাতা প্রাপক প্রতি মাসে ৪০০ টাকা করে ভাতা পান। গত বছর সেপ্টেম্বর থেকে ভাতা না পাওয়ায় বিপাকে পড়েছিলেন দুঃস্থ ভাতা প্রাপকেরা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ রাজ্য সরকারকে চিঠি দিয়ে দ্রুত অর্থ বরাদ্দের আবেদন জানায়। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, সম্প্রতি রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর দু’মাসের ভাতার অর্থ বরাদ্দ করেছে। দ্রুত এই ভাতা বণ্টনের চেষ্টা করা হচ্ছে।

স্কুলের বর্ষপূর্তি
দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যামন্দির প্রতিষ্ঠার প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত উৎসবের সূচনা করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সোমবার ৭৫টি প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করার পাশাপাশি প্ল্যাটিনাম ভবনের উদ্বোধন ও স্কুলের প্রতিষ্ঠাতার মূর্তির আবরণ উন্মোচন করেন শুভেন্দু। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। বিকালে বিজ্ঞান সেমিনার ও আলোচনাসভায় শিক্ষাবিদ অংশুমান পঞ্চাধ্যায়ী, লেখক পথিক গুহ-সহ বিশিষ্টজনেরা যোগ দেন। প্রধানশিক্ষক ননীগোপাল বেরা জানান, পাঁচ দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিঘায় নতুন জিআরপি থানা
দিঘায় রেল পুলিশের (জিআরপি) নতুন থানা হচ্ছে। স্বরাষ্ট্র দফতরের প্রস্তাবে সায় দিয়েছে অর্থ দফতর। রাজ্য পুলিশের বক্তব্য, দিঘা এখন হলদিয়া রেল পুলিশের অধীনে। ভ্রমণার্থী বেড়েছে। প্রায় সারা বছরই ভিড় থাকে। তার উপরে পর্যটন ব্যবসার নিরিখে দিঘাকে গোয়া করার পরিকল্পনা নিয়েছে রাজ্য। তাই দিঘায় পুরোদস্তুর রেল পুলিশের থানা করার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তাই ৪৭টি নতুন পদ তৈরি করেছে সরকার। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে প্রস্তাবটি পাশ হওয়ার কথা।

দুর্ঘটনায় মৃত্যু
স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির দুই ছাত্রীর। মঙ্গলবার বিকেলে মারিশদার দইসাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত মৌসুমী গিরি (১৮) ও প্রতিমা খটিয়া (১৯) মারিশদা হাইস্কুলের ছাত্রী। দইসাই এলাকাতেই বাড়ি দু’জনের। এ দিন স্কুল থেকে ফেরার পথে একটি পিক-আপ ভ্যান ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌসুমীর। পরে কাঁথি হাসপাতালে মারা যান প্রতিমা।

খুন, যাবজীব্বন
একই পরিবারের দুই ভাইকে খুনের অভিযোগে কাঁথি থানার ব্রজমাল গ্রামের প্রদীপ পণ্ডাকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনালেন কাঁথি ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক প্রদীপ বন্দ্যোপাধ্যায়। মামলার সরকারি আইনজীবী বেনীমাধব বেরা জানান, ১৯৯৮ সালের ৭ সেপ্টেম্বর রাতে জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী অরবিন্দ পণ্ডা ও তাঁর ছোট ভাই পূর্ণেন্দু পণ্ডাকে ব্যাপক মারধর করেন প্রদীপবাবু। পরে হাসপাতালে মারা যান দুই ভাই। প্রদীপবাবুর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়। মঙ্গলবার সেই মামলারই সাজা ঘোষণা করেন বিচারক।

স্কুলে অর্থসাহায্য
পাঁশকুড়ার প্রতাপপুর এলাকার হজরত দিওয়ান জাফর গার্লস হাইস্কুলের উন্নয়নে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ রাশেদ আলির উদ্যোগে গড়ে তোলা এই মাধ্যমিক বিদ্যালয় এখনও সরকারি অনুমোদন পায়নি। গত রবিবার সাংসদ ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অর্থসাহায্য করেন। বিদ্যালয়ের সরকারি অনুমোদন পাওয়ার বিষয়ে সাহায্যের আশ্বাসও দেন শুভেন্দু।

প্রয়াত
প্রয়াত হয়েছেন শঙ্করপুর ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার নায়ক। মঙ্গলবার সকালে শঙ্করপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৭ বছর। রামনগরের প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়কের বাবা প্রফুল্লবাবু শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মৎস্যজীবীদের সংগঠিত করায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.