ফি বৃদ্ধির প্রতিবাদে অনশন ল কলেজে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফি বৃদ্ধির প্রতিবাদে অনশনে বসেছিলেন মেদিনীপুর ল-কলেজের ৪ ছাত্রছাত্রী। শেষমেশ কলেজ কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় ওই কর্মসূচি প্রত্যাহার করা হল। সেমিস্টারের ফি বৃদ্ধির প্রতিবাদে এক সপ্তাহ আগে থেকেই আন্দোলন শুরু হয়েছিল। পরিস্থিতি দেখে গত সোমবার পর্যন্ত কলেজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে কলেজে ফের পঠনপাঠন শুরু হয়। আর, এ দিনই অনশনে বসেন ছাত্র পরিষদের ৪ কর্মী-সমর্থক। |
|
নিজস্ব চিত্র। |
ছাত্র পরিষদের ল’ কলেজ ইউনিটের সভাপতি সৈয়দ সামিম বলেন, “আমাদের সংগঠনের জেলা সভাপতির অনুরোধে এ দিন বিকেলে অনশন প্রত্যাহার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোন রকম আলোচনা করেননি।” অন্য দিকে, সংগঠনের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “কলেজের ডিরেক্টরের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। উনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।” এর পরেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছে ছাত্র পরিষদ। |
|