|
|
|
|
‘তোলাবাজ’কে পিটিয়ে পুলিশে দিল জনতা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আগ্নেয়াস্ত্র-সমেত এক ‘তোলাবাজ’কে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের জামদায় ঘটনাটি ঘটে। ধৃত জয়দেব দাসের বাড়ি বিনপুর থানার কাঁকুরমা গ্রামে। জনতার মারে জখম জয়দেবকে উদ্ধার করে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে ভর্তি করায় পুলিশ। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে এক রাউন্ড গুলি-ভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। সুস্থ হওয়ার পরে ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হবে। ঝাড়গ্রামের এসডিপিও সুমিত কুমার বলেন, “বছর একত্রিশের জয়দেব মাওবাদীদের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে তোলা আদায় করত। জয়দেব ও তার সঙ্গীসাথীদের বিরুদ্ধে ঝাড়গ্রাম শহর-সহ পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ী-সহ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে তোলা আদায়ের বেশ কিছু অভিযোগ রয়েছে।” পুলিশের দাবি, কয়েক দিন আগে শহরের বাছুরডোবার এক গাড়ি-ব্যবসায়ীকে ফোন করে তোলা বাবদ মোটা অঙ্কের টাকা দাবি করেছিল জয়দেব। মঙ্গলবার শহরের জামদা এলাকার একটি জায়গায় ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিতে আসে জয়দেব ও তার এক সঙ্গী। কিন্তু ওই ব্যবসায়ীও আগে থেকে স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে রাখেন। এর ফলে, জয়দেব ও তার সঙ্গী যুবকটি সাইকেলে সেখানে পৌঁছতেই সঙ্গে সঙ্গে তাদের উপর চড়াও হয় জনতা। সঙ্গী কোনও মতে চম্পট দিলেও ধরা পড়ে যায় জয়দেব। |
|
|
|
|
|