টুকরো খবর |
স্ত্রীকে কুপিয়ে খুন, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে খড়্গপুর লোকাল থানা এলাকার কাতড়া গ্রামে। পুলিশের দাবি, স্ত্রী পিঙ্কি জানাকে (১৯) হাঁসুয়া দিয়ে গলা কেটে খুন করে তাঁর স্বামী তারক জানা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পিঙ্কির সঙ্গে তারকের দু’বছর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা দাবি করত তারক। টাকা না দিলেই স্ত্রী-র উপর চলত নির্যাতন। শ্বশুরবাড়ির লোক একবার ব্যবসা করার জন্য টাকা দিয়েও সাহায্য করেছিলেন। কিন্তু ব্যবসা না করে টাকা উড়িয়ে দেয় তারক। আবারও কয়েক দিন ধরেই টাকা দাবি করছিল। মঙ্গলবার সকালে পিঙ্কি যখন তরকারি কাটছিলেন সেই সময়ে হঠাৎ তারক বাড়িতে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করে। টাকার দাবি করে। বচসা বাধে স্বামী-স্ত্রী’র মধ্যে। তখনই তারক হাঁসুয়া দিয়ে গলা কেটে স্ত্রীকে খুন করে বলে পুলিশের দাবি।
|
পুলিশকে হেনস্থা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেলাতে জুয়া বন্ধ করতে যাওয়ায় পুলিশকে হেনস্থা করা হল খড়্গপুর লোকাল থানা এলাকার হিরাডিহিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরাডিহি গ্রামে অন্য বছরের মতো এ বছরও গ্রামীণ মেলা শুরু হয়েছে। সেখানে জুয়া চলছে জেনে সোমবার সন্ধ্যায় পুলিশ হানা দেয়। জুয়া বন্ধের কথা বললে পুলিশকেই হেনস্থা করা হয়। প্রথমে দু’জন পুলিশকর্মী মেলাতে গিয়েছিলেন। তাঁদের হেনস্থার কথা জেনে পরে একটি গাড়িতে আরও কয়েক জন পুলিশকর্মী গেলে স্থানীয় কিছু যুবক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশকে আটকে রাখা হয়। খবর পেয়ে পরে আরও পুলিশ গিয়ে আটক সহকর্মীদের উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ফের মেলায় তল্লাশি চালানো হবে। তবে এ বার তল্লাশির সময়ে তৈরি হয়েই যাবে বাহিনী। সেই সঙ্গে যারা পুলিশকে আটকে রেখে হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
|
মেদিনীপুরে দিনরাতের টি-২০ শুরু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
মেদিনীপুর শহরে শুরু হল দিন-রাতের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার উদ্বোধন করেন মেদিনীপুর জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমির চেয়ারম্যান দীপক সরকার। টুর্নামেন্ট চলছে শহরের অরবিন্দ স্টেডিয়ামে। ওডিশা, বিহার, ধানবাদ, কলকাতা-সহ বিভিন্ন এলাকার মোট ৮টি দল যোগ দিয়েছে। শহরের বজরং ব্যায়ামাগারের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট। এ বার ১১ তম বর্ষ। এ দিন সকালে মোটরবাইক-র্যালি বেরোয় শহরে। ওই র্যালি স্টেডিয়ামে পৌঁছনোর পরেই টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে ওডিশার রামেশ্বর স্পোর্টিং ও মেদিনীপুর ইলেভেন। জয়ী হয় রামেশ্বর স্পোর্টিং। টুর্নামেন্ট উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। টুর্নামেন্ট কমিটির যুগ্ম-আহ্বায়ক কুন্দন গোপ বলেন, “বৃহস্পতিবার পর্যন্ত খেলা চলবে।”
|
আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘কমোডিটি ফিউচার ট্রেডিং’ নিয়ে আলোচনা-শিবির হল মঙ্গলবার। ডেবরার একটি সমবায় সমিতির হলঘরে এই আলোচনাসভায় ছিলেন জেলার ২৬ জন সম্পন্ন কৃষক। জয়পুরের ন্যাশনাল ইন্সটিটিউট অব এগ্রিকালচারাল মার্কেটিং ও কল্যাণীর একটি কো-অপারেটিভ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের উদ্যোগে এই শিবির। ভবিষ্যতে কী ভাবে চাষিরা নিজেরাই ফসলের দাম নির্ধারণ করবেন, ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাবেন কী ভাবে--সে-সব নিয়ে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হরিসাধন ঘোষ, ও কল্যাণীর প্রতিষ্ঠানের শিক্ষক রাজকুমার পাত্র ও আশিস মাহাতো। |
|