রাতের অন্ধকারে একই এলাকার পর পর কিছু জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। সোমবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে হুগলি জেলার উত্তরপাড়ার জিটি রোড লাগোয়া ভদ্রকালীর বি কে স্ট্রিটে। এলাকার মানুষ শব্দ শুনে উঠে পড়ায় পিঠটান দেয় দুষ্কৃতীরা। কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাস্তার ধারে দাঁড় করানো ৮টি রিকশায় আগুন দেয় দুষ্কৃতীরা। সেগুলির অল্প-বিস্তর ক্ষতি হয়েছে। বস্তি এলাকায় একটি বাড়ির বাইরে রাখা খাটিয়া, টেবিলে ভাঙচুর করা হয়। দাঁড়িয়ে থাকা একটি গাড়িও পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। একটি বাড়িতেও অগ্নিসংযোগের চেষ্টা হয়। আগুন লাগানো হয় দু’টি গুমটিতে। ক্ষতির পরিমাণ কোনও ক্ষেত্রেই খুব সাঙ্ঘাতিক নয়। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দুষ্কৃতীরা সংখ্যায় কত জন ছিল, বা কী উদ্দেশে তারা এসেছিল, তা নিয়ে সব পক্ষ অন্ধকারে। স্থানীয় মানুষের একাংশের দাবি, এর পিছনে ‘প্রোমোটার চক্র’ থাকতে পারে। উচ্ছেদের জন্য আতঙ্ক ছড়াতেই হয় তো এ ভাবে হামলা চালানো হল। শ্রীরামপুরের এসডিপিও রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় আগুন লাগানো হয়েছিল। তদন্ত শুরু হয়েছে। এর পিছনে কী কারণ থাকতে পারে, তা আমরা খতিয়ে দেখছি।”
|
পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের উদ্যোগে যুব সংসদ প্রতিযোগিতায় হুগলি জেলা চ্যাম্পিয়ন হল আরামবাগ বয়েজ হাইস্কুল। পর্যায়ক্রমে ব্লক ও মহকুমা স্তর থেকে উন্নীত জেলার চারটি মহকুমার চারটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতাটি হয় রবিবার চুঁচুড়ার পৌরসভা প্রেক্ষাগৃহে। আরামবাগ বয়েজ হাইস্কুল পরপর দু’বার জেলা চ্যাম্পিয়ন হল। প্রতিযোগিতায় ব্যক্তিগত দক্ষতা বিভাগে ৬টি পুরস্কারের মধ্যে ৪টি পেয়েছে আরামবাগ বয়েজের ছাত্রেরা। সেরা অধ্যক্ষ দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার পতৌদি, সেরা মুখ্যমন্ত্রী একাদশ শ্রেণির সুমন মণ্ডল, সেরা বিরোধী দলনেতা একাদশ শ্রেণির দেবদীপ সরকার এবং সেরা সচিব একাদশ শ্রেণির সুমন মাল। পুরো বিষয়টির নাট্যনির্মাণ ও প্রশিক্ষক ছিলেন আরামবাগ বয়েজ হাইস্কুলের শিক্ষক জাহাঙ্গির পতৌদি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের জেলা পরিদর্শক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
|
তোলাবাজির অভিযোগে রিষড়ার এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সমর চৈন ওরফে লেবু নামে ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী তৃণমূলের নেত্রী। সোমবার রাতে সুভাষনগরের বাড়ি থেকে লেবুকে ধরে পুলিশ। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ-সহ আটটি মামলা আছে বলে পুলিশ সূত্রের খবর। ইদানীং রিষড়া স্টেশন চত্বর এলাকায় এই তোলাবাজের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। নড়েচড়ে বসে পুলিশ। এর আগেও অবশ্য নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে লেবুকে। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, এক সময়ে হুব্বা শ্যামলের সঙ্গে ছিল এই দুষ্কৃতী। পরে আর এক কুখ্যাত দুষ্কৃতী রমেশের দলে ভিড়ে যায়। রমেশ এখন জেলে। তার হয়ে এলাকায় তোলাবাজির কারবার চালাচ্ছিল লেবু। মঙ্গলবার শ্রীরামপুর আদালতের বিচারক ধৃতকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। |