|
|
|
|
কংগ্রেস ও বিজেপি-র থেকে ‘সমদূরত্বেই’ থাকছে সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কংগ্রেসের আর্থিক নীতি এবং বিজেপি-র সাম্প্রদায়িকতার বিরোধিতা করেই পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়া দলিল তৈরি করতে চলেছে সিপিএম। দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং পলিটব্যুরোর অন্যতম সদস্য সীতারাম ইয়েচুরির কথায় মঙ্গলবার তা ফের স্পষ্ট হল।
রাজনৈতিক খসড়া দলিল প্রসঙ্গে আলিমুদ্দিনে ইয়েচুরি বলেন, “এনডিএ এবং ইউপিএ একই আর্থিক নীতি নিয়ে চলেছে। আমরা বিজেপি-র সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে। আবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র আর্থিক নীতিরও বিরুদ্ধে। এই দুই বিষয়কে মাথায় রেখেই রাজনৈতিক খসড়া দলিল তৈরি করা হচ্ছে।” বিধাননগরে দলীয় এক আলোচনা সভায় কারাটও জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যে আর্থিক নীতি নিয়ে চলছেন, তার বিরোধিতা করাই সিপিএমের নীতি। কেন তাঁরা কংগ্রেসের আর্থিক নীতির বিরুদ্ধে, তার ব্যাখ্যা করে কারাট বলেন, “এই সরকারের নীতি শিল্পপতিদের জন্য। গরিব মানুষের জন্য নয়। শিল্পপতিদের জন্য নীতি গ্রহণ করলে দেশের জিডিপি বাড়ে। কিন্তু তাতে গরিব মানুষের অবস্থার পরিবর্তন হয় না।” |
|
আলিমুদ্দিন স্ট্রিটে কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রকাশ কারাট, বিমান বসু,
সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: রাজীব বসু। |
কেন্দ্রীয় কমিটির বৈঠকে মতাদর্শগত দলিলও চূড়ান্ত হচ্ছে। লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক কর্মসূচিকে সামনে রেখেই মতাদর্শগত দলিল তৈরি করছে সিপিএম। বিধাননগরে তা স্পষ্ট করে দেন কারাট। পরিকল্পিত অর্থনীতির মধ্যেও বাজারের গুরুত্বকে স্বীকার করে নেওয়ার কথাও তিনি জানান। কারাট বলেন, “সমাজতান্ত্রিক কর্মসূচি রূপায়ণের জন্য পরিকল্পিত অর্থনীতি প্রয়োজন। কিন্তু তার মধ্যেও বাজার অর্থনীতির ভূমিকা রয়েছে।”
কারাট বলেন, “কিছু প্রয়োগের ভুলে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন হলেও তার সাফল্য মুছে দেওয়া সম্ভব নয়। নতুন শতাব্দীতে লাতিন আমেরিকার দেশগুলিতে বামপন্থীরা ভোটো জিতে ক্ষমতায় আসার পরে যে ভাবে সমাজতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করছে, তার সাফল্য চমকপ্রদ। এই সাফল্যকে মাথায় রেখেই আমাদের এগোতে হবে।” ভেনেজুয়েলা, বলিভিয়া, নিকারাগুয়ায় বামপন্থীরা ভোটে জিতে ক্ষমতায় আসার পরে ভূমি সংস্কার করছে, বিদ্যুৎ, তেল ও প্রাকৃতিক গ্যাস, টেলিযোগাযোগ ব্যবস্থাকে জাতীয়করণ করছে কারাট তা-ও জানান। |
|
|
|
|
|