|
|
|
|
রুশদি ভারতে আসুন, চান না গহলৌতও |
নিজস্ব প্রতিবেদন |
জয়পুরের সাহিত্য সম্মেলনে সলমন রুশদির উপস্থিতি নিয়ে ‘আপত্তি’ রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতেরও! আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করে তাঁর এই আপত্তির কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। ধর্মীয় সংগঠন দার-উল-উলুমের পরে এ বার রাজ্যের মুখ্যমন্ত্রীও আপত্তি জানানোয় বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’-এর লেখকের ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্যোক্তাদের তরফেও সে রকমই ইঙ্গিত মিলেছে। এক বিবৃতিতে উদ্যোক্তারা জানিয়েছেন, ২০ জানুয়ারি, সাহিত্য সম্মেলনের উদ্বোধনের দিন সলমন রুশদি উপস্থিত থাকছেন না। তবে তাঁকে জানানো আমন্ত্রণ বহালই থাকছে। প্রসঙ্গত, ২০ এবং ২১ জানুয়ারি এই সম্মেলনে বক্তব্য রাখার কথা রুশদির। অনেকে অবশ্য মনে করছেন, কট্টরপন্থীদের চাপের কাছে সরকার বা উদ্যোক্তারা যে নতি স্বীকার করেননি, তার প্রমাণ দিতে উৎসবের পরের দিকে রুশদি সম্মেলনে যোগ দিতেও পারেন।
দিল্লিতে আজ চিদম্বরমের সঙ্গে দেখা করে গহলৌত জানান, রুশদি ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁর ভারতে আসা আটকানো যায় না। তবে জনগণের আবেগের বিষয়টি মাথায় রাখা উচিত। এ দিন গহলৌত এক বিবৃতিতে বলেছেন, “কোনও সরকারই চাইবে না, কারও উপস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত হোক।” একই সঙ্গে অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতি রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করে দিয়ে তাঁর বার্তা, “উদ্যোক্তারা এমন কিছু করবেন না, যাতে উৎসব ব্যাহত হয় এবং সব মিলিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।” চিদম্বরম অবশ্য গহলৌতের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করেননি। রুশদির ভারতে আসা প্রসঙ্গেও তিনি কোনও মন্তব্য করেননি।
রুশদির আসা আটকাতে রাজ্য প্রশাসনের তরফে যে উদ্যোক্তাদের উপরে চাপ বাড়ানো হচ্ছে, এ দিন তার ইঙ্গিত মিলেছে পুলিশের তরফেও। রুশদি না সাহিত্য সম্মেলন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, উদ্যোক্তাদের তা বেছে নিতে বলেছেন রাজ্য পুলিশের প্রধান! এবং তিনিও আইন-শৃঙ্খলার প্রসঙ্গই টেনেছেন! এ সবের মধ্যেই দার-উল-উলুমের তরফে আজ ফের কেন্দ্রের কাছে রুশদির ভারতে আসা আটকাতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এর আগে রুশদিকে ভিসা না দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানায় দার-উল-উলুম। যার জবাবে রুশদি ট্যুইটারে মন্তব্য করেন, যে হেতু তিনি ভারতীয় বংশোদ্ভূত, তাই তাঁর ভারতে আসার জন্য ভিসা লাগবে না।
রাজস্থানের সাহিত্য সম্মেলনে অবশ্য এই প্রথম আমন্ত্রিত নন সলমন রুশদি। ২০০৭ সালের সাহিত্য সম্মেলনেও এসেছিলেন তিনি। রাজ্যে তখন বিজেপি সরকার। এবং তখন এ নিয়ে সমস্যাই হয়নি। স্বাভাবিক ভাবেই রাজ্যে কংগ্রেসের সরকার আসার পরে এই প্রথম এই অনুষ্ঠানে থাকতে আমন্ত্রণ পাঠানো হয়েছে রুশদির কাছে। সম্মেলনে যোগ দেওয়ার কথা বিখ্যাত টক-শো হোস্ট ওপরা উইনফ্রে-রও। এই অবস্থায় রাজ্য সরকারের মনোভাবে যথেষ্টই হতাশ উদ্যোক্তারা। তবে প্রকাশ্যে এ নিয়ে কেউই মুখ খোলেননি। এমনকী রুশদিকে না আসার জন্য ‘ব্যক্তিগত ভাবে’ অনুরোধ করার কথাও মানতে চাইছেন না তাঁরা। তবে সরকারের মনোভাবে যথেষ্ট ক্ষুব্ধ সাহিত্যিকরা। লেখক চেতন ভগত যেমন এ ব্যাপারে সরকারের ভূমিকার সমালোচনা করে ট্যুইটারে বলেছেন, “একজন ডক্টরেট প্রধানমন্ত্রীর সরকার মৌলবাদীদের কথা শুনছে! দুঃখজনক!” |
|
|
|
|
|