মাফিয়া ডন আবু সালেমের প্রত্যর্পণ সংক্রান্ত শর্ত ভারত মানেনি বলে রায় দিল পর্তুগালের সুপ্রিম কোর্ট। এই বিষয়ে ভারত সরকারের আবেদন খারিজ করে দিয়েছে ওই আদালত।
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ ও চিত্র প্রযোজক গুলশন কুমারের হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত সালেম। বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের সঙ্গে এক সময়ে সালেমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ। ২০০৫ সালে পর্তুগাল থেকে সালেম ও তার বান্ধবী অভিনেত্রী মনিকা বেদীকে ভারতে নিয়ে আসা হয়। পর্তুগালের আইনে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। তাই সালেমকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলে আশ্বাস দিতে হয়েছিল ভারত সরকারকে। ম্প্রতি পর্তুগালের হাইকোর্টে পেশ করা আবেদনে সালেমের আইনজীবীরা জানান, ভারত প্রত্যর্পণের শর্ত মানেনি। সালেমের বিরুদ্ধে কিছু নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগগুলি প্রমাণিত হলে ভারতীয় আইনে তার মৃত্যুদণ্ড হতে পারে। এই যুক্তি মেনে নেয় হাইকোর্ট।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পর্তুগিজ সুপ্রিম কোর্টে আবেদন জানায় মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যর্পণ আইন মেনেই সালেমের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। যে সব অভিযোগের জন্য সালেমকে প্রত্যর্পণ করা হয়েছে, নতুন অভিযোগগুলি প্রমাণিত হলে তার চেয়েও কম মেয়াদের কারাদণ্ড হতে পারে। সিবিআই জানিয়েছে, পর্তুগিজ সুপ্রিম কোর্ট সালেমের প্রত্যর্পণ খারিজ করেনি। কেবল একটি আইনি বিষয়ে হাইকোর্টের রায়ে সম্মতি জানিয়েছে। ফলে এখনই সালেমের বিচারের উপরে এই রায়ের কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এই রায়ের বিরুদ্ধে পর্তুগালের সাংবিধানিক আদালতে আবেদন করার সুযোগ রয়েছে। ভারত সরকার সে পথে হাঁটতে পারে।
তবে পর্তুগিজ সুপ্রিম কোর্টের রায়ের ফায়দা তোলার জন্য সোমবারই সক্রিয় হয়েছেন সালেমের ভারতীয় আইনজীবীরা। বিশেষ টাডা আদালতে এই মুহূর্তে বিচার চলছে সালেমের। ওই বিচার বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন তার আইনজীবী রশিদ আনসারি। আনসারির দাবি, এই বিচার চালিয়ে যাওয়া বেআইনি কাজ। বুধবার এই আবেদনের শুনানি হবে। |